ভোজপুরি বা ভোজপুরী ভাষা (কৈথি: 𑂦𑂷𑂔𑂣𑂳𑂩𑂲, শুনুনⓘ) হল ইন্দো-আর্য ভাষা পরিবারের পূর্বাঞ্চলীয় ভাষা। ভোজপুরি সাধারণত বিহারের পশ্চিমাংশ ও উত্তর প্রদেশের পূর্বাংশে প্রচলিত। তবে মধ্য প্রদেশ, ঝাড়খণ্ড ও নেপালের কিছু অংশেও ভোজপুরি ভাষাভাষীর লোক বাস করে।
বর্তমানে ভোজপুরি ভাষা বিহারের দুটি রাজ্য ভাষার অন্যতম একটি। ভোজপুরি ভাষারূপ উৎপত্তি কেউ মনে করেন সরাসরি সংস্কৃত ভাষা থেকে আবার কেউ মৈথিলী ভাষা থেকে।
দ্রুত তথ্য ভোজপুরি, দেশোদ্ভব ...
ভোজপুরি |
---|
|
কৈথি লিপিতে "ভোজপুরী" শব্দটি |
দেশোদ্ভব | ভারত ও নেপাল |
---|
অঞ্চল | ভোজপুর-পূর্বাঞ্চল |
---|
জাতি | ভোজপুরিয়া |
---|
মাতৃভাষী | [১] (হিন্দির অধীনে গণনা করা অতিরিক্ত ভাষাভাষী)
|
---|
| |
---|
উপভাষা |
- উত্তর-পশ্চিমী ভোজপুরি(গোরক্ষপুর,কুশিনগর,দেওরিয়া, মহারাজগঞ্জ,সিদ্ধার্থনগর ও সন্ত কবীরনগর)
- দক্ষিণ-পশ্চিমী ভোজপুরি(বারানসি,চন্দৌলী,গাজীপুর,জৌনপুর,মৌ, আজমগড়,বলিয়া,মির্জাপুর,সোনভদ্র,সন্ত রবিদাস নগর)
- দক্ষিণী (খেরওয়াডি, শাহবাদি, চম্পারণ)
- নাগপুরিয়া (সাদরি)
- থরু ভোজপুরি
- মধেশি
- ডোমরা
- মুসাহরি
- মরিশাসীয় ভোজপুরি[২]
- দক্ষিণ আফ্রিকান ভোজপুরি (নৈতালি)[৩]
- বজ্জিকা অধিকাংশ সময় মৈথিলীর উপভাষা অথবা স্বতন্ত্র ভাষা হিসেবে দেখা হয়
|
---|
| - দেবনাগরী (বর্তমান সময়ে)
- কৈথি লিপি (ঐতিহাসিক)
|
---|
|
সরকারি ভাষা | ফিজি (ফিজি হিন্দি নামে) নেপাল(ভোজপুরি নামে) |
---|
সংখ্যালঘু ভাষায় স্বীকৃত |
|
---|
নিয়ন্ত্রক সংস্থা |
|
---|
|
আইএসও ৬৩৯-২ | bho |
---|
আইএসও ৬৩৯-৩ | bho |
---|
গ্লোটোলগ | bhoj1246 [৬] |
---|
লিঙ্গুয়াস্ফেরা | 59-AAF-sa |
---|
 উত্তরপ্রদেশ ও বিহারের ভোজপুরি-ভাষী অঞ্চল |
এই নিবন্ধটিতে আধ্বব ধ্বনিমূলক চিহ্ন রয়েছে। সঠিক পরিবেশনার সমর্থন ছাড়া, আপনি ইউনিকোড অক্ষরের পরিবর্তে প্রশ্নবোধক চিহ্ন, বক্স, অথবা অন্যান্য চিহ্ন দেখতে পারেন। |
বন্ধ