শীর্ষ প্রশ্ন
সময়রেখা
চ্যাট
প্রসঙ্গ
কার্যত
লাতিন শব্দ, যার অর্থ "কার্যত" উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
Remove ads
কার্যত বা বস্তুত (ইংরেজি: de facto) পরিভাষাটি দিয়ে রাজনীতিতে এমন সব সরকারি আইন বা নীতিকে চরিত্রায়িত করা হয়, যেগুলি রাষ্ট্র বা সরকার কর্তৃৃক স্বীকৃৃত না হলেও বাস্তবিকভাবে তা কার্যকর। অর্থাৎ আনুষ্ঠানিকভাবে স্বীকৃৃত না হলেও কার্যত ঘটমান।
এই নিবন্ধটি অত্যন্ত সংক্ষিপ্ত। (অক্টোবর ২০২৩) |
এই ধারণাটিকে লাতিন পরিভাষায় দে ফাক্তো (লাতিন: de facto) বলে। ইংরেজিতে এর উচ্চারণ ডি ফ্যাক্টো। এর বিপরীত ধারণাটি হল আইনত (লাতিন: De jure দে জুরে; ইংরেজি উচ্চারণে ডি জুরি)।
Remove ads
উদাহরণ
মার্কিন যুক্তরাষ্ট্র, ফ্রান্স, যুক্তরাজ্য, আর্জেন্টিনাসহ বেশ কিছু দেশে কোনো সরকার কর্তৃৃক-স্বীকৃৃত ভাষা না থাকা সত্ত্বেও সকল দাপ্তরিক কাজ ইংরেজি বা ঐ দেশের প্রধান ভাষা দ্বারা নিয়ন্ত্রিত হয়।
তথ্যসূত্র
আরও দেখুন
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads