শীর্ষ প্রশ্ন
সময়রেখা
চ্যাট
প্রসঙ্গ
চিনিওট জেলা
উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
Remove ads
চিনিওট জেলা (পাঞ্জাবি এবং উর্দু: ضِلع چِنيوٹ), ২০০৯ সালের ফেব্রুয়ারিতে গঠিত পাঞ্জাব প্রদেশের ৩৬তম জেলা।[২] তবে পূর্বে এটি ঝং জেলা একটি তহসিল ছিল।
Remove ads
ইতিহাস
সিন্ধু উপত্যকা সভ্যতার সময় বনভূমির জন্য চিনিওট অঞ্চল ছিল একটি কৃষি সমৃদ্ধ অঞ্চল। বৈদিক যুগে ইন্দো-আর্য সংস্কৃতির কর্তৃক চিহ্নিত যেটি মধ্য এশিয়া থেকে স্থানান্তরিত হয় এবং পাঞ্জাব অঞ্চলে বসতি স্থাপন শুরু করে। কম্বোজ, দারাদাস, কাইকায়েস, মাদ্রাজ, পাড়াবাস, যৌদিয়াস, মালাবাস ও কুরুস জাতি আক্রমণ করেছিলেন কিন্তু তারাই প্রাচীন পাঞ্জাব অঞ্চলে বসতি স্থাপন করেছিলেন এবং শাসন করেছিলেন।[৩][৪][৫]
ভাষা
১৯৯৮ সালের আদমশুমারীর হিসাব অনুযায়ী, চিনিওট তহসিলের জনসংখ্যার প্রায় ৯৬.৪% জন পাঞ্জাবীকে প্রথম ভাষা বা মাতৃভাষা হিসেবে ব্যবহার করে থাকে এবং বাকী ২.৪% উর্দু ভাষা ব্যবহার করে থাকে।,[৬][৭]
তথ্যসূত্র
বহিঃসংযোগ
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads