শীর্ষ প্রশ্ন
সময়রেখা
চ্যাট
প্রসঙ্গ
সিটাগ্লিপটিন
রাসায়নিক যৌগ উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
Remove ads
সিটাগ্লিপটিন (ইংরেজি: Sitagliptin) রক্তে গ্লুকোজের মাত্রা কমানোর একটি ওষুধ। এটি একটি ব্যতিক্রমী অ্যান্টি-ডায়াবেটিক ওষুধ।[২] এটি আগে MK-0431 নামে পরিচিত ছিল। এটির প্রস্তুত এবং বাজারজাতকরণের একমাত্র অধিকারী Merck & Co. তারা এটি জানুভিয়া (Januvia) নামে বাজারে ছাড়ে। এটি ২০০৬ সালে FDA দ্বারা গৃহীত হয়। [৩]
Remove ads
ফার্মাকোলজি
দেখা যায় যে, গ্লুকোজ সরাসরি রক্তে নিলে যতটা না ইনসুলিন তৈরি হয়, মুখে খেলে তার থেকে তিন গুণ বেশি তৈরি হয়। এর জন্য দায়ী দুটি হরমোন। এদের সংক্ষেপে ইনক্রেটিন বলা হয়। টাইপ ২ ডায়াবেটিসে এই ইনক্রেটিনের পরিমাণ কমে যায়। এক্ষেত্রে ইনক্রেটিনকে ভেঙ্গে ফেলে ডাইপেপটিডিল পেপটাইডেজ ৪ (DPP-4)। সিটাগ্লিপটিন এই DPP-4 কে বাধা দেয়। এটি এর ইনহিবিটর। এটি এর জন্য অনন্য (Selective) ইনহিবিটর। সর্বোপরি, সিটাগ্লিপটিন ইনসুলিন তৈরি করতে অগ্ন্যাশয়কে সহায়তা করে।[৪]
Remove ads
তথ্যসূত্র ও পাদটীকা
বহিঃসংযোগ
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads