শীর্ষ প্রশ্ন
সময়রেখা
চ্যাট
প্রসঙ্গ

হামজা তাহির

স্কটীয় ক্রিকেট খেলোয়াড় উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ

Remove ads

হামজা তাহির (জন্ম ৯ নভেম্বর ১৯৯৫) একজন স্কটিশ ক্রিকেটার[] স্কটল্যান্ডের হয়ে পাকিস্তানের বিপক্ষে ১২ জুন ২০১৮-তে তিনি টি-টোয়েন্টি আন্তর্জাতিক (টি২০আই)-এ আত্মপ্রকাশ করেছিলেন।[] সে তার লিস্ট এ খেলায় অভিষেক করে স্কটল্যান্ড-এর হয়ে ওমানের বিপক্ষে ২০ ফেব্রুয়ারি ২০১৯ তারিখ ২০১৮-১৯ ওমান চতুর্ভুজ সিরিজ-এর মধ্য দিয়ে।[]

দ্রুত তথ্য ব্যক্তিগত তথ্য, পূর্ণ নাম ...

২০১৯ সালের জুনে, আয়ারল্যান্ডের ওলভে খেলতে আয়ারল্যান্ড সফরে যায় স্কটল্যান্ড এ দল। উক্ত 'এ' দলে প্রতিনিধিত্ব করার জন্য তাকে নির্বাচিত করা হয়েছিল। [] পরের মাসে, ইউরো টি-টোয়েন্টি স্ল্যাম ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধনী সংস্করণে গ্লাসগো জায়ান্টদের হয়ে খেলতে তাকে নির্বাচিত করা হয়েছিল।[][] তবে পরের মাসে এই টুর্নামেন্টটি বাতিল হয়ে যায়।[]

জুলাই ২০১৯ সালে, তাকে স্কটল্যান্ডের ওয়ানডে আন্তর্জাতিক (ওয়ানডে) স্কোয়াডে ২০১৯ স্কটল্যান্ড ত্রি-দেশীয় সিরিজের জন্য তার নাম স্কোয়াডে জায়গা দেওয়া হয়েছিল। [] তিনি স্কটল্যান্ডের হয়ে পাপুয়া নিউগিনির বিপক্ষে ওয়ানডে অভিষেকটি করেছিলেন ১৭ আগস্ট ২০১৯-এ। [] ওমানের বিপক্ষে তার পরের ম্যাচে ওয়ানডে ক্রিকেটে নিজের প্রথম পাঁচ উইকেট নিয়েছিলেন তিনি।[১০][১১]

Remove ads

তথ্যসূত্র

বহিঃসংযোগ

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads