শীর্ষ প্রশ্ন
সময়রেখা
চ্যাট
প্রসঙ্গ
হার্জ
তরংগের এসআই একক উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
Remove ads
হার্জ (প্রতীক Hz) হচ্ছে আন্তর্জাতিক ভাবে স্বীকৃত কম্পাঙ্কের এস আই একক। একে পড়া হয় ১ সাইকেল প্রতি সেকেন্ড।[১] এর একটি অন্যতম সাধারণ ব্যবহার হল সাইন তরঙ্গ, রেডিও এবং যদিও ক্ষেত্রে, সঙ্গীতের কম্পাংক হিসেবে।

এককটির নামকরণ করা হয়েছে হেনরিক হার্টজ এর সম্মানে। তিনিই প্রথম তাড়িৎচৌম্বক তরঙ্গের অস্তিত্ব পরীক্ষার মাধ্যমে প্রমাণ করেন।
আলোর ফ্রিকুয়েন্সির একক হল হার্টজ
Remove ads
ইতিহাস
জার্মান পদার্থবিজ্ঞানী হেনরিক রুডল্ফ হার্টজের নামানুসারে এই এককের নামকরণ। কারণ তাড়িৎচৌম্বক ক্ষেত্রে তাঁর গুরুত্বপূর্ণ অবদান। ১৯৩০সালে আন্তর্জাতিক তড়িৎপ্রযুক্তি পরিষদ (IEC) কর্তৃক এটি প্রতিষ্ঠিত হয়। [২] ১৯৬০ এ General Conference on Weights and Measures (CGPM) কর্তৃক (Conférence générale des poids et mesures) এটি গৃহীত হয়। এই এককের পূর্বনাম ছিল সাইকেল প্রতি সেকেন্ড (cps), প্রাথমিকভাবে এর উপ আর অধিএকক "kilocycles per second (kc/s) এবং megacycles per second (Mc/s), আর বড়স্কেলে ব্যবহৃত হত kilomegacycles per second (kMc/s)। তবে "সাইকেল প্রতি সেকেন্ড" বা cycles per second এককটি ১৯৭০ সালের মধ্যে বৃহৎভাবে হার্জে প্রতিস্থাপিত হয়।
Remove ads
ব্যবহার


কম্পন
তাড়িৎচৌম্বক বিকিরণ
তাড়িৎচৌম্বক বিকিরণকে প্রায়ই কম্পাংক দিয়ে বর্ণনা করা হয়। লম্বালম্বিভাবে থাকা বৈদ্যুতিক এবং চৌম্বকক্ষেত্রের মধ্যে প্রতি সেকেন্ডে ঘটা স্পন্দন(oscillation) সংখ্যাকে প্রকাশ করা হয় হার্জ বলে।
কম্পিউটার
Remove ads
এস আই গুণন একক
আরো দেখুন
তথ্যসূত্র
বহিঃসংযোগ
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads