শীর্ষ প্রশ্ন
সময়রেখা
চ্যাট
প্রসঙ্গ

হাইনান এয়ারলাইন্স

উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ

Remove ads

হাইনান এয়ারলাইন্স কোম্পানি লিমিটেড (এইচ এন এ)(এসএসই: ৬০০২২১)চীনের হাইনান প্রদেশের হাইকোতে অবস্থিত একটি এয়ারলাইন । এটি চীনের সর্ববৃহৎ বেসরকারী বিমান সংস্থা এবং পরিচালিত বিমানের সংখ্যা হিসাবে চীনের চতুর্থ বৃহত্তম বিমানসংস্থা । এর প্রধান কেন্দ্র হাইকো মেইলান আন্তর্জাতিক বিমানবন্দরে অবস্থিত । স্কাইট্রেক্স কর্তৃক পাঁচ তারকা রেটিং প্রদানকৃত এশিয়ার আটটি এয়ারলাইন্সের মধ্যে হাইনান এয়ারলাইন্স একটি । অন্য সাতটি এয়ারলাইন্স হচ্ছে নিপ্পন এয়ারওয়েজ, এশিয়ানা এয়ারলাইনস, ক্যাথি প্যাসিফিক, ইভা এয়ার, গারুডা ইন্দোনেশিয়া, কাতার এয়ারওয়েজ এবং সিঙ্গাপুর এয়ারলাইন্স

দ্রুত তথ্য আইএটিএ, আইসিএও ...
Remove ads

ইতিহাস

গঠন এবং শুরুর বছরগুলো

হাইনান এয়ারলাইন্স ১৯৮৯ সালে হাইনান প্রভিন্স এয়ারলাইন্স হিসাবে চীনের সবচেয়ে বৃহৎ বাণিজ্যিক শহর হাইনান এ প্রতিষ্ঠিত হয় । হাইনান প্রভিন্স এয়ারলাইন্স ছিলো চীনের প্রথম জয়েন্ট স্টক এয়ার ট্রান্সপোর্ট কোম্পানি যা ১৯৯৩ সালের জানুয়ারীতে পুনরায় ঢেলে সাজানো হয় এবং ১৯৯৩ সালের ২ মে হতে এয়ারলাইনটি এর ফ্লাইট পরিচালনার কার্যক্রম শুরু করে । প্রাথমিকভাবে হাইনান সরকার (৫.৩৩%) ও কর্পোরেট স্টাফদের(২০%) দ্বারা ২৫০ মিলিয়ন ইউয়ান (৩১.২৫ মিলিয়ন ইউএস ডলার) অর্থায়ন করা হয় । অর্থায়নের বাকী অংশ প্রাতিষ্ঠানিক শেয়ারহোল্ডাররা প্রদান করে ।[] ১৯৯৬ সালে এয়ারলাইনটির নাম হাইনান প্রভিন্স এয়ারলাইন্স হতে পরিবর্তন করে হাইনান এয়ারলাইন্স করা হয় । আমেরিকান অ্যাভিয়েশন এলএলসি, যা জর্জ সোরোস এর দ্বারা পরিচালিত হয়, ১৯৯৫ সাল হতে হাইনান এয়ারলাইন্সের একটি বড় অংশের শেয়ার হোল্ডার ।[]

জেট ইঞ্জিন সার্ভিস

একটি বম্বারডিয়ার লেয়ার জেট ৫৫ বিমান ১৯৯৫ সালে এর বিমানবহরে যুক্ত হয় । ১৯৯৮ সালে হাইনান এয়ারলাইন্স হাইকো মেইলান আন্তর্জাতিক বিমানবন্দরের ২৫% শেয়ার কিনে নিয়ে বিমানবন্দরের শেয়ার হোল্ডার হিসাবে চীনের প্রথম বিমানসংস্থা হিসাবে খ্যাতি লাভ করে । ২০০০ সালে এইচএনএ গ্রুপ গঠিত হয় এবং হাইনান এয়ারলাইন্সের কর্তৃত্ত্ব লাভ করে । গ্রুপটি এছাড়াও শাংঝি এয়ারলাইন্স, চ্যাং অ্যান এয়ারলাইন্স এবং চায়না জিংহুয়া এয়ারলাইন্স কে নিয়ন্ত্রণ করে থাকে । ২০০৩ সালে হাইনান এয়ারলাইন্সটি চীনের চতুর্থ বৃহত্তম এয়ারলাইন্স হিসাবে পরিচিত হয় ।[]

Remove ads

পরিচয় এবং কর্পোরেট বিষয়সমূহ

সদর দপ্তর

হাইনান এয়ারলাইন্স এবং এইচএনএ গ্রুপ এর সদর দপ্তর হাইনান রাজ্যের হাইকোতে এইচএনএ বিল্ডিংয়ে অবস্থিত । কোম্পানিটির অন্যান্য শাখা অফিস চীনের প্রধান প্রধান শহর যেমন বেইজিং, সাংহাই ইত্যাদি স্থানে অবস্থিত । পূর্বে সংস্থাটির সদর দপ্তর অন্যত্র অবস্থিত ছিল ।[]

গন্তব্যস্থলসমূহ

হাইনান এয়ারলাইন্স নয়টি স্থান তথা বেইজিং, জিয়ান, তাইওয়ান, উরুমকি, গাংজুয়া, হাংজুয়া, লানজুয়া, দালিয়ান এবং সেনজেন এ তাদের কেন্দ্র এবং এশিয়া, ইউরোপ, আমেরিকা এবং আফ্রিকায় তাদের নেটওয়ার্ক বিস্তৃত করেছে । বিমানসংস্থাটি প্রায় ৫০০টি অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক রুটে বিমান পরিচালনা করে এবং এর বিমানগুলো ৯০টিরও বেশি শহরে চলাচল করে থাকে ।[]

কোড-শেয়ার চুক্তি

২০১৫ সালের নভেম্বর অনুযায়ী হাইনান এয়ারলাইন্সের সাথে নিন্মোক্ত এয়ারলাইন্সগুলোর কোড-শেয়ার চুক্তি রয়েছে ।

  • এয়ার বার্লিন
  • হংকং এয়ারলাইন্স
  • আমেরিকান এয়ারলাইন্স []
  • জেট ব্লু [১০]
  • অ্ন্যান্য

পরিচালিত বিমানসমূহ

২০১৬ সালের আগস্ট মাস অনুসারে হাইনান এয়ারলাইন্সের বিমানবহরে নিন্মোক্ত এয়ারক্রাফট-গুলো রয়েছে । এয়ারবাস এ৩৩০-২০০, এয়ারবাস এ৩৩০-৩০০, বোয়িং ৭৩৭-৭০০, বোয়িং ৭৩৭-৮০০, বোয়িং ৭৬৭-৩০০ইআর, বোয়িং ৭৮৭-৮, বোয়িং ৭৮৭-৯

সার্ভিসসমূহ

ভ্রমণাবস্থায় ক্যাটারিং(খাবার)

হাইনান এয়ারলাইন্সের বিমানগুলোতে অত্যন্ত উন্নতমানের এবং সুস্বাদু খাবার পরিবেশিত হয়ে থাকে । খাবারগুলো মূলত চাইনিজ এবং ইউরোপীয় খাবারের একধরনের সংমিশ্রন । ইন্টারন্যাশনাল ইকোনমি ক্লাস যাত্রীদের জন্য বিভিন্ন ধরনের বেভারেজ তথা অ্যালকোহলযুক্ত অথবা অ্যালকোহলবিহীন পানীয়ের ব্যবস্থা রয়েছে । এছাড়া কোনও যাত্রী ইচ্ছা করলে স্পেশাল অর্ডার করতে পারে ।

ভ্রমণাবস্থায় বিনোদন

সাধারনভাবে হাইনান এয়ারলাইন্সের যাত্রীদের আনন্দদায়ক ভ্রমণের লক্ষ্যে অডিও, ভিডিও, মিউজিক, গেমস ইত্যাদি বিনোদনের ব্যবস্থা রয়েছে । এছাড়াও বিভিন্ন ধরনের ম্যাগাজিনসহ যাত্রীদের ভ্রমণটি উপভোগ্য করে তোলার লক্ষ্যে বিভিন্ন বিনোদনের ব্যবস্থা রাখা হয় । এছাড়াও এয়ারলাইন্সের বিভিন্ন বিমানে যাত্রীদের ইন্টারনেট ব্যবহারের জন্য ওয়াই-ফাই সুবিধা চালু রয়েছ ।

তথ্যসূত্র

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads