শীর্ষ প্রশ্ন
সময়রেখা
চ্যাট
প্রসঙ্গ

২০২২ কমনওয়েলথ গেমস

উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ

২০২২ কমনওয়েলথ গেমস
Remove ads

২০২২ কমনওয়েলথ গেমস, আনুষ্ঠানিকভাবে দ্বাবিংশ কমনওয়েলথ গেমস ও সাধারণভাবে বার্মিংহাম ২০২২ নামে পরিচিত, ইংল্যান্ডের বার্মিংহামে অনুষ্ঠিত কমনওয়েলথভূক্ত সদস্য দেশসমূহের জন্য একটি আন্তর্জাতিক বহু-ক্রীড়া প্রতিযোগিতা[] লন্ডনে ১৯৩৪ সালে ও ম্যানচেস্টারে ২০০২ সালের পর, ইংল্যান্ড এই নিয়ে তৃতীয়বারের জন্য গেমসটি আয়োজন করেছে এবং ২০১৪ সালের পর যুক্তরাজ্য সপ্তমবারের জন্য আয়োজন করছে।

দ্রুত তথ্য দ্বাবিংশ কমনওয়েলথ গেমস, স্বাগতিক শহর ...

গেমস ২০২২ সালের ২৮ জুলাই থেকে ৮ আগস্টের মধ্যে অনুষ্ঠিত হবে বলে আশা করা হচ্ছে।[] কমনওয়েলথ গেমস ফেডারেশন (সিজিএফ) ২০১৭ সালের ২১ ডিসেম্বর বার্মিংহামের এরিনা একাডেমিতে এক সংবাদ সম্মেলনে শহরটির নাম আয়োজক হিসেবে ঘোষণা করে।[]

Remove ads

আয়োজক নির্বাচন

প্রাথমিকভাবে ডারবানএডমন্টন শহর দুটি খেলার জন্য নিলাম শুরু করে। ছেড়ে এডমন্টন তার দরপত্র ২০১৫ সালের ফেব্রুয়ারি মাসে প্রত্যাহার করে নেয়, ফলে ২০১৫ সালের সেপ্টেম্বর মাসে ডারবান থেকে সিজিএফ সাধারণ পরিষদে প্রেরিত একমাত্র দরপত্রটি প্রেরণ করা হয়।[] ডারবান প্রাথমিকভাবে গেম আয়োজনের অধিকার অর্জন করে, যেহেতু তারা ইভেন্টের একমাত্র দরপত্রকারী ছিল। শহরটি পূর্বে ২০২০ বা ২০২৪ গ্রীষ্মকালীন অলিম্পিকের জন্য নিলামের কথা বিবেচনা করেছিল, কিন্তু পরে তারা ২০২২ কমনওয়েলথ গেমসের উপর মনোযোগী হয়ে ওঠে এবং গ্রীষ্মকালীন অলিম্পিকের ধারণাটি পরিত্যাগ করে।[] এটি প্রথমবারের মত আফ্রিকায় অনুষ্ঠিত হতে পারত এবং ২০১০ সালে ভারতের দিল্লিকে অনুসরণ করে দ্বিতীয়বারের মত কমনওয়েলথ প্রজাতন্ত্র আয়োজন করতে পারত। দক্ষিণ আফ্রিকার প্রয়াত রাষ্ট্রপতি নেলসন ম্যান্ডেলার জন্মদিন উপলক্ষে ২০২২ সালের ১৮ জুলাই গেমসটি শুরু হওয়ার কথা ছিল।[] ২০১৭ সালে ফেব্রুয়ারি মাসে বিজ্ঞপ্তিতে জানানো হয় যে ডারবান আর্থিক সীমাবদ্ধতার কারণে খেলা আয়োজন করতে অক্ষম হতে পারে।[] সিজিএফ ২০১৭ সালে ১৩ মার্চ ডারবানকে গেমস আয়োজনের অধিকার থেকে অপসারিত করে।[]

আরও তথ্য ২০২২ কমনওয়েলথ গেমস নিলামের ফলাফল, শহর ...
Remove ads

মাঠ

উন্নয়ন ও প্রস্তুতি

Thumb
বার্মিংহাম ভিক্টোরিয়া স্কোয়ারে ২০১৮ সালের জানুয়ারি মাসে বার্মিংহাম ২০২২ পতাকা (নিলাম লোগো সহ)

২০২২ কমনওয়েলথ গেমসের বার্মিংহাম আয়োজক কমিটি (বিওসিসিজি) গেমসের পরিকল্পনা ও কার্যক্রম বিতরণের দায়িত্বে রয়েছে।[] এর মধ্যে রয়েছে খেলাধুলা, মাঠ ও প্রতিযোগিতা ব্যবস্থাপনা, টিকিট বিক্রয়, সকল অনুষ্ঠান এবং রানীর ব্যাটন রিলে। আয়োজক কমিটির সদর দপ্তর ওয়ান ব্রিন্ডলিপ্লেস ভবনে অবস্থিত এবং ২০২২ সালের ডিসেম্বর মাস পর্যন্ত দায়িত্ব গ্রহণ করেছে।[১০]

অংশগ্রহণকারী

সারাংশ
প্রসঙ্গ

১৮ জুলাই ২০২২ এর মধ্যে সমস্ত ৭২টি দেশ তাদের ক্রীড়াবিদদের পাঠানোর কথা চূড়ান্ত করেছে।

আরও তথ্য ২০২২ কমনওয়েলথ গেমসে অংশগ্রহণকারী দেশসমূহ ...

ক্রীড়াবিদদের সংখ্যা

আরও তথ্য দেশ, ক্রীড়াবিদ ...
Remove ads

ক্রীড়াসমূহ

আরও তথ্য ২০২২ কমনওয়েলথ গেমস ক্রীড়া কার্যক্রম ...
Remove ads

পঞ্জিকা

নিম্নে তালিকাভুক্ত সময় ব্রিটিশ গ্রীষ্মকালীন সময় অনুযায়ী উল্লেখ করা হয়েছে (ইউটিসি+১)। ২০২২ কমনওয়েলথ গেমসের পঞ্জিকা হলো:[৫৫]

উঅউদ্বোধনী অনুষ্ঠান সাধারণ প্রতিযোগিতা স্বর্ণ পদক প্রতিযোগিতা সঅসমাপনী অনুষ্ঠান
আরও তথ্য জুলাই/আগস্ট ২০২২, জুলাই ...
Remove ads

পদক তালিকা

  *   স্বাগতিক জাতি (ইংল্যান্ড)

আরও তথ্য অব, সিজিএ ...
Remove ads

মার্কেটিং

পৃষ্ঠপোষক

২০২২ কমনওয়েলথ গেমসের পৃষ্ঠপোষক হল: লঞ্জিন্স, বার্মিংহাম বিশ্ববিদ্যালয়, ডেটল, চেজ ব্যাঙ্ক, সাভার্ন ট্রেন্টই.অন ইউকে[৫৭][৫৮][৫৯][৬০][৬১][৬২]

ম্যাসকট

Thumb
পেরি ও এমা লৌ

পেরি নামক একটি ষাঁড়কে ম্যাসকট হিসেবে নির্বাচিত করা হয়। এর গায়ে বিভিন্ন রঙ। বার্মিংহামের একটি এলাকা পেরি বারের নামেই এর নামকরণ। এই এলাকাতেই আলেকজান্ডার স্টেডিয়াম অবস্থিত। এটি বোল্টনের দশ বছরের মেয়ে এমা লৌ কর্তৃক নির্মিত।[৬৩]

Remove ads

সম্প্রচার

আরও তথ্য দেশ, সম্প্রচারক ...

তথ্যসূত্র

বহিঃসংযোগ

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads