শীর্ষ প্রশ্ন
সময়রেখা
চ্যাট
প্রসঙ্গ
২০১৮ আইসিসি বিশ্ব ক্রিকেট লিগ দ্বিতীয় বিভাগ
উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
Remove ads
২০১৮ আইসিসি বিশ্ব ক্রিকেট লিগ দ্বিতীয় বিভাগ একটি ক্রিকেট টুর্নামেন্ট হয়েছিল ফেব্রুয়ারি ২০১৮ সালে নামিবিয়ায়। [১][২] সংযুক্ত আরব আমিরাত ফাইনালে নেপালকে ৭ রানে হারিয়ে টুর্নামেন্টটি জিতেছিল। [৩] কানাডা ও নামিবিয়া যথাক্রমে তৃতীয় ও চতুর্থ স্থান অর্জন করেছে ও রয়ে গেছে দ্বিতীয় বিভাগ। [৪] ওমান ও কেনিয়া যথাক্রমে পঞ্চম ও ষষ্ঠ স্থান অর্জন করেছেন ও উভয়ই এঁকেছিলেন তৃতীয় বিভাগ। টুর্নামেন্টে কেনিয়ার শেষ স্থান শেষ করে তাদের অধিনায়ক রাকেপ প্যাটেল ও তাদের কোচ টমাস ওদোয়ো উভয়ই পদত্যাগ করেছেন। [৫]
Remove ads
দল
শীর্ষস্থানীয় ২টি দল ২০১৭ আইসিসি বিশ্ব ক্রিকেট লিগ তৃতীয় বিভাগ:
নীচে থেকে ৪টি দল ২০১৫-১৭ আইসিসি আন্তর্মহাদেশীয় কাপ
দলীয় সদস্য
Remove ads
পয়েন্ট তালিকা
Remove ads
খেলার সূচী
রাউন্ড রবিন
৮ ফেব্রুয়ারি ২০১৮ ০৯:৩০ |
ব |
||
- কেনিয়া টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।
৮ ফেব্রুয়ারি ২০১৮ ০৯:৩০ |
ব |
||
- নেপাল টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।
- রোহিত কুমার পৌডেল (নেপাল) তার লিস্ট এ ক্রিকেট অভিষেক হয়।
৮ ফেব্রুয়ারি ২০১৮ ০৯:৩০ |
ব |
||
- কানাডা টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।
- ভাভিন্দু অধিহেত্তী, নিকোলাস কির্টন, ডিলন হেইলিগার (কানাডা), আকিব ইলিয়াস, ফাইয়াজ বাট, জয় ওদেদ্রা, কলিমুল্লাহ ও বিলাল খান (ওমান) সব তার লিস্ট এ ক্রিকেট অভিষেক হয়।
৯ ফেব্রুয়ারি ২০১৮ ০৯:৩০ |
ব |
||
- সংযুক্ত আরব আমিরাত টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।
৯ ফেব্রুয়ারি ২০১৮ ০৯:৩০ |
ব |
||
- ওমান টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।
৯–১০ ফেব্রুয়ারি ২০১৮ ০৯:৩০ |
ব |
||
- নামিবিয়া টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।
- ভিজে আউটফিল্ডের কারণে কোনও খেলা সম্ভব হয়নি, ম্যাচটি রিজার্ভের দিনটিতে চলে যাওয়ার সাথে। রিজার্ভের দিন, শুরুটি ভেজা আউটফিল্ডে দেরি করে এবং ম্যাচটি প্রতি পাশের ৪৫ ওভারে নামিয়ে আনে।
- ম্যাচটি রিজার্ভের দিনে ছেড়ে দেওয়া হয়েছিল, বৃষ্টির কারণেও। ১১ ও ১২ ফেব্রুয়ারি খেলে যাওয়া সমস্ত ম্যাচ একটি উপসংহারে পৌঁছানোর সাথে সাথে ম্যাচটি ১৩ ফেব্রুয়ারি পুনরায় খেলানো হয়েছিল।
১১ ফেব্রুয়ারি ২০১৮ ০৯:৩০ |
ব |
||
- নামিবিয়া টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।
১১ ফেব্রুয়ারি ২০১৮ ০৯:৩০ |
ব |
||
- কেনিয়া টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।
১১ ফেব্রুয়ারি ২০১৮ ০৯:৩০ |
ব |
||
- নেপাল টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।
- শুরুটা ভেজা আউটফিল্ডে দেরি করে এবং ম্যাচটি প্রতি পাশের ৩৪ ওভারে নামিয়ে আনে।
- অনিল শাহ (নেপাল) তার লিস্ট এ ক্রিকেট অভিষেক হয়।
১২ ফেব্রুয়ারি ২০১৮ ০৯:৩০ |
ব |
||
- নেপাল টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।
১২ ফেব্রুয়ারি ২০১৮ ০৯:৩০ |
ব |
||
- সংযুক্ত আরব আমিরাত টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।
১২ ফেব্রুয়ারি ২০১৮ ০৯:৩০ |
ব |
||
- কানাডা টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।
১৩ ফেব্রুয়ারি ২০১৮ ০৯:৩০ |
ব |
||
- কেনিয়া টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।
১৪ ফেব্রুয়ারি ২০১৮ ০৯:৩০ |
ব |
||
- নেপাল টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।
১৪ ফেব্রুয়ারি ২০১৮ ০৯:৩০ |
ব |
||
- নামিবিয়া টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।
Remove ads
প্লে অফ
পঞ্চম স্থান প্লে অফ
১৫ ফেব্রুয়ারি ২০১৮ ০৯:৩০ |
ব |
||
- ওমান টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।
- নাসিম খুশি (ওমান) তার লিস্ট এ ক্রিকেট অভিষেক হয়।
তৃতীয় স্থান প্লে অফ
ফাইনাল
১৫ ফেব্রুয়ারি ২০১৮ ০৯:৩০ |
ব |
||
- নামিবিয়া টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।
Remove ads
চূড়ান্ত অবস্থান
তথ্যসূত্র
বহিঃসংযোগ
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads