শীর্ষ প্রশ্ন
সময়রেখা
চ্যাট
প্রসঙ্গ
২০১৪ নিউজিল্যান্ড ক্রিকেট দলের ওয়েস্ট ইন্ডিজ সফর
উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
Remove ads
নিউজিল্যান্ড ক্রিকেট দল পূর্ব-নির্ধারিত সময়সূচী মোতাবেক ২৯ মে, ২০১৪ তারিখ থেকে ৯ জুলাই, ২০১৪ তারিখ পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজ সফর করে। সফরে তারা ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলের বিপক্ষে দুইটি টুয়েন্টি২০ আন্তর্জাতিক (টি২০আই) এবং তিনটি টেস্ট খেলায় প্রতিদ্বন্দ্বিতা করে।[১][২]
গত ১২ বছরের মধ্যে বিদেশের মাটিতে শীর্ষ-৮ টেস্টভূক্ত দলের বিপক্ষে নিউজিল্যান্ড প্রথম টেস্ট সিরিজ জয়লাভ করে।[৩]
Remove ads
দলের সদস্য
Remove ads
স্থান
প্রস্তুতিমূলক খেলা
প্রথম-শ্রেণী: জামাইকা নির্বাচিত একাদশ ব নিউজিল্যান্ড একাদশ
২৯-৩০ মে, ২০১৪ স্কোরকার্ড |
ব |
জামাইকা নির্বাচিত একাদশ | |
- নিউজিল্যান্ডার্স টসে জয়ী হয়ে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।
প্রথম-শ্রেণী: জামাইকা নির্বাচিত একাদশ ব নিউজিল্যান্ড একাদশ
২-৪ জুন, ২০১৪ স্কোরকার্ড |
ব |
জামাইকা নির্বাচিত একাদশ | |
- নিউজিল্যান্ডার্স টসে জয়ী হয়ে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।
খেলা পরিচালনাকারী কর্মকর্তা
খেলা পরিচালনার জন্য নিম্নবর্ণিত কর্মকর্তাগণ দায়িত্ব পালন করেন:[৭][৮][৯][১০]
Remove ads
টেস্ট সিরিজ
১ম টেস্ট
৮-১২ জুন, ২০১৪ স্কোরকার্ড টেস্ট ২১২৩ |
ব |
||
- নিউজিল্যান্ড টসে জয়ী হয়ে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।
- নিউজিল্যান্ড ১-০ ব্যবধানে সিরিজে এগিয়ে
২য় টেস্ট
১৬-২০ জুন, ২০১৪ স্কোরকার্ড টেস্ট ২১২৫ |
ব |
||
৯৫/০ (১৩.২ ওভার) ক্রিস গেইল ৮০* (৪৬) |
- নিউজিল্যান্ড টসে জয়ী হয়ে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।
- ওয়েস্ট ইন্ডিজের সিরিজে ১-১ সমতা আনয়ণ
৩য় টেস্ট
২৬-৩০ জুন, ২০১৪ স্কোরকার্ড টেস্ট ২১২৭ |
ব |
||
- নিউজিল্যান্ড টসে জয়ী হয়ে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।
- ২য় দিন মধ্যাহ্নভোজনের পর ও ৫ম দিন চা বিরতীর পর বৃষ্টি ব্যাঘাত ঘটায়।
- নিউজিল্যান্ডের ২-১ ব্যবধানে সিরিজ বিজয়
অর্জনসমূহ
- ওয়েস্ট ইন্ডিজ
- ১ম টেস্টে ওয়েস্ট ইন্ডিজের পক্ষে ক্রিস গেইল শততম টেস্ট খেলায় অংশগ্রহণ করেন।[১১]
- ৭ম ওয়েস্ট ইন্ডিয়ান ক্রিকেটার হিসেবে ক্রিস গেইল ৭,০০০ টেস্ট রানের কোটা স্পর্শ করেন।[১২]
- শেন শিলিংফোর্ড টেস্ট ক্রিকেটের ইতিহাসে দ্বিতীয় দ্রুততম অর্ধ-শতক রান করেন মাত্র ২৫ বলে।[১৩]
- ২য় টেস্টে ওয়েস্ট ইন্ডিজের পক্ষে জার্মেইন ব্ল্যাকউডের টেস্ট অভিষেক ঘটে।
- ক্রিস গেইল দ্বিতীয় ওয়েস্ট ইন্ডিয়ান হিসেবে দ্রুততম অর্ধ-শতক সংগ্রহ করেন ২৮ বলে।[১৪]
- ক্রেগ ব্রেদওয়েট তার প্রথম সেঞ্চুরি লাভ করেন।[১৩]
- ড্যারেন ব্র্যাভো তার নিজ মাঠে প্রথম সেঞ্চুরি করেন।
- ৩য় টেস্টে জেসন হোল্ডারের টেস্ট অভিষেক ঘটে।[৩]
- নিউজিল্যান্ড
- ১ম টেস্টে নিউজিল্যান্ডের পক্ষে মার্ক ক্রেগের টেস্ট অভিষেক ঘটে।
- অভিষেক টেস্টে নিউজিল্যান্ডের টেস্ট ইতিহাসে মার্ক ক্রেগ তার সেরা বোলিং পরিসংখ্যান গড়েন ৮/১৮৮।
- ২য় টেস্টে মার্ক ক্রেগ ১০ নম্বরে ব্যাটিংয়ে নেমে নিউজিল্যান্ডের পক্ষে দীর্ঘতম ইনিংস খেলেন। এছাড়াও যে-কোন দলের হয়ে ১০ নম্বরে নেমে চতুর্থ দীর্ঘতম ইনিংস খেলেন। তিনি ১৬৭ বলের সাহায্যে ৬৭ রান সংগ্রহ করেন। এ অবস্থানে থেকে তিনি তৃতীয় সর্বাধিক রান তোলেন।[১৩]
পরিসংখ্যান
ব্যাটিং
- সর্বাধিক রান[১৫]
বোলিং
- সর্বাধিক উইকেট[১৬]
Remove ads
টি২০আই সিরিজ
১ম টি২০আই
ব |
||
- নিউজিল্যান্ড টসে জয়ী হয়ে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়
- বৃষ্টির কারণে খেলা ১৮ ওভারে নির্ধারণ করা হয়। পরবর্তীতে আবারো বৃষ্টি নামলে ১৫ ওভারে খেলার ফলাফল নির্ধারিত হয়।
- নিউজিল্যান্ড ১-০ ব্যবধানে সিরিজে এগিয়ে
২য় টি২০আই
ব |
||
১২৬ (১৯.১ ওভার) আন্দ্রে ফ্লেচার ৬২ (৪৯) |
- নিউজিল্যান্ড টসে জয়ী হয়ে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।
- ওয়েস্ট ইন্ডিজের ১-১ সমতা আনয়ণ
অর্জনসমূহ
- ওয়েস্ট ইন্ডিজ
- ১ম টুয়েন্টি২০ আন্তর্জাতিকের মাধ্যমে ডোমিনিকার রোজোতে অবস্থিত উইন্ডসর পার্কে প্রথমবারের মতো টুয়েন্টি২০ আন্তর্জাতিক ক্রিকেট খেলা অনুষ্ঠিত হয়।[১৭]
- ২য় টুয়েন্টি২০ আন্তর্জাতিকে আন্দ্রে ফ্লেচার তার তৃতীয় টি২০ অর্ধ-শতক রান সংগ্রহ করেন।[১৭]
- নিউজিল্যান্ড
- ১ম টুয়েন্টি২০ আন্তর্জাতিকে আইএস সোধি’র অভিষেক ঘটে।[১৭]
পরিসংখ্যান
ব্যাটিং
- সর্বাধিক রান[১৮]
বোলিং
- সর্বাধিক উইকেট[১৯]
Remove ads
তথ্যসূত্র
বহিঃসংযোগ
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads