শীর্ষ প্রশ্ন
সময়রেখা
চ্যাট
প্রসঙ্গ
সৌদি আরবের জাতীয় পতাকা
উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
Remove ads
সৌদি আরবের জাতীয় পতাকা ১৯৭৩ সালের মার্চ ১৫ হতে ব্যবহার করা হচ্ছে। এটিতে সবুজ বর্ণের মধ্যে সাদা অক্ষরে আরবি ভাষায় কলেমা তাইয়্যেবাহ্, এবং একটি তরবারি প্রদর্শিত হয়েছে।











পতাকার অক্ষর রীতি হল থুলুথ ধাঁচের। এটিতে প্রকাশ পেয়েছে
- لا إله إلا الله محمد رسول الله
- লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ্
- "আল্লাহ ছাড়া সত্য কোনো উপাস্য নাই, মুহাম্মাদ তাঁর প্রেরিত রাসুল।"
তরবারিটি ইবন্ সউদ এর আরব জয়কে নির্দেশ করছে।
Remove ads
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads