শীর্ষ প্রশ্ন
সময়রেখা
চ্যাট
প্রসঙ্গ
২০১৬ গ্রীষ্মকালীন অলিম্পিকে ভারোত্তোলন
উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
Remove ads
২০১৬ গ্রীষ্মকালীন অলিম্পিকে ভারোত্তোলন প্রতিযোগিতা ৬ আগস্ট থেকে ১৬ আগস্ট পর্যন্ত রিওসেন্ট্রোর প্যাভিলিয়ন ২ এ অনুষ্ঠিত হয়। এবারের গেমসে ১৫টি আলাদা আলাদা বিভাগে ২৬০ জন (১৫৬ জন পুরুষ ও ১০৪ জন নারী) ক্রীড়াবিদ প্রতিদ্বন্দ্বিতা করে।[১] বুলগেরিয়া[২] এবং রাশিয়া[৩] তাদের বিভিন্ন কেলেংকারীর জন্য প্রতিযোগিতায় নিষিদ্ধঘোষিত হয়েছে। এতে চীন ৫টি স্বর্ণ পদক ও ২টি রৌপ্য পদকসহ মোট ৭টি পদক নিয়ে শীর্ষ স্থান দখল করে।
Remove ads
বিভাগসমূহ
নিম্নলিখিত বিভাগসমূহে ১৫ সেট পদক প্রদান করা হবে :
|
|
প্রতিযোগিতার সময়সূচী
২০১৬ গ্রীষ্মকালীন অলিম্পিকে ভারোত্তোলন প্রতিযোগিতা প্রতিদিন তিনটি সেশনে অনুষ্ঠিত হবে :
- সকাল সেশন: 10:00-14:00 বিআরটি
- বিকাল সেশন: 15:30-17:30 বিআরটি
- সান্ধ্য সেশন: 19:00-21:00 বিআরটি
Q | Qualification | F | Final |
Remove ads
যোগ্যতা
২০১২ সালের বিন্যাস অনুযায়ী, এবারের অলিম্পিক গেমসের জন্য ২৬০ জন ভারোত্তোলক যোগ্যতা অর্জন করেছে। একটি দেশ সর্বোচ্চ ১০ জন (৬ জন পুরুষ ও ৪ জন মহিলা) খেলোয়াড় পাঠাতে পারে। ব্রাজিলের তিনজন পুরুষ ও দুইজন মহিলা ক্রীড়াবিদ নির্বাচিত হয়েছে। বাকি স্থানে ২০১৪ বিশ্ব চ্যাম্পিয়নশিপ ও ২০১৫ - ২০১৬ মহাদেশীয় চ্যাম্পিয়নশিপ থেকে নির্বাচিত হয়েছে।[৪][৫]
অংশগ্রহণ
অংশগ্রহণকারী দেশসমূহ
আলবেনিয়া (২)
আলজেরিয়া (২)
আমেরিকান সামোয়া (১)
আর্জেন্টিনা (১)
আর্মেনিয়া (৭)
অস্ট্রেলিয়া (২)
অস্ট্রিয়া (১)
বেলারুশ (৮)
বেলজিয়াম (১)
ব্রাজিল (৫)
ক্যামেরুন (২)
কানাডা (২)
চিলি (২)
চীন (১০)
কলম্বিয়া (৯)
কুক দ্বীপপুঞ্জ (১)
ক্রোয়েশিয়া (১)
কিউবা (২)
সাইপ্রাস (১)
চেক প্রজাতন্ত্র (১)
ডোমিনিকান প্রজাতন্ত্র (৩)
ইকুয়েডর (৩)
এল সালভাদোর (১)
এস্তোনিয়া (১)
মিশর (৯)
ফিজি (২)
ফিনল্যান্ড (২)
ফ্রান্স (৫)
জর্জিয়া (৪)
জার্মানি (৫)
ঘানা (১)
গ্রেট ব্রিটেন (২)
গ্রিস (১)
গুয়াতেমালা (১)
হাইতি (১)
হন্ডুরাস (১)
হাঙ্গেরি (১)
ভারত (২)
ইন্দোনেশিয়া (৭)
ইরান (৫)
ইরাক (১)
ইসরায়েল (১)
ইতালি (২)
জাপান (৭)
কাজাখস্তান (৮)
কেনিয়া (১)
কিরিবাস (১)
কিরগিজস্তান (২)
লাতভিয়া (২)
লিথুয়ানিয়া (১)
মাদাগাস্কার (১)
মালয়েশিয়া (১)
মাল্টা (১)
মার্শাল দ্বীপপুঞ্জ (১)
মরিশাস (১)
মেক্সিকো (৪)
মলদোভা (৩)
মঙ্গোলিয়া (২)
মরক্কো (২)
নাউরু (১)
নিউজিল্যান্ড (২)
নিকারাগুয়া (১)
নাইজেরিয়া (১)
উত্তর কোরিয়া (৮)
পাপুয়া নিউগিনি (১)
পেরু (২)
ফিলিপাইন (২)
পোল্যান্ড (৫)
পুয়ের্তো রিকো (১)
কাতার (১)
রোমানিয়া (৪)
সামোয়া (২)
সৌদি আরব (১)
সার্বিয়া (১)
সেশেলস (১)
স্লোভাকিয়া (১)
সলোমন দ্বীপপুঞ্জ (১)
দক্ষিণ কোরিয়া (৭)
স্পেন (৪)
শ্রীলঙ্কা (১)
সুইডেন (১)
সিরিয়া (১)
চীনা তাইপেই (৭)
থাইল্যান্ড (৯)
তিউনিসিয়া (২)
তুরস্ক (৪)
তুর্কমেনিস্তান (২)
ইউক্রেন (৮)
সংযুক্ত আরব আমিরাত (১)
মার্কিন যুক্তরাষ্ট্র (৪)
উরুগুয়ে (১)
উজবেকিস্তান (৫)
ভেনেজুয়েলা (৪)
ভিয়েতনাম (৪)
প্রতিযোগী
Remove ads
পদক সারসংক্ষেপ
সারাংশ
প্রসঙ্গ
পদক টেবিল
পুরুষদের বিভাগ
মহিলাদের বিভাগ
Remove ads
আরও দেখুন
- ২০১৬ গ্রীষ্মকালীন প্যারালিম্পিকে পাওয়ারলিফটিং
- ২০১৪ এশিয়ান গেমসে ভারোত্তোলন
- ২০১৫ প্যান আমেরিকান গেমসে ভারোত্তোলন
- ২০১৬ দক্ষিণ এশীয় গেমসে ভারোত্তোলন
তথ্যসূত্র
বহিঃসংযোগ
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads