শীর্ষ প্রশ্ন
সময়রেখা
চ্যাট
প্রসঙ্গ
কম্প্যাক্ট মিউওন সলিনয়েড
উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
Remove ads
কম্প্যাক্ট মিউওন সলিনয়েড (সিএমএস) পরীক্ষণটি লার্জ হাড্রন কলাইডারে নির্মিত দুটি কণা পদার্থবিজ্ঞান ডিটেক্টরের একটি। সিএমএস এর দৈর্ঘ্য ২৫ মিটার, ব্যাস ১৫ মিটার এবং ভর ১২,৫০০ টন। ৪২টি দেশের ১৭৫টি প্রতিষ্ঠানের ৩৮০০ এই পরীক্ষণের সাথে সম্পৃক্ত।

Remove ads
উদ্দেশ্য
এই পরীক্ষণের উদ্দেশ্যসমূহ হলো :
- হিগস বোসনের বৈশিষ্ট্য অধ্যয়ন
ডিটেক্টর সারসংক্ষেপ
সিএমএস ডিটেক্টরটি একটি বিশালাকার সলিনয়েড চুম্বককে কেন্দ্র করে নির্মিত হয়েছে। এটি অতিপরিবাহী তারের একটি কোণকাকৃতির কুন্ডলীর আকার ধারণ করেছে যেটি ৪ টেসলার চৌম্বক ক্ষেত্র উৎপন্ন করে, যেটি পৃথিবীর চৌম্বক ক্ষেত্রের এক লক্ষ গুণ।
তথ্যসূত্র
বহিঃসংযোগ
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads