শীর্ষ প্রশ্ন
সময়রেখা
চ্যাট
প্রসঙ্গ

চেক ভাষা

পশ্চিম স্লাভিক ভাষা উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ

চেক ভাষা
Remove ads

চেক ভাষা (চেক ভাষায়: Čeština চেশ্‌কিনা, আ-ধ্ব-ব: [ˈʧɛʃ.cɪ.na]) একটি পশ্চিম স্লাভীয় ভাষা। অন্যান্য পশ্চিম স্লাভীয় ভাষার মধ্যে আছে স্লোভাক, পোলীয়, পোমেরানীয় ও সর্বীয় ভাষা। এদের মধ্যে স্লোভাক ভাষার সাথে চেক ভাষার মিল সবচেয়ে বেশি। এরপর যথাক্রমে পোলীয় ভাষা এবং পূর্ব জার্মানিতে প্রচলিত সর্বীয় ভাষার সাথে এর মিল দেখতে পাওয়া যায়। প্রাক্তন চেকোস্লভাকিয়ার সরকার চেক ও স্লোভাক উভয় ভাষাতেই গণমাধ্যমের বিভিন্ন অনুষ্ঠান সম্প্রচার বাধ্যতামূলক করায় ১৯৭০-এর পরে জন্ম নেয়া চেক ও স্লোভাক ভাষাভাষীদের অনেকেই সহজেই একে অপরকে বুঝতে পারেন। তবে ১৯৯৩ সালে দেশ দুইটি আলাদা হয়ে যাবার পর এই দুই ভাষাভাষীদের মধ্যে আবার পারস্পরিক বোধগম্যতায় সমস্যা শুরু হয়েছে।

দ্রুত তথ্য চেক, দেশোদ্ভব ...
Thumb
চেক ভাষায় লিখিত বাইবেল

চেক প্রজাতন্ত্রের অধিকাংশ মানুষ এবং বিশ্বের অন্যান্য দেশে সব মিলিয়ে প্রায় ১ কোটি ৩০ লক্ষ লোক চেক ভাষায় কথা বলেন।

Remove ads

নমুনা পাঠ্য

Thumb
1846 sample of printed Czech

জাতিসংঘের মানবাধিকারের সার্বজনীন ঘোষণাপত্রের ১নং অনুচ্ছেদ অনুসারে:

চেক: Všichni lidé se rodí svobodní a sobě rovní co do důstojnosti a práv. Jsou nadáni rozumem a svědomím a mají spolu jednat v duchu bratrství.[]

বাংলা: "সমস্ত মানুষ স্বাধীনভাবে সমান মর্যাদা এবং অধিকার নিয়ে জন্মগ্রহণ করে। তাঁদের বিবেক এবং বুদ্ধি আছে; সুতরাং সকলেরই একে অপরের প্রতি ভ্রাতৃত্বসুলভ মনোভাব নিয়ে আচরণ করা উচিত।"[]

Remove ads

তথ্যসূত্র

বহিঃসংযোগ

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads