শীর্ষ প্রশ্ন
সময়রেখা
চ্যাট
প্রসঙ্গ
ইউনিভার্সিটিস রিসার্চ অ্যাসোসিয়েশন
উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
Remove ads
বিশ্ববিদ্যালয় রিসার্চ অ্যাসোসিয়েশন বা ইউআরএ মূলত আমেরিকা কেন্দ্রিক এবং ২টি সদস্য কানাডা এবং একটি করে সদস্য জাপান, ইতালি ও যুক্তরাজ্য থেকে নিয়ে ৮৬ টি বিশ্ববিদ্যালয়ের একটি সংঘ। এটির সদর দপ্তর ওয়াশিংটন, ডি.সি.
Remove ads
ইতিহাস ও উদ্দেশ্য
ইউআরএ যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতির বিজ্ঞান উপদেষ্টা কমিটি ও জাতীয় বিজ্ঞান একাডেমীর নির্দেশনা অনুযায়ী ১৯৬৫ সালে প্রতিষ্ঠিত হয়। গবেষণা কাজে ব্যবস্থাপনা ও পরিচালনা সুবিধা দেওয়ার কাজ করে। [১]
আমেরিকার এনার্জি বিভাগ ইউআরএ কে দিয়ে ফার্মি ন্যাশনাল এক্সিলারেটর ল্যাবরেটরি গঠন ও পরিচালনার কাজ করে। ২০০৭ সালে ইউআরএ শিকাগো বিশ্ববিদ্যালয় সাথে গঠন করে ফার্মি রিসার্চ জোট, যেটি বর্তমানে ফার্মি ল্যাব নামে পরিচিত। ফার্মি ল্যাব বর্তমানে লার্জ হ্যাড্রন কলাইডার ও সার্নএর সাথে কাজ করছে।
Remove ads
প্রতিষ্ঠান
এটি একটি পরিচালনা পর্ষদ ও ৮৫ টি বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট দ্বারা পরিচালিত হয়। বড় ধরনের গবেষণার জন্য, বোর্ড অফ ট্রাষ্টি একটি শাসক বোর্ড নিয়োগ করে। ওয়াশিংটন, ডি.সি.তে সদর দপ্তর সকল কাজের সমন্বয় করে। [১]
সদস্য
সারাংশ
প্রসঙ্গ
নিচে ইউআরএ এর ৮৬ টি সদস্যের তালিকা দেয়া হল[১]
স্থানীয় (যুক্তরাষ্ট্র) (৮১)
আলাবামা
অ্যারিজোনা
ক্যালিফোর্নিয়া
কলোরাডো কানেক্টিকাট ফ্লোরিডা ইলিনয়
|
ইন্ডিয়ানা
আইওয়া
লুইজিয়ানা
মেরিল্যান্ড ম্যাসাচুসেট্স
মিশিগান
মিনেসোটা মিসৌরি
নেব্রাস্কা
|
নিউ জার্সি
নিউ মেক্সিকো
নিউ ইয়র্ক
নর্থ ক্যারোলাইনা ওহাইও Oklahoma
Oregon
পেন্সিল্ভেনিয়া
|
রোড আইল্যান্ড সাউথ ক্যারোলাইনা টেনেসী
টেক্সাস
Virginia
ওয়াশিংটন উইসকনসিন |
বৈদেশিক (৫)
কানাডা
ইতালি
জাপান
- Waseda University
যুক্তরাজ্য
Remove ads
তথ্যসূত্র
বহিঃসংযোগ
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads