শীর্ষ প্রশ্ন
সময়রেখা
চ্যাট
প্রসঙ্গ
হারিশ
উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
Remove ads
হারিশ (ইংরেজি: rectal prolapse) হল যখন মলদ্বারের দেয়ালগুলো এমন পার্যায়ে স্থানভ্রষ্ট হয় যে, তারা মলদ্বারের বাইরে বেরিয়ে আসে এবং শরীরের বাইরে দৃশ্যমান হয়। [২] যাইহোক, বেশিরভাগ গবেষক সম্মত হন যে মলদ্বারের প্রসারিত অংশটি বাহ্যিকভাবে দৃশ্যমান কিনা এবং মলদ্বারের প্রাচীরের সম্পূর্ণ বা শুধুমাত্র আংশিক পুরুত্ব কমেছে কিনা তার উপর নির্ভর করে ৩-৫ রকমের হারিশ রয়েছে। [৩][৪]
এই নিবন্ধটি অত্যন্ত সংক্ষিপ্ত। |
এর ফলে অস্বস্তির সৃষ্টি হয়, শ্লেষ্মা ক্ষরণ করে এবং রক্তপাত ঘটায়। বড় ধরনের হারিস থেকে মলও চুঁইয়ে পরতে পারে। কোষ্ঠকাঠিন্যের রোগীর মলত্যাগের সময় বারংবার কোঁত মারার ফলে, কিংবা শিশুর আমাশয় এর ফলে এবং বার্ধক্যজনিত পায়ুর রন্ধ্র নিয়ন্ত্রক পেশির (স্ফিংক্টার পেশি) দুর্বলতার ফলে সাধারণত হারিশ হয়। কোষ্ঠকাঠিন্যের চিকিৎসা করতে হয় সবজি আঁশসমৃদ্ধ খাদ্য বেশি খেতে হয়, তাতে লাভ না হলে অস্ত্রোপচার করতে হয়।
Remove ads
তথ্যসূত্র
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads