শীর্ষ প্রশ্ন
সময়রেখা
চ্যাট
প্রসঙ্গ

হানিফ সংকেত

বাংলাদেশী মিডিয়া ব্যক্তিত্ব ও লেখক উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ

হানিফ সংকেত
Remove ads

হানিফ সংকেত (জন্ম: ২৩ অক্টোবর ১৯৫৮)[] বাংলাদেশের বিনোদন অঙ্গনের অন্যতম জনপ্রিয় ব্যক্তিত্ব। আশির দশক থেকে শুরু করে প্রায় দুই যুগ ধরে তিনি বাংলাদেশের দর্শককুলকে জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদি এর মাধ্যমে আনন্দ দিয়ে যাচ্ছেন। একাধারে তিনি উপস্থাপক, পরিচালক, লেখক ও প্রযোজক।

দ্রুত তথ্য হানিফ সংকেত, জন্ম ...
Remove ads

কর্মজীবন

প্রয়াত ফজলে লোহানীর যদি কিছু মনে না করেন[] ম্যাগাজিন অনুষ্ঠানে তিনি প্রথম খ্যাতি লাভ করেন। তবে তিনি কেবল হাস্যরসকে তুলে ধরেন না। বিভিন্ন সামাজিক অসঙ্গতি, অফিস-আদালতের দুর্নীতির বিপরীতে এবং মানবিকতার পক্ষে তার কার্যক্রম চলে। তার ইত্যাদি নামক ম্যাগাজিন অনুষ্ঠানটি বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় টিভি অনুষ্ঠান।

তার একক ম্যাগাজিন অনুষ্ঠান ঝলক। ১৯৮৫ সালে ডিসেম্বরে প্রচার হয়। ১৯৮৭ সালে দর্শকদের অনুরোধে প্রথম ‘কথার কথা’র উপস্থাপক হিসেবে পর্দায় আসেন।

১৯৮৯ সালের মার্চ মাসে বিটিভির প্রযোজনা প্রথম ইত্যাদি প্রচারিত হয়। পরবর্তীতে প্রথম বেসরকারি প্রযোজনা হিসেবে ইত্যাদি ১৯৯৪ সালের ২৫ নভেম্বর প্রচার হয়। ইত্যাদি ছিল বিটিভিতে প্রচারিত প্যাকেজ অনুষ্ঠান হিসেবে বেসরকারিভাবে নির্মিত প্রথম অনুষ্ঠান।[]

Remove ads

রচিত গ্রন্থসমূহ

আরও তথ্য বছর, বইয়ের নাম ...
Remove ads

পরিচালিত নাটকসমূহ

আরও তথ্য বছর, নাটকের নাম ...

অভিনয় ও কণ্ঠশিল্পী

তার অভিনীত নাটক:

  • ‘কুসুম’ - পরিচালক হুমায়ূন আহমেদ।

অভিনীত চলচ্চিত্র:

  • ‘আগমন’ (১৯৮৮)- খলনায়কের ভূমিকায়।
  • ’ ‘চাঁপা ডাঙ্গার বউ’।
  • ‘ঢাকা-৮৬’।

চলচ্চিত্রে কণ্ঠশিল্পী:

  • ‘প্রথম প্রেম’ - পরিচালক এ জে মিন্টু। গানের প্রথম কথা– ‘তু তু তু তু তু তা রা মর্জিনার বাপ মার্কামারা’।

সামাজিক অবদান

৩০ বছর ধরে চলে আসা ইত্যাদির মাধ্যমে তিনি সমাজের নানা প্রচলিত অসংগতির বিরুদ্ধে জোরালো কণ্ঠ রাখেন। ইত্যাদির প্রতিটি পর্বে সমসাময়িক নিন্দিত ঘটনার বর্ণনা ও বিরোধিতা থাকে কিছুটা রম্য হলেও দৃষ্টিগ্রাহ্যভাবে। তাই বিবিসিসহ দেশের প্রতিটি জরিপেই দেখা গেছে, ইত্যাদি দেশের সেরা টিভি অনুষ্ঠান এবং দেশের ৭৫ শতাংশ টিভি দর্শক এই অনুষ্ঠান দেখে থাকে।[]

পুরস্কার

এছাড়াও তিনি দেশে-বিদেশে বহু পুরস্কারে ভূষিত হয়েছেন।

তথ্যসূত্র

বহিঃসংযোগ

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads