শীর্ষ প্রশ্ন
সময়রেখা
চ্যাট
প্রসঙ্গ
২৩২ (সংখ্যা)
স্বাভাবিক সংখ্যা উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
Remove ads
২৩২ (দুইশো বত্রিশ) হলো ২৩১ এর পরবর্তী এবং ২৩৩ পূর্ববর্তী একটি স্বাভাবিক সংখ্যা। এটি যুগ্ম বা জোড় সংখ্যা, যৌগিক সংখ্যা ও পূর্ণসংখ্যা। [১][২]
Remove ads
গণিতে- ২৩২
২৩২ হলো উভয় ধরনের একটি কেন্দ্রীয় বহুভুজ সংখ্যা[৩] এবং একটি কেক সংখ্যা[৪]। এটি উভয় ধরনের দশভুজ সংখ্যা[৫] এবং কেন্দ্রীয় একাদশকোণ সংখ্যা[৬]। এটি একটি রিফ্যাক্টরেবল সংখ্যা, একটি মোৎজকিন সমষ্টি,[৭] একটি আদর্শ সংখ্যা, একটি রিওর্ডান সংখ্যা এবং একটি ননকোটোটিয়েন্ট সংখ্যা[৮]।
২৩২ হলো একটি টেলিফোন নম্বর: যেখানে, সাতটি টেলিফোন ব্যবহারকারীর একটি সিস্টেমে, অন্য কতিপয় ব্যবহারকারীকে যুক্ত করার ২৩২টি ভিন্ন উপায় রয়েছে[৯][১০]। এছাড়াও, ঠিক ২৩২টি ভিন্ন ভিন্ন আট শীর্ষবিন্দু যুক্ত ইনডিফারেন্স গ্রাফ এবং ২৩২টি ব্রেসলেট-এর এক রঙের আটটি পুঁতি এবং অন্যটি সাত রঙের হতে পারে[১১]। কারণ এই সংখ্যাটি ২৩২ = ৪৪ − ৪! আকারের, এটি বুঝায় যে, চারটি উপাদানের একটি সেট থেকে একই সেটের ঠিক একটি উপসেটে ২৩২টি ভিন্ন ফাংশন রয়েছে।[১২]
Remove ads
তথ্যসূত্র
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads