শীর্ষ প্রশ্ন
সময়রেখা
চ্যাট
প্রসঙ্গ
সুশাসনের জন্য নাগরিক (সুজন)
বাংলাদেশি সংস্থা উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
Remove ads
সুশাসনের জন্য নাগরিক (সুজন) বাংলাদেশের একটি সংস্থা। সুজন একটি বাংলা শব্দ। এটি "সুশাসনের জন্য নাগরিক" একটি বাক্য থেকে এসেছে। এই প্রতিষ্ঠানের সদর দপ্তর মোহাম্মদপুর, ঢাকায়।[২] সুজন ১২ নভেম্বর ২০০২ ‘সিটিজেন্স ফর ফেয়ার ইলেকশন্স (সিএফই)’ নামে প্রথম আত্মপ্রকাশ করে। ২০০৩ সালের ২১ ডিসেম্বর সংগঠনটির নামকরণ করা হয় ‘সুশাসনের জন্য নাগরিক’, সংক্ষেপে ‘সুজন’।[৩]
Remove ads
লক্ষ্য ও উদ্দেশ্য
সুজন এর লক্ষ্য এবং উদ্দেশ্য হলো দেশজুড়ে একটি ভালো সরকার গঠন করা।[৩] এটি মূলত একটি গণতান্ত্রিক দেশ গঠনের দিকে দৃষ্টি নিবদ্ধ করে।[২] প্রায়শই, তারা কিছু সভার আয়োজন করে, তাদের লক্ষ্য অর্জন এবং মনোযোগ আকর্ষণ করার জন্য সংবাদ সম্মেলন করে।[৪] সুজন দেশে নির্বাচনী ব্যবস্থার অভাব দেখাতে চেষ্টা করে এবং তারা খাঁটি গণতান্ত্রিক দেশ গঠনের জন্য নির্বাচন কমিশন বা উপযুক্ত কর্তৃপক্ষকে পরামর্শ দেয়।[৫] সুজন শুধু সুশাসন গঠনের চেষ্টা করে না, পাশাপাশি সামাজিক সমস্যাগুলি সমাধান করার চেষ্টা করে।[৬] তারা প্রায়শই অন্যান্য সংস্থার সাথে কাজ করে।[৭]
Remove ads
কাঠামো
সুজনের চারটি অংশ রয়েছে। এগুলি হলো কেন্দ্রীয়, জেলা, উপজেলা ও ইউনিয়ন। সিদ্ধান্ত, কর্ম পরিকল্পনা এবং ভবিষ্যতের উদ্যোগ গ্রহণের মাধ্যমে কেন্দ্রীয় কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।[২] সুজনের বর্তমান সাধারণ সম্পাদক হলেন বদিউল আলম মজুমদার।[৮] এই সংগঠনের বর্তমান কেন্দ্রীয় সমন্বয়ক হলেন দিলীপ কুমার সরকার।[৯]
তথ্যসূত্র
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads