শীর্ষ প্রশ্ন
সময়রেখা
চ্যাট
প্রসঙ্গ

এবিপি আনন্দ

ভারতের একটি জাতীয় বাংলা সংবাদ চ্যানেল উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ

এবিপি আনন্দ
Remove ads

এবিপি আনন্দ (পূর্বনাম: স্টার আনন্দ) ভারতের একটি জাতীয় বাংলা সংবাদ চ্যানেল।

দ্রুত তথ্য এবিপি আনন্দ, উদ্বোধন ...

এই চ্যানেলটি স্টার টিভিআনন্দবাজার পত্রিকার একটি যৌথ প্রযোজনা। ১ জুন ২০০৫ তারিখ থেকে একটি ২৪ ঘণ্টার ফ্রি-টু-এয়ার চ্যানেল হিসাবে এর সম্প্রচার শুরু হয়। স্থানীয় ভাষায় সংবাদ পরিবেশনার ক্ষেত্রে একটি আদর্শ উপস্থাপনা করার পাশাপাশি এবিপি আনন্দ বাংলা, সর্বভারতীয় ও বিশ্বসংবাদ পরিবেশনার ক্ষেত্রে চিত্তাকর্ষক পরিচালনা এবং গভীর ও বিশ্লেষণাত্মক সংবাদ প্রচারের ঐতিহ্যের সূচনা ঘটায়। এবিপি আনন্দ সম্প্রচারিত হয় মিডিয়া কনটেন্ট অ্যান্ড কমিউনিকেশন সার্ভিসেস ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড (এমসিসিএস)-এর দ্বারা, যা ভারতীয় গণমাধ্যম জগতের দুই বৃহত্তম ব্র্যান্ড আনন্দবাজার গোষ্ঠীর ১০০% মালিকানাধীন এবিপিটিভি এবং স্টার গোষ্ঠীর সম্পূর্ণ মালিকানাধীন স্টার নিউজ ব্রডকাস্টিং লিমিটেড-এর একটি ৭৪:২৬ যৌথ উদ্যোগ। কলকাতাকেন্দ্রিক ও স্টেট-অব-দ্য-আর্ট প্রযোজনার সুবিধাযুক্ত এবিপি আনন্দ একটি বিরাট ব্যুরো নেটওয়ার্ক চালু করে বাঙালি দর্শকদের সামনে একটি অপ্রতিদ্বন্দ্বী, বোধগম্য ও প্রত্যক্ষ সংবাদ পরিবেশনা শুরু করে। সম্প্রচার শুরুর সপ্তাহতেই এবিপি আনন্দ কলকাতা ও পশ্চিমবঙ্গের ৪০% মার্কেটশেয়ার দখল করে নেয়। তারপর থেকে বাঙালি মানস ও চিন্তাধারার উপযোগী অনুষ্ঠান সম্প্রচার করে এই চ্যানেল প্রভূত জনপ্রিয়তা অর্জন করে।

এবিপি আনন্দে সম্প্রচারিত কয়েকটি অনুষ্ঠান হল এবিপি আনন্দ খবর, আনন্দ সকাল, ফটাফট, এক ঝলকে, ফিল্মস্টার, হয় মা নয় বৌমা, আজ এ রাজ্যে, এখন কলকাতা, সাতটায়ে বাংলা, ঘণ্টাখানেক সঙ্গে সুমন, চটজলদি নজরে নটা, আজ বাংলায় এক ডজন গল্প ইত্যাদি। এছাড়াও অনেক বিশেষ অনুষ্ঠান সম্প্রচার ও স্পনসর করে থাকে এবিপি আনন্দ।

Remove ads

সঞ্চালক

  • সুমন দে, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট
  • পাপিয়া সিংহ দেবনাথ
  • কুসুমিতা বন্দ্যোপাধ্যায়
  • শুভ্রজিৎ প্রামানিক
  • সৌমেন চক্রবর্তী
  • অনসূয়া দাশগুপ্ত
  • সুকর্ণা দাস
  • মাধুরী চ্যাটার্জী
  • দেবস্মিতা ভট্টাচার্য
  • স্বর্ণালী কুন্ডু

বহিঃসংযোগ

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads