শীর্ষ প্রশ্ন
সময়রেখা
চ্যাট
প্রসঙ্গ

সফটওয়্যার বিষয়শ্রেণী

সফটওয়্যারের অধিশ্রেণী উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ

সফটওয়্যার বিষয়শ্রেণী
Remove ads

সফটওয়্যার বিষয়শ্রেণী বলতে সফটওয়্যারের দল বা শ্রেণীকে বুঝায়। এটা সফটওয়্যারকে একক ভাবে প্রতিটি প্যাকেজ বুঝার পরিবর্তে এ বিষয়শ্রেণী সমূহের আলোকে বুঝতে সাহায্য করে। ভিন্ন ভিন্ন শ্রেণিবিন্যাস পদ্ধতি সফটওয়্যারের ভিন্ন ভিন্ন দৃষ্টিভঙ্গি বিবেচনায় করা হয়।

Thumb
বিভিন্ন শ্রেণীর সফ্টওয়্যার বর্ণনা করে ডায়াগ্রাম

শ্রেণীবদ্ধকরণ পন্থা

সারাংশ
প্রসঙ্গ

ক্রিয়া

কম্পিউটার সফটওয়্যারকে সাধারণ ক্রিয়া, ধরন, ব্যবহার ক্ষেত্রের উপর ভিত্তি করে বিভিন্ন ভাগে ভাগ করা যায়। এ হলো তিনটি বৃহৎ শ্রেণিবিন্যাস

  • অ্যাপলিকেশন সফটওয়্যার হলো প্রোগ্রামিং কর্মের জন্যে কম্পিউটার প্রোগ্রামের সাধারণ উপাধি। অ্যাপলিকেশন সাধারণ উদ্দেশ্যে (ওয়েব ব্রাউজার, ইত্যাদি) অথবা বিশেষ উদ্দেশ্যের (হিসাববিজ্ঞান, গ্রাফিক ডিজাইন সফটওয়্যার ইত্যাদি) হতে পারে। অ্যাপলিকেশন সফটওয়্যার সিস্টেম সফটওয়্যারের বিপরীত।
  • সিস্টেম সফটওয়্যার হলো কম্পিউটার সিস্টেম শুরু বা চালাতে ব্যবহৃত প্রোগ্রামকে বুঝাতে ব্যবহৃত শ্রেণীগত শব্দগুচ্ছ।
  • কম্পিউটার প্রোগ্রামিং সরঞ্জাম, যেমন কম্পাইলার ও লিঙ্কার কম্পিউটার প্রোগ্রাম সোর্স কোডলাইব্রেরি র‍্যামে অনুবাদ ও সমন্বয় করতে ব্যবহৃত হয়।

স্বত্ত্বাধিকার অবস্থা

গ্নু প্রকল্প স্বত্ত্বাধিকার অবস্থা বিবেচনা করে সফটওয়্যারকে এভাবে শ্রেণীবদ্ধ করে: ফ্রি সফটওয়্যারমালিকানাধীন সফটওয়্যার। এছাড়াও সফটওয়্যারকে স্বত্ত্বাধিকার বিবেচনায় নানাভাবে বিভক্ত করা যায় যেমন- ওপেন-সোর্স সফটওয়্যার, পাবলিক ডোমেইন সফটওয়্যার, কপিলেফটকৃত সফটওয়্যার, শিথিল অনুমতিসূচক নিবন্ধিত সফটওয়্যার, গ্নু জেনারেল পাবলিক লাইসেন্সের অধীনে নিবন্ধিত সফটওয়্যার, গ্নু অপারেটিং সিস্টেম, মালিকানাধীন সফটওয়্যার, ফ্রিওয়্যার, শেয়ারওয়্যার, ব্যক্তিগত সফটওয়্যার, বাণিজ্যিক সফটওয়্যার ইত্যাদি।[]

ফ্রি সফটওয়্যার

ফ্রি সফটওয়্যার হলো এমন সফটওয়্যার যাতে ব্যবহারকারীকে তা ব্যবহারের, অধ্যয়নের বা পরিবর্তনের পূর্ণ স্বাধীনতা দান করা হয়। ব্যাপক অর্থে এর মানে হচ্ছে সোর্স কোড উন্মুক্ত করে দেয়া। ফ্রি সফটওয়্যারের অর্থ মানে এ নয় এটি ব্যবহারে কোন অর্থ প্রদান করতে হবে না, এটি মূল্যযুক্ত বা বিনামূল্যের দুটোই হতে পারে। গ্নু/লিনাক্স অপারেটিং সিস্টেমসমূ হলো ফ্রি সফটওয়্যার।

ওপেন সোর্স সফটওয়্যার

ওপেন সোর্স সফটওয়্যার হলো এমন সফটওয়্যার যার সোর্স কোড নির্দিষ্ট ওপেন সোর্স লাইসেন্সের অধীনে সবার জন্যে উন্মুক্ত করে দেয়া হয়। এটি ফ্রি সফটওয়্যারেরই একটি অন্য প্রতিশব্দ। যদিও ফ্রি সফটওয়্যার শব্দগুচ্ছ ব্যবহারকারীরা দুটোকে আলাদা করতে চান, সংজ্ঞা অনুযায়ী দুটো একই বস্তু।

মালিকানাধীন সফটওয়্যার

মালিকানাধীন সফটওয়্যার ক্লোজড সোর্স সফটওয়্যার নামেও পরিচিত। এরা হচ্ছে ফ্রি নয় এমন সফটওয়্যার, যার সোর্স কোড ব্যবহারকারী থেকে লুকিয়ে রাখা হয়, অর্থাৎ ব্যবহারকারীকে দেখতে দেয়া হয় না। স্বত্ত্বাধিকার ও পেটেন্ট রক্ষায় এর মূল উদ্দেশ্য।

Remove ads

তথ্যসূত্র

বহিঃসংযোগ

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads