শীর্ষ প্রশ্ন
সময়রেখা
চ্যাট
প্রসঙ্গ
হাসনাবাদ রেলওয়ে স্টেশন
পশ্চিমবঙ্গের রেলওয়ে স্টেশন উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
Remove ads
হাসনাবাদ জংশন রেলওয়ে স্টেশন হলো কলকাতা শহরতলি রেল এর একটি টার্মিনাল এবং জংশন ক্যাটাগরীর রেলস্টেশন শিয়ালদহ-হাসনাবাদ জংশন শাখায় অবস্থিত।এই স্টেশনটিতে ৩ টি প্লাটফর্ম রয়েছে এবং একটি ফুট ওভারব্রিজ আছে।একটি গুডসেড গোডাউন সহ গুডসেড প্লাটফর্ম আছে।একটি ইলেকট্রনিক প্যানেল ইন্টারলকিং সিগন্যাল কেবিন বিল্ডিং রয়েছে। স্টেশনে ২৪×৭ WIFI ইন্টারনেট সুবিধা রয়েছে।সমগ্র স্টেশন আধুনিক ও অটোমেটিক সিসিটিভি দিয়ে সুরক্ষিত।স্টেশনটি শিয়ালদহ থেকে ৭৫ কিলোমিটার ও বারাসত জংশন থেকে ৫২ কিলোমিটার দূরত্বে অবস্থিত।এটি হাসনাবাদ টাউন ও হাসনাবাদ এর পার্শ্ববর্তী এলাকাগুলোতে রেল পরিষেবা প্রদান করে থাকে।
Remove ads
ভৌগোলিক অবস্থান
স্টেশনটি সমুদ্র সমতল থেকে ৭ মিটার উঁচুতে অবস্থিত। এই স্টেশনটি ২২.৩৪ উত্তর ও ৮৮.৫৪ পূর্বে অবস্থিত।
ইতিহাস
স্টেশনটি ১৯৬২ সালে চালু হয়।১৯৫৮ সালের দিকে স্টেশন ও রেল পথটির নির্মাণ শুরু হয়।এর আগে বারাসত জংশন--হাসনাবাদ জংশন রেলওয়ে নামে একটি ন্যারোগেজ (২ ফুট ৬ ইঞ্চি) রেলব্যবস্থা ছিল বারাসত থেকে হাসনাবাদ টাউন পর্যন্ত।[১]
তথ্যসূত্র
বহিঃসংযোগ
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads