শীর্ষ প্রশ্ন
সময়রেখা
চ্যাট
প্রসঙ্গ
সফটওয়্যার ডিজাইন
উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
Remove ads
সফটওয়্যার ডিজাইন হলো এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে একজন এজেন্ট সফটওয়্যার নির্মাণের স্পেসিফিকেশন তৈরী করেন। [১] সফটওয়্যার ডিজাইন বলতে জটিল ব্যবস্থাকে ধারণাবদ্ধকরণ, কাঠামোবদ্ধকরণ, বাস্তবায়ন, সম্পাদন ও পরিবর্তনের সাথে যুক্ত সমস্ত কার্যকে বুঝায়। [২]

সচরাচর সফটওয়্যার ডিজাইনে রয়েছে সমস্যা সমাধান ও সফটওয়্যার সমাধানের একটি পরিকল্পনা। এর মধ্যে রয়েছে নিচু-পর্যায়ের উপাদান ও অ্যালগরিদম ডিজাইন এবং উচ্চ পর্যায়ের স্থাপত্য ডিজাইন।
Remove ads
আরও দেখুন

উইকিমিডিয়া কমন্সে সফটওয়্যার ডিজাইন সংক্রান্ত মিডিয়া রয়েছে।
তথ্যসূত্র
বহিঃসংযোগ
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads