শীর্ষ প্রশ্ন
সময়রেখা
চ্যাট
প্রসঙ্গ

হিব্রু বাইবেল

হিব্রু ধর্মীয় গ্রন্থগুলোর সংগ্রহ উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ

হিব্রু বাইবেল
Remove ads

হিব্রু বাইবেল (ইংরেজি: Hebrew Bible, হিব্রু ভাষায়: מִקְרָא) (/tɑːˈnɑːx/;[] Hebrew: תַּנַ״ךְ, pronounced [taˈnaχ] or [təˈnax]) বলতে ইহুদিখ্রিস্টানদের ধর্মীয় পুস্তকাবলীর পুরানো ইচ্ছাপত্রকে বোঝায়। হিব্রু বাইবেলকে ইহুদিরা তানাখ বলে থাকে।

দ্রুত তথ্য হিব্রু বাইবেল, তথ্য ...
Thumb
হিব্রু বাইবেলের পাণ্ডুলিপি (একাদশ শতাব্দী)

গ্রন্থটির তিনটি অংশের আদ্যক্ষরের সমন্বয়ে তানাখ শব্দটি গঠিত: তোরাহ, নবিইম, কেতুবিম।

Remove ads

তানাখের বইসমূহ

সারাংশ
প্রসঙ্গ

তানাখ ২৪টি পুস্তক নিয়ে গঠিত। এছাড়া ২৪ গৌণ নবীদের বইগুলো এর তালিকার অন্তর্ভুক্ত।

তোরাহ

তোরাহ (תּוֹרָה, আক্ষরিক অর্থ "শিক্ষা"), যার আরেক নাম পেন্টাটিউখ, বা "মোশির পঞ্চপুস্তক"তোরাহের ছাপানো সংস্করণকে প্রায় "চামিশা চুমশেই তোরাহ"" (חמישה חומשי תורה "তোরাহের পঞ্চ পঞ্চাশতম অনুচ্ছেদ") বলা হয়।

নাভিম

নেভি'ইম (נְבִיאִים Nəḇī'īm, "নবীগণ") তোরাহ ও কেতুভিমের মাঝে তানাখের প্রধান অংশ। এই অংশে নিস্তারপর্ব থেকে ব্যাবিলনীয় বন্দিদশার আগ পর্যন্ত সমস্ত নবীদের বই বিদ্যমান রয়েছে।

The অতীতের নবীগণ (נביאים ראשונים Nevi'im Rishonim)

  • ইয়োশূয়া‘ (יְהוֹשֻעַ) – যিহোশূয়ের পুস্তক
  • সফতিম (שֹׁפְטִים) – বিচারকদের পুস্তক
  • শমূয়েল (שְׁמוּאֵל) – শমূয়েলের পুস্তক
  • মেলাকিম (מְלָכִים) – রাজাবলি

The পরবর্তী নবীগণ (נביאים אחרונים নেভি'ইম আহারনিম)

  • ইসাইয়াহু (יְשַׁעְיָהוּ) – ইসাইয়ার পুস্তক
  • ইরমেইয়াহু (יִרְמְיָהוּ) – যিরমিরের পুস্তক
  • ইয়েহেযেকেল (יְחֶזְקֵאל) – যিহিষ্কেলের পুস্তক

বারো গৌণ নবীগণ (תרי עשר, ত্রেই আসার, "দ্বাদশ"), বারোজনের পুস্তক একটি গ্রন্থ হিসেবে গণ্য করা হয়।

  • হোসেয়া‘ (הוֹשֵׁעַ) – হোশেয় পুস্তক
  • ইয়ো'এল (יוֹאֵל) – যোয়েলের পুস্তক
  • ‘আমোষ (עָמוֹס) – আমোষ পুস্তক
  • ‘ওবাদেয়া (עֹבַדְיָה) – ওবদিয় পুস্তক
  • ইয়োনা (יוֹנָה) – যোনার পুস্তক
  • মিকা (מִיכָה) – মীখার পুস্তক
  • নাহুম (נַחוּם) – নহূমের পুস্তক
  • হাবাক্কুক (חֲבַקּוּק) – হবককূকের পুস্তক
  • সেফানিয়া (צְפַנְיָה) – সফনিয়র পুস্তক
  • হাজ্ঞায় (חַגַּי) – হগয়ের পুস্তক
  • যেখারিয়া (זְכַרְיָה) – সখরিয়র পুস্তক
  • মালাখি (מַלְאָכִי) – মালাখির পুস্তক

কেতুভিম

কেতুবিম (כְּתוּבִים, "লেখা") এগারোটি বই নিয়ে গঠিত।

সাহিত্যিক গ্রন্থসমূহ

  • তেহিলিম (תְהִלִּים) – গীতাসংহিতা
  • মিশলে (מִשְׁלֵי) – হিতোপদেশ
  • ’Īyyōḇ (אִיּוֹב) – ইয়োবের পুস্তক

পাঁচ পুঁথি

  • সির হাসসিরিম (שִׁיר הַשִּׁירִים) – পরমগীত, যার আরেক নাম সলোমনের গীত (নিস্তারপর্বে পাঠ করা হয়)
  • রূথ (רוּת) – রূথের পুস্তক (শাভুতে পাঠ করা হয়)
  • ’ইকা (אֵיכָה) – বিলাপ গাঁথা (তিসা বা'আভে পাঠ করা হয়[])
  • কহেলেত (קֹהֶלֶת) – উপদেশক (শুক্কতে পাঠ করা হয়)
  • ’ইস্টের (אֶסְתֵר) – ইষ্টের পুস্তক (পুরিমে পাঠ করা হয়)

অন্যান্য বই

  • দানি এল (דָּנִיֵּאל) – দানিয়েলের পুস্তক
  • ‘এজ্রা (עֶזְרָא) – ইষ্রার পুস্তক এবং নহিমিয়ের পুস্তক
  • দিভ্রে হায়ইয়ামিম (דִּבְרֵי הַיָּמִים) – বংশাবলি

বইয়ের ক্রম

ইহুদি গ্রন্থ ঐতিহ্য কর্তৃক কখনো কেতুভিমের ক্রম ঠিক করে দেওয়া হয়নি। ব্যাবিলনীয় তালমুদ (বাভা বাত্রা ১৪বি – ১৫এ) ক্রম হিসেবে রূথ, গীতাসংহিতা, ইয়োব, হিতোপদেশ, উপদেশক, পরমগীত, বিলাপ গাঁথা, দানিয়েল, ইষ্টের পুস্তক, ইষ্রা, বংশাবলি সাজিয়েছে।

তিবেরীয় মোশিরীয় রীতি, আলেপ্পো রীতিলেনিনগ্রাদ রীতি, এবং প্রায়শই পুরনো স্পেনিশ পুঁথিগুলোতে পুস্তকের ক্রম বংশাবলি, গীতাসংহিতা, ইয়োব, হিতোপদেশ, রূথ, পরমগীত, উপদেশক, বিলাপ গাঁথা, ইষ্টের, দানিয়েল ও ইষ্রা দেখানো হয়ে থাকে।[]

Remove ads

তথ্যসূত্র

বহিঃসংযোগ

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads