শীর্ষ প্রশ্ন
সময়রেখা
চ্যাট
প্রসঙ্গ

আন্তর্জাতিক বিশুদ্ধ ও ফলিত রসায়ন সংস্থা

রসায়ন সংশ্লিষ্ট আন্তর্জাতিক সংস্থা উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ

আন্তর্জাতিক বিশুদ্ধ ও ফলিত রসায়ন সংস্থা
Remove ads

আন্তর্জাতিক বিশুদ্ধ ও ফলিত রসায়ন সংস্থা (ইংরেজি- The International Union of Pure and Applied Chemistry ( সংক্ষেপে-আই.ইউ.পি.এ.সি, IUPAC) হলো একটি আন্তর্জাতিক সংস্থা যেটি বিভিন্ন দেশের  রসায়ন সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার সমন্বয়ে পরিচালিত হয়ে থাকে। সুইজারল্যান্ডের রাজধানী জুরিখে এর সদর দপ্তর অবস্থিত। এছাড়াও যুক্তরাষ্ট্রের উত্তর ক্যারোলাইনায় এর প্রশাসনিক কার্যালয় রযেছে। একজন নির্বাহী পরিচালক এই কার্যালয়ের প্রধানের দায়িত্ব পালন করেন[]। বর্তমানে লিন সবি এর প্রধানের দায়িত্বে রয়েছেন[] । 

দ্রুত তথ্য সংক্ষেপে, নীতিবাক্য ...
Remove ads

প্রতিষ্ঠা এবং ইতিহাস 

Thumb
ফ্রিডরিখ আউগুস্ট কেকুলে

১৮৬০ সালে ফ্রিডরিখ আউগুস্ট কেকুলে-র নেতৃত্বে গঠিত একটি বিজ্ঞান সমিতি সর্বপ্রথম বিশ্বব্যাপি একটি আন্তর্জাতিক রসায়ন সংস্থার প্রয়োজনীয়তা অনুভব করেন। এই সমিতি প্রথম জৈব যৌগ র্শীর্ষক একটি সম্মেলনের আয়োজন করেন। এই সম্মেলনে  সমগ্র বিশ্বব্যাপী আন্তর্জাতিক মান সম্পন্ন একটি  রসায়ন সংস্থা প্রতিষ্ঠা করার কথা সবচেয়ে বেশি আলোচিত হয়।

তারপর ১৯১৯ সালে মূলত আনুষ্ঠানিক ভাবে যাত্রা শুরু করে আই.ইউ.পিএ.সি। 
Remove ads

সংস্থাসমূহ এবং প্রশাসন

আই.ইউ.পিএ.সি মূলত অনেক গুলো কমিটি সমন্বয়ে গঠিত যাদের প্রত্যেকে রয়েছে আলাদা আলাদা কার্যলিপি। কমিটিগুলো হচ্ছে:ব্যুরো,CHEMRAWN, রসায়ন শিক্ষা সংক্রান্ত কমিটি, রসায়ন ও শিল্প সংশ্লিষ্ট কমিটি, মুদ্রিত এবং বৈদ্যুতিক প্রকাশনা কমিটি, আন্তর্জাতিক ফলিত রসায়ন প্রকল্প প্রণয়ন কমিটি। 

 প্রত্যেক কমিটি বিভিন্ন দেশের রসায়ন সংক্রান্ত কমিটির সদস্যদের সমন্বয়ে গঠিত। 
আরও তথ্য কমিটির নাম, দায়িত্ব ...
Remove ads

তথ্যসূত্র

বহিঃসংযোগ

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads