শীর্ষ প্রশ্ন
সময়রেখা
চ্যাট
প্রসঙ্গ

সেন্ট্রিওল

উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ

সেন্ট্রিওল
Remove ads

সেন্ট্রিওল হল প্রাণিকোষের নিউক্লিয় আবরণীর কাছাকাছি অবস্থিত বেলনাকৃতি বা দন্ডাকার ফাপা অণু নালিকা যুক্ত অঙ্গাণু। এটি একটি আবরণী বিহীন কোষাঙ্গাণু। সেন্ট্রিওল স্বচ্ছ দানাবিহীন যে অঞ্চলে বেষ্টিত থাকে তাকে সেন্ট্রোজোম বলে। ঘন ও নিরেট যে এলাকাটি একে বেষ্টন করে রাখে তার নাম সেন্ট্রোস্ফিয়ার। সেন্ট্রোস্ফিয়ার হতে কোষ বিভাজনের সময় এস্টার রে বিচ্ছুরণ হয়। প্রাণীকোষ বিভাজনের সময় আ্যস্টার গঠন করা সেন্ট্রিওলের প্রধান কাজ

Thumb
সেন্ট্রিওলের গঠনের চিত্র।
Remove ads

আবিষ্কার

১৮৮৭ সালে বিজ্ঞানী Van Benden সেন্ট্রিওল আবিষ্কার করেন এবং ১৮৮৮ সালে বিজ্ঞানী বোভেরী সেন্ট্রিওলের গঠন ও কাজের বর্ণনা দেন ও নামকরণ করেন।

উৎপত্তি ও ভৌত গঠন

ধারণা করা হয় আদি সেন্ট্রিওল হতে সরাসরি বিভাজনের মাধ্যমে সেন্ট্রিওল উৎপত্তি হয়। স্নায়ুকোষ ব্যতীত প্রায় অন্য সকল কোষেই সেন্ট্রিওল দেখা যায়। সাধারণত প্রতি কোষে একটি সেন্ট্রোজোম দেখা যায় যা দুটি সেন্ট্রিওল ধারণ করে। অণুবীক্ষণ যন্ত্রে সেন্ট্রিওলকে দুমুখ খোলা পিপার মত দেখা যায়। এর দৈর্ঘ্য 300-500 ন্যানোমিটার। প্রতিটি সেন্ট্রিওলে তিনটি অংশ বিদ্যমান। এগুলি হল: সিলিন্ডার প্রাচীর, ত্রয়ী অণুনালিকা এবং যোজক। প্রস্থচ্ছেদে প্রতি সেন্ট্রিওলে 9টি অণুনালিকা দেখা যায়। ঘন ও সন্নিবিষ্ট 3টি উপনালিকা এক একটি ত্রয়ী গঠন করে।প্রতিটি ত্রয়ী পরস্পর সমদুরত্বে অবস্থিত এবং পরিধির সাথে 30 ডিগ্রি কোণ করে অবস্থান করে। উপনালিকাগুলোকে Threadgold A,B,C নামে চিহ্নিত করেছেন।এরা পার্শবর্তী নালিকার সাথে তন্তু দ্বারা যুক্ত থাকে।

Remove ads

রাসায়নিক গঠন

সেন্ট্রিওলে সাধারণত প্রোটিন লিপিড ও ATP থাকে। এর অণুনালিকা গুলো টিবিউলিন নামক প্রোটিন দ্বারা গঠিত। তবে বর্তমানে এতে নিউক্লিক এসিডের সন্ধানপাওয়া গেছে।

কাজ

1.কোষ বিভাজনে সাহায্য করে। 2.কোষ বিভাজনের সময় মাকুতন্তু গঠন করে। 3.শুক্রানুর লেজ গঠনে বিশেষ সহায়তা করে। 4.সিলিয়া ও ফ্লাজেলার বেসাল বডি হিসেবে কাজ করে। 5.স্নায়ু কোষে এটি নিষ্ক্রিয়।

তথ্যসূত্র

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads