শীর্ষ প্রশ্ন
সময়রেখা
চ্যাট
প্রসঙ্গ
অ্যালান শেপার্ড
প্রথম আমেরিকার মহাকাশ যাত্রী উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
Remove ads
অ্যালান শেপার্ড (ইংরেজি: Alan Bartlett Shepard, Jr.) (জন্ম: ১৮ নভেম্বর, ১৯২৩ - মৃত্যু: ২১ জুলাই, ১৯৯৮) একজন মার্কিন নৌ বৈমানিক ও নাসার নভোচারী। তিনি ১৯৬১ সালে ২য় মানব হিসেবে ও প্রথম মার্কিনী হিসেবে মহাশূণ্যে ভ্রমণ করেন। তিনি ১৯৭১ সালে অ্যাপোলো ১৪ মিশনের কমান্ডার হিসেবে ৫ম মানুষ হিসেবে চাঁদের বুকে পা রাখেন।
Remove ads
মার্কারী : ফ্রিডম৭ পাইলট

১৯৬১ সালে শেপার্ড প্রথম মার্কিন হিসেবে ১২ই এপ্রিল মহাশূন্যে যাত্রা করেন।
অ্যাপোলো ১৪ কমান্ডার

১৯৭১ সালে শেপার্ড অ্যাপোলো ১৪ মিশনের কমান্ডার হিসেবে দুই জন নভোচারি নিয়ে চাঁদের উদ্দেশ্যে ৩১শে জানুয়ারি যাত্রা শুরু করেন। ৫ই ফেব্রুয়ারি শেপার্ড ৫ম মানুষ হিসেবে চাঁদের বুকে পা রাখেন। তার তখনকার অনুভূতি ছিল, 'মাইলের পর মাইল এবং তার পরে আরও মাইলের দূরত্ব।'[২] তিনি চাঁদে প্রথম গল্ফ খেলেন।
গ্যালারি
আরো দেখুন
তথ্যসূত্র
বহিঃসংযোগ
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads