শীর্ষ প্রশ্ন
সময়রেখা
চ্যাট
প্রসঙ্গ
নবদীপ সাইনি
ভারতীয় ক্রিকেটার উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
Remove ads
নবদীপ অমরজিৎ সাইনি (গুরুমুখী: ਨਵਦੀਪ ਸੈਣੀ; জন্ম: ২৩ নভেম্বর, ১৯৯২) হরিয়ানার কার্নাল এলাকায় জন্মগ্রহণকারী ভারতীয় আন্তর্জাতিক ক্রিকেটার। ভারত ক্রিকেট দলের অন্যতম সদস্য তিনি। ২০১০-এর দশকের শেষদিক থেকে ভারতের পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশগ্রহণ করেছেন।
ঘরোয়া প্রথম-শ্রেণীর ভারতীয় ক্রিকেটে দিল্লি, দিল্লি ডেয়ারডেভিলস ও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর দলের প্রতিনিধিত্ব করেন।[১] দলে তিনি মূলতঃ ডানহাতি ফাস্ট বোলার হিসেবে খেলছেন। এছাড়াও, ডানহাতে নিচেরসারিতে ব্যাটিং করে থাকেন নবদীপ সাইনি।
Remove ads
শৈশবকাল
তার পিতা পেশায় গাড়ি চালক ও হরিয়ানা সরকারের অধীনে চাকরি করতেন।[২] তার পিতামহ করম সিং সুভাষচন্দ্র বসু’র নেতৃত্বাধীন আজাদ হিন্দ ফৌজের সক্রিয় স্বাধীনতা কর্মী ছিলেন।[৩][৪]
২ জানুয়ারি, ২০১৬ তারিখে সৈয়দ মুশতাক আলী ট্রফি প্রতিযোগিতায় তার অভিষেক ঘটে। বরোদরায় অনুষ্ঠিত ঐ খেলায় দিল্লি দলের প্রতিপক্ষীয় দল ছিল রেলওয়েজ দল।[৫] ফেব্রুয়ারি, ২০১৭ তারিখে দিল্লি ডেয়ারডেভিলস কর্তৃপক্ষ ১০ লাখের বিনিময়ে ২০১৭ সালের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের জন্যে তাকে কিনে নেয়।[৬] জানুয়ারি, ২০১৮ সালে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর কর্তৃপক্ষ তাকে ২০১৮ সালের আইপিএলের নিলাম থেকে ৩ কোটির বিনিময়ে ক্রয় করে।[৭] আইপিএলের ২০১৯ আসরেও তিনি একই দলের পক্ষে খেলতে থাকেন।
Remove ads
প্রথম-শ্রেণীর ক্রিকেট
২০১৩ সাল থেকে নবদীপ সাইনি’র প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবন চলমান রয়েছে। ২০১৭-১৮ মৌসুমের রঞ্জী ট্রফি প্রতিযোগিতায় দিল্লি দলের সর্বোচ্চ উইকেট শিকারীতে পরিণত হন। আট খেলায় তিনি ৩৪টি ডিসমিসাল করেছিলেন।[৮] এছাড়াও, ২০১৮-১৯ মৌসুমের বিজয় হাজারে ট্রফি প্রতিযোগিতায় দিল্লি দলের সর্বোচ্চ উইকেট সংগ্রাহক ছিলেন। আট খেলায় তার উইকেট সংখ্যা ছিল ষোলটি।[৯]
অক্টোবর, ২০১৮ সাল দেওধর ট্রফি প্রতিযোগিতায় ভারত সি দলের সদস্যরূপে মনোনীত হন।[১০] পরের মাসে ২০১৮-১৯ মৌসুমের রঞ্জী ট্রফিকে ঘিরে আটজন খেলোয়াড়ের অন্যতম হিসেবে নজরতালিকায় তাকে যুক্ত করা হয়।[১১]
Remove ads
আন্তর্জাতিক ক্রিকেট
জানুয়ারি, ২০১৮ সালে সফরকারী আফগানিস্তানের বিপক্ষে টেস্ট খেলার জন্যে তাকে ভারত দলে যুক্ত করা হয়। শারীরিক পরীক্ষায় অনুত্তীর্ণ হওয়া মোহাম্মদ শামি’র স্থলাভিষিক্ত হয়েছিলেন তিনি। তবে, তাকে খেলানো হয়নি।[১২]
এপ্রিল, ২০১৯ সালে আম্বতি রাইডু, ঋষভ পন্তের সাথে তাকেও ক্রিকেট বিশ্বকাপের সংরক্ষিত খেলোয়াড় হিসেবে দলে রাখা হয়।[১৩]
ওয়েস্ট ইন্ডিজ গমন
জুলাই, ২০১৯ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ভারতের ওডিআই ও টি২০আই দলের সদস্যরূপে অন্তর্ভুক্ত করা হয়।[১৪] অতঃপর, ৩ আগস্ট, ২০১৯ তারিখে লডারহিলে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টুয়েন্টি২০ আন্তর্জাতিকের মাধ্যমে তার আন্তর্জাতিক ক্রিকেটে অঙ্গনে প্রবেশের সুযোগ ঘটে।[১৫] চার ওভারে তিনি তিন উইকেট লাভ করেন। তন্মধ্যে, নিকোলাস পুরাণ ও শিমরন হেটমেয়ারকে উপর্যুপরী বলে বিদেয় করেছিলেন। ঐ ইনিংসের শেষ ওভারে তিনি উইকেট-মেইডেন লাভ করেন। এ পর্যায়ে কিরণ পোলার্ডকে আউট করেন তিনি। খেলায় তিনি ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার লাভ করেন।[১৬]
এরপর, ২০১৯-২০ মৌসুমে ওয়েস্ট ইন্ডিজ দল ভারত গমন করে।[১৭] দীপক চাহারের পরিবর্তে তাকে সিরিজের তৃতীয় ওডিআইয়ে অন্তর্ভুক্ত করা হয়। ২২ ডিসেম্বর, ২০১৯ তারিখে কটকে ওয়েস্ট ইন্ডিজ দলের বিপক্ষে একদিনের আন্তর্জাতিকে অভিষেক পর্ব সম্পন্ন হয় তার।[১৮]
ফেব্রুয়ারি, ২০২০ সালে নিউজিল্যান্ড গমনার্থে ভারতের টেস্ট দলে রাখা হয়।[১৯] অক্টোবর, ২০২০ সালে তাকে আবারো ভারতের টেস্ট দলের সদস্যরূপে অস্ট্রেলিয়া গমনার্থে দলে রাখা হয়। নভেম্বর, ২০২০ সালে ভারত দলের সাথে অস্ট্রেলিয়া গমন করেন।[২০]
Remove ads
তথ্যসূত্র
আরও দেখুন
বহিঃসংযোগ
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads