শীর্ষ প্রশ্ন
সময়রেখা
চ্যাট
প্রসঙ্গ
কম্পিউটার হার্ডওয়্যার
উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
Remove ads
একটি পরিগণক যন্ত্র তথা কম্পিউটারকে সাধারণত দুটি ভাগে ভাগ করা যায়। এগুলি হল ভৌত যন্ত্রাংশসামগ্রী (হার্ডওয়্যার) এবং বিমূর্ত নির্দেশনাসামগ্রী (সফটওয়্যার)। কম্পিউটার হার্ডওয়্যার বা কম্পিউটার যন্ত্রাংশসামগ্রী হল কম্পিউটারের সেইসব অংশ যেগুলো স্পর্শ করা যায় ও দেখা যায় যেমন মনিটর, মাউস, কেসিং, মাদারবোর্ড, রম, সিডি, ডিভিডি, ইত্যাদি।[১][২][৩] কম্পিউটার যন্ত্রাংশসামগ্রীর বিভিন্ন প্রকার যন্ত্রাংশ দিয়ে একটি ব্যক্তিগত কম্পিউটার তৈরি হয়। এরপর এতে অপারেটিং সিস্টেম (পরিচালক ব্যবস্থা) অন্তঃস্থাপন (ইনস্টল) করা হয় এবং ব্যবহারকারীর প্রয়োজন অনুসারে বিভিন্ন ব্যবহারিক নির্দেশনাসামগ্রী বা অ্যাপ্লিকেশন সফটওয়্যার অন্তঃস্থাপন করা হয়।
Remove ads
তথ্য-উপাত্ত প্রবিষ্টকরণ যন্ত্রকৌশল
সাধারণ নির্দেশ দেয়ার যন্ত্রকৌশল
- মাউস
- অপটিক্যাল মাউস
- তারহীন মাউস
- যান্ত্রিক মাউস
- ট্র্যাকবল
- স্পর্শসংবেদী পর্দা
- লাইট পেন
- টাচপ্যাড
কিবোর্ড
খেলার যন্ত্রকৌশল
- জয়স্টিক
- গেম প্যাড
- গেম কন্ট্রোলার
আলোকচিত্র এবং চলচ্চিত্রের যন্ত্রকৌশল
- ডিজিটাল ক্যামেরা
- ওয়েবক্যাম
- স্ক্যানার
- ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার
- বারকোড রিডার
- ত্রিমাত্রিক স্ক্যানার
- লেজার রেন্জফাইন্ডার
- আলট্রাসনোগ্রাফি
শ্রাব্য তথ্য-উপাত্ত প্রবিষ্টকরণ যন্ত্রকৌশল
- মাইক্রোফোন
- মিডি কিবোর্ড
অন্যান্য যন্ত্রকৌশল
- ডিজিটাইজার কলম
- ট্যাবলেট
Remove ads
প্রক্রিয়াজাতকরণ যন্ত্রকৌশল
- প্রসেসর
- ইন্টেল প্রসেসর
- পেন্টিয়াম ১
- পেন্টিয়াম ২
- পেন্টিয়াম ৩
- পেন্টিয়াম ৪
- পেন্টিয়াম ৪ ইক্সট্রিম
- পেন্টিয়াম ডি
- পেন্টিয়াম ইক্সট্রিম এডিশন
- সেলেরন
- পেন্টিয়াম ডুয়াল কোর (Dual Core)
- কোর ডুয়ো
- কোর ২ ডুয়ো
- কোর ২ কোয়াড
- কোর ২ ইক্সট্রিম
- আই কোর
- কোর আই ৩ (Core i3)
- কোর আই ৫ (Core i5)
- কোর আই ৭ (Core i7)
- কোর আই ৯ (Core i9)
- এটম (Atom)
- সেনট্রিনো (Centrino)
- সেনট্রিনো ২ (Centrino 2)
- সেনট্রিনো ডুয়ো/সলো (Centrino Duo/Solo)
- এএমডি (এডভান্স মাইক্রো প্রসেসর) প্রসেসর
- ফেনম (Phenom)
- ফেনম ২ এক্স৬ (Phenom II X6)
- ফেনম ২ এক্স৪ (Phenom II X4)
- ফেনম ২ এক্স৩ (Phenom II X3)
- ফেনম ২ এক্স২ (Phenom II X2)
- ফেনম ১ এক্স৩ (Phenom I X3)
- ফেনম ১ এক্স৪ (Phenom I X4)
- টারিয়ন (Turion)
- টারিয়ন ২ আল্ট্রা (Turion II Ultra)
- টারিয়ন ২ (Turion II)
- এথলন (Athlon)
- এথলন ২ এক্স২ (Athlon II X2)
- এথলন নিও এক্স২ (Athlon Neo X2)
- এথলন নিও (Athlon Neo)
- সেমপ্রন (Sempron) [৪][৫][৬]
- ফেনম (Phenom)
- ইন্টেল প্রসেসর
- র্যাম (র্যানডম একসেস মেমোরি)
- স্ট্যাটিক র্যাম (SRAM)
- ডাইনামিক র্যাম (DRAM)
- ফার্স্ট পেজ মোড ডাইনামিক র্যাম (FPM DRAM)
- ইক্সটেনডেড ডেটা-আউট ডাইনামিক র্যাম (EDO DRAM)
- সিঙ্ক্রনাইস ডাইনামিক র্যাম (SDRAM)
- ডাবল ডেটা রেট সিঙ্ক্রনাইস ডাইনামিক র্যাম (DDR SDRAM)
- র্যামবাস ডাইনামিক র্যাম (RDRAM)
- ক্রেডিট কার্ড মেমোরি (Credit Card Memory)
- পিসিএমসিআইএ মেমোরি কার্ড (PCMCIA Memory Card)
- সিএমওএস র্যাম (CMOS RAM)
- ভির্যাম (VRAM)
- এসজি র্যাম (SGRAM)[৭][৮]
- রম (রিড ওনলি মেমোরি)
- ইপিরম (EPROM)
- ইইপিরম (EEPROM)
- ইএরম
- ফ্ল্যাসরম
- ভিডিও কার্ড
- পিসিআই ইক্সপ্রেস (PCI Express)
- এজিপি (AGP)
- পিসিআই (PCI)
- নেটওয়ার্ক যন্ত্রাংশ
- মডেম
- নেটওয়ার্ক কার্ড
Remove ads
তথ্য-উপাত্ত বহির্গতকরণ যন্ত্রকৌশল
- প্রিন্টার
- লাইন প্রিন্টার(Line Printer)
- ডেইজি হুইল (Daisy Wheel)
- ডট মেট্রিক্স প্রিন্টার (Dot Matrix Printers)
- ইন্কজেট প্রিন্টার (Inkjet Printers)
- লেজার প্রিন্টার (Laser Printers)
- স্ন্যাপশট প্রিন্টার (Snapshot Printer)
- থার্মাল ওয়েক্স (Thermal Wax Printer)
- স্পিকার
- হেডফোন
- মনিটর (Visual Display Unit)
- প্লটার
- প্রোজেক্টর
- সংরক্ষণ উপযোগী সিডি/ডিভিডি
- আই/ও স্ট্রাকচার [৯]
- এক্সপানশন বাস কার্ড এবং স্লট
- পোর্ট
- সিরিয়াল
- প্যারালাল
- এসসিএসআই
- মিডি
তথ্য সংরক্ষণ যন্ত্রকৌশল

1. মনিটর
2. মাদারবোর্ড
3. সিপিইউ
4. র্যাম
5. এক্সপ্যানসন কার্ড
6. পাওয়ার সাপ্লাই
7. সিডি-রম ড্রাইভ
8. হার্ড ডিস্ক
9. কী-বোর্ড
10. মাউস
- প্রাথমিক স্মৃতি
- রম
- সহায়ক স্মৃতি
- অপটিকাল/সিডি/ডিভিডি/বিডি রম
- সিডি/ডিভিডি
- রিরাইটেবল সিডি/ডিভিডি
- ব্লু-রে
- রাইটেবল ব্লু-রে
- এইচডি ডিভিডি
- ফ্লপি ডিস্ক
- ইউএসবি ফ্লাস ড্রাইভ
- পেন ড্রাইভ
- এক্সটারনাল হার্ডড্রাইভ
- টেপ ড্রাইভ
- হার্ড ডিস্ক
- র্যাম
- সিমোস
- কাগুজে ফিতা (পেপার টেপ)
- চৌম্বক ফিতা (ম্যাগনেটিক টেপ)
- পাঞ্চ কার্ড
- অপটিকাল/সিডি/ডিভিডি/বিডি রম
Remove ads
প্রচলিত ব্যক্তিগত কম্পিউটার যন্ত্রাংশসামগ্রী
মাতৃপাত (মাদারবোর্ড)
মাদারবোর্ড হচ্ছে একটি কম্পিউটারের "মস্তিষ্ক"। যন্ত্রাংশগুলিকে সরাসরি মাদারবোর্ডে যুক্ত করা হয়। আবশ্যিক সেসব যন্ত্রাংশ দিয়ে কম্পিউটার প্রস্তুত, তা হলো:
- কেন্দ্রীয় প্রক্রিয়াজাতকরণ ইউনিট (ইংরেজিতে Central Processing Unit বা CPU) কম্পিউটার পরিচালনা ও বিভিন্ন প্রকার কাজ করতে প্রয়োজনীয় হিসাব-নিকাশের সিংহভাগ সম্পাদন করে।
তথ্যসূত্র
বহিঃসংযোগ
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads