শীর্ষ প্রশ্ন
সময়রেখা
চ্যাট
প্রসঙ্গ
হুইটনী হাস্টন
উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
Remove ads
হুইটনী এলিজাবেথ হাস্টন (আগস্ট ৯, ১৯৭৩ – ফেব্রুবারী ১১, ২০১২) যুক্তরাষ্ট্রএর একজন প্রতিভাসম্পন্ন কণ্ঠশিল্পী, মঞ্চশিল্পী, প্রযোজক ও ছিলেন। ২০০৯ সালে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডর মতে তিনি বিশ্বের সবচেয়ে বেশি পুরস্কার পাওয়া নারী[৩]। ২০১০ সাল পর্য্যন্ত তার জীবন জুড়ে ৪১৫ সংখ্যক পুরস্কারসমূহের মধ্যে ২ টা এমী অ্যাওয়ার্ড, ৬টা গ্র্যামি অ্যাওয়ার্ড, ৩০ টা বিলবোর্ড মিউজিক অ্যাওয়ার্ড ও ২২ টা আমেরিকান মিউজিক অ্যাওয়ার্ড মুখ্য। এর উপরে হাস্টন বিশ্বের অভিলেখসংখ্যক পরিমানে বিক্রী হওয়া বিভিন্ন শ্রাব্য-দৃশ্য মাধ্যমের প্রকাশকারী সংগীতজ্ঞ[৪][৫]। তার সময়ের প্রসিদ্ধ সোল গায়ক সংগীতজ্ঞ সকলের, বিশেষত মাক সিসি হাস্টন, সম্বন্ধীয় ডায়ন বারবিক ও ডী ডী বারবিকি, ও গডমাডার এরিথা ফ্রেঙ্কলিনর থেকে অনুপ্রাণিত হয়ে হাস্টন ১১ বছর বয়সেই তার নিউ জার্সী গীর্জার জুনিয়র গস্পেল choir গেয়ে সংগীত জীবনের সূচনা করেন[৬]। পরে মাকর সঙ্গে নিউ ইয়র্কএর শহর এলাকার নৈশ ক্লাবে গান গেয়ে থাকায় তার এরিষ্টা রেকর্ডর লেবেল-হেড ক্লাইভ ডেভিসর সঙ্গে পড়ে। হাস্টন সাতটি ষ্টুডিয়ো অ্যালবাম ও তিনটি সাউণ্ডট্রেক অ্যালবাম প্রকাশ করেন; ডায়মণ্ড, মালটি প্লেটিনাম, প্লেটিনাম বা গোল্ড সার্টিফিকেস্যন জুবিলী পালন করেন।
২০১২ সালের ১১ ফেব্রুবারী তারিখে ক্যালিফোর্ণিয়ার বীভার্লি হিলের বীভার্লি হিল্টন হোটেলে কোনো অজ্ঞাত কারণবশতঃ হাস্টনের মৃত্যু হয়[৭]।
Remove ads
তথ্যসূত্র
আরও জানুন
বহিঃসংযোগ
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads