শীর্ষ প্রশ্ন
সময়রেখা
চ্যাট
প্রসঙ্গ
শেফালী বিষমতারা
উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
Remove ads
শেফালী বিষমতারা (Cepheid Variables) হলো এক ধরনের উজ্জ্বল বিষমতারা। এদের ঔজ্জ্বল্য বিষমতার পর্যায়ের মাঝে প্রত্যক্ষ দৃঢ় সম্পর্ক বিদ্যমান।[১][২] এই সম্পর্ক একে গ্যালাক্টিক ও এক্সট্রাগ্যালাক্টিক দূরত্বের মাপকাঠিতে একটি গুরুত্বপূর্ণ স্টান্ডার্ড ক্যান্ডেল হিসেবে প্রতিষ্ঠিত করে।[৩]

শেফালী বিষমতারাগুলিকে বেশ কয়েকটি উপশ্রেণীতে ভাগ করা যায় যা ভর, বয়স বা বিবর্তনের ইতিহাস আরো পরিষ্কার ভাবে তুলে ধরেঃ
১. চিরায়ত শেফালী
২. টাইপ ২ শেফালী
৩. ব্যাতিক্রমি শেফালী
৪. বামন শেফালী
সেফিয়াস(বা রাজা) নামক তারামন্ডলীর অন্তর্গত ডেল সেফি তারাটির নামে এর নামকরণ করা হয়েছে। এটিই প্রথম আবিষ্কৃত কোনো শেফালী বিষমতারা। এটি জন গুড্রিক কত্রিক ১৭৮৪ সালে আবিষ্কৃত হয়।
অপেক্ষাকৃতভাবে নিকটবর্তী ছায়াপথসমূহের দূরত্বের সূচক হিসাবে এদের ব্যবহার করা হয়।
Remove ads
তথ্যসূত্র
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads