শীর্ষ প্রশ্ন
সময়রেখা
চ্যাট
প্রসঙ্গ

জিশান মাকসুদ

ক্রিকেটার উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ

Remove ads

জিশান মাকসুদ (জন্ম ২৪ অক্টোবর ১৯৮৭) একজন ওমানী ক্রিকেটার[] সে ২০১৪ আইসিসি বিশ্ব ক্রিকেট লীগ চতুর্থ বিভাগ প্রতিযোগিতায় খেলে।[] সে তার টুয়েন্টি২০ আন্তর্জাতিক খেলায় অভিষেক করে ওমানের হয়ে আফগানিস্তানের বিপক্ষে ২৫ জুলাই ২০১৫ তারিখে ২০১৫ আইসিসি বিশ্ব টুয়েন্টি২০ বাছাইপর্ব প্রতিযোগিতায়। [] ২০১৬ আইসিসি বিশ্ব ক্রিকেট লীগ পঞ্চম বিভাগে ৩৫০ রান নিয়ে সে ছিল উক্ত প্রতিযোগিতার সেরা রান সংগ্রহকারী।[] ২০১৬ এর অক্টোবরে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে তিন ম্যাচ সিরিজে সে তার লিস্ট এ ক্রিকেটে অভিষেক করে।[]

দ্রুত তথ্য ব্যক্তিগত তথ্য, পূর্ণ নাম ...

২০১৮ এর জানুয়ারীতে, ২০১৮ আইসিসি বিশ্ব ক্রিকেট লীগ দ্বিতীয় বিভাগ প্রতিযোগিতার জন্য ওমান দলের অধিনায়ক নিযুক্ত করা হয়।[] একই বছরের আগস্টে, তাকে ২০১৮ এশিয়া কাপ বাছাইপর্ব প্রতিযোগিতার জন্য ওমান দলের অধিনায়ক ঘোষণা করা হয়,[] এবং অক্টোবরে ২০১৮ আইসিসি বিশ্ব ক্রিকেট লীগ তৃতীয় বিভাগ প্রতিযোগিতায় ওমান দলের অধিনায়কত্ব করেন।[] ডিসেম্বরে, তাকে ২০১৮ এসিসি ইমার্জিং দল এশিয়া কাপে ওমান দলের অধিনায়ক নিযুক্ত করা হল।[]

২০১৯ এর মার্চে, নামিবিয়ায় অনুষ্ঠিত ২০১৯ আইসিসি বিশ্ব ক্রিকেট লীগ দ্বিতীয় বিভাগ প্রতিযোগিতার জন্য ওমান দলের অধিনায়ক নিযুক্ত হন।[১০] সেরা চারে অবস্থান করে ওমান প্রতিযোগিতাটি সম্পন্ন করে। ফলস্বরূপ ওমান জাতীয় দলকে একদিনের আন্তর্জাতিক (ওডিআই) মর্যাদা প্রদান করা হয়।[১১] মাকসুদ তার ওডিআই অভিষেক করে ২৭ এপ্রিল ২০১৯ প্রতিযোগিতার ফাইনাল খেলায় নামিবিয়ার বিপক্ষে। [১২]

Remove ads

তথ্যসূত্র

বহিঃসংযোগ

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads