শীর্ষ প্রশ্ন
সময়রেখা
চ্যাট
প্রসঙ্গ
সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
Remove ads
সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশের সিলেট জেলার বাগবারিতে অবস্থিত একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়। এটি বেসরকারী বিশ্ববিদ্যালয় আইন,১৯৯২ এর অধীনে প্রতিষ্ঠিত হয়।[১] এটি বাংলাদেশের বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের আওতাভুক্ত একটি বিশ্ববিদ্যালয়।
বিশ্ববিদ্যালয়টির প্রথম উপাচার্য ছিলেন ছদরুদ্দিন আহমেদ চৌধুরী, যিনি বাংলাদেশে ফিজিক্যাল সোসাইটির সাবেক সভাপতি (১৯৯৫-১৯৯৬) এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য ছিলেন।[২]
Remove ads
উপাচার্যগণ
নিম্নোক্ত ব্যক্তিবর্গ বিশ্ববিদ্যালয়টির উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করেন:
![]() | এই অনুচ্ছেদটি সম্প্রসারণ করা প্রয়োজন। (অক্টোবর ২০২২) |
- অধ্যাপক ড. ছদরুদ্দিন আহমেদ চৌধুরী
- অধ্যাপক ড. সুশান্ত কুমার দাস[৩]
- অধ্যাপক ড. শহীদ উল্লাহ তালুকদার (২০১৯ - ২০২৩)
- অধ্যাপক ড. আশরাফুল আলম (১৩ আগস্ট ২০২৩-বর্তমান)
একাডেমিক
বিশ্ববিদ্যালয়টির প্রথম কার্যক্রম শুরু হয় অক্টোবর ২০০১সালে।
বিশ্ববিদ্যালয়টি নিম্নোক্ত প্রোগ্রামসমুহে শিক্ষাদান করে:
- ব্যাচেলর অব বিজনেস এডমিনিস্ট্রেশন (BBA)
- মাস্টার অব বিজনেস এডমিনিস্ট্রেশন (Executive and regular)
- ব্যাচেলর অব সাইন্স ইন কম্পিউটার প্রকৌশল (CSE)
- ব্যাচেলর অব সাইন্স ইন ইলেকট্রনিক্স এন্ড Communication Engineering (executive and undergraduate)
- ব্যাচেলর অব আর্টস ইন ইংরেজি
- ব্যাচেলর অফ লজ (LL.B Hons)
- সন্ধ্যাকালীন প্রোগ্রাম
- ব্যাচেলর অফ লজ (LL.B pass course)
Remove ads
আরও দেখুন
তথ্যসূত্র
বহিঃসংযোগ
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads