মংগন জেলা

ভারতের সিকিম প্রদেশের একটি জেলা উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ

মংগন জেলাmap

মংগন জেলা (পূর্বনাম: উত্তর সিকিম জেলা) হল ভারতের সিকিম রাজ্যের একটি জেলা। এই জেলার সদর শহর হল মংগন। ভারতের ৬৪০টি জেলার মধ্যে এটি সপ্তম সবচেয়ে কম জনবহুল জেলা।[1]

দ্রুত তথ্য মংগন, রাজ্য ...
মংগন
জেলা
Thumb
মংগন জেলা থেকে কাঞ্চনজঙ্ঘা
Thumb
সিকিমের মানচিত্রে মংগন জেলার অবস্থান
স্থানাঙ্ক: ২৭°৩১′ উত্তর ৮৮°৩২′ পূর্ব
রাজ্যসিকিম
দেশভারত
আসনমংগন
আয়তন
  মোট৪,২২৬ বর্গকিমি (১,৬৩২ বর্গমাইল)
উচ্চতা৬১০ মিটার (২,০০০ ফুট)
জনসংখ্যা (২০১১)
  মোট৪৩,৩৫৪
  জনঘনত্ব১০/বর্গকিমি (২৭/বর্গমাইল)
সময় অঞ্চলভারতীয় সময় (ইউটিসি+০৫:৩০)
আইএসও ৩১৬৬ কোডIN-SK-NS
ওয়েবসাইটhttp://nsikkim.gov.in
বন্ধ

ভূগোল

উত্তর সিক্কিম জেলা সিকিমের চারটি জেলার মধ্যে আয়তনে সবচেয়ে বড়ো। এই জেলা পর্বতবহুল। এখানে আল্পীয় ও উত্তর তুন্দ্রা উদ্ভিজ্জ দেখা যায়। এই জেলায় অনেক জলপ্রপাতও দেখা যায়। খাড়া উপত্যকায় ধস নামার প্রবণতা দেখা যায়। পর্বতের চূড়ায় বরফ গলা এবং বৃষ্টিপাতের জন্য ধস বেশি নামে।

জেলার বেশিরভাগ মানুষ মংগনের কাছে থাকেন। মংগন সমুদ্রপৃষ্ঠ থেকে ২,০০০ ফুট (৬১০ মি) উচ্চতায় অবস্থিত। তাপমাত্রা সর্বোচ্চ ২৫° থেকে সর্বনিম্ন -৪০°-এর মধ্যে ওঠানামা করে। এই জেলায় নেপালের সীমান্তের কাছাকাছি কাঞ্চনজঙ্ঘা পর্বতশৃঙ্গটি অবস্থিত। কাঞ্চনজঙ্ঘা জাতীয় উদ্যানের অংশবিশেষ এই জেলায় অবস্থিত।

অর্থনীতি

মংগনকে বিশ্বের কার্ডামোম রাজধানী বলা হয়। এই অঞ্চলে বিভিন্ন প্রকার কার্ডামোম চাষ করা হয়।

এই অঞ্চলে কয়েকটি বিদ্যুৎ প্রকল্প থাকায় জেলাবাসীরা নিরবচ্ছিন্ন বিদ্যুতের সুবিধা ভোগ করেন। এখানকার অধিবাসীরা মূলত জলবিদ্যুৎ ব্যবহার করে থাকেন।

২০০৬ সালে পঞ্চায়েতি রাজ মন্ত্রক উত্তর সিক্কিমকে ভারতের ২৫০টি সবচেয়ে অনগ্রসর জেলার একটি হিসেবে ঘোষণা করে।[2] সিক্কিমের এই একটি জেলায় অনগ্রসর অঞ্চল অনুদান তহবিল কর্মসূচির অধীনে অনুদান পেয়ে থাকে।[2]

পর্যটন

উত্তর সিকিমের অধিকাংশ অঞ্চলে পর্যটকদের যাতায়াত নিয়ন্ত্রিত। এই সব অঞ্চল দেখতে হলে পর্যটকদের বিশেষ অনুমতি নিতে হয়। এই জেলায় যে অংশটি গণচীনের সীমান্তবর্তী, সেই অঞ্চলটিতে ভারতীয় সেনাবাহিনী সবসময় প্রহরী রাখে। যদিও প্রাকৃতিক সৌন্দর্যের জন্য অনেক পর্যটকই এখানে আসেন। আবার অনিয়ন্ত্রিত পর্যটন জেলার কোনো কোনো অংশের জৈবব্যবস্থা সংরক্ষণে বাধাও হয়ে দাঁড়াচ্ছে।[3]

প্রশাসনিক বিভাগ

Thumb
ক্রোজ হ্রদ
Thumb
ইয়ুমথাং উপত্যকা
Thumb
লাচুং মঠে গুম্পা নৃত্য
Thumb
জিরো পয়েন্টের দৃশ্য
Thumb
জিরো পয়েন্ট সিক্কিম - ভূমিকম্প পরে তোলা ছবি, নভেম্বর ২০১১
জেলার দৃশ্য

মংগন জেলা দুটি মহকুমায় বিভক্ত:[4]

আরও তথ্য নাম, সদর ...
নাম সদর গ্রামের সংখ্যা[5] অবস্থান
চুংথাংচুংথাং
Thumb
মংগনমংগন৪৬
Thumb
বন্ধ

জনপরিসংখ্যান

২০১১ সালের জনগণনা অনুসারে, মংগন জেলার জনসংখ্যা ৪৩,৩৫৪।[1] এই জনসংখ্যা লিচেনস্টেইনের প্রায় সমান।[6] জনসংখ্যার হিসেবে এটি ভারতের ৬৪০টি জেলার মধ্যে ৬৩৪তম স্থানের অধিকারী।[1] জেলার জনঘনত্ব ১০ জন প্রতি বর্গকিলোমিটার (২৬ জন/বর্গমাইল)[1] ২০০১-২০১১ সালের দশকীয় জনসংখ্যা বৃদ্ধির হার ৫.৬৬%।[1] উত্তর সিক্কিমের লিঙ্গানুপাতের হার প্রতি ১০০০ পুরুষে ৭৬৯ জন নারী।[1] জেলার সাক্ষরতার হার ৭৭.৩৯%।

এই জেলার অধিবাসীরা মূলত নেপালি বংশোদ্ভুত। লেপচাভুটিয়ারা এখানকার আঞ্চলিক জাতিগোষ্ঠী। নেপালি ভাষা জেলার প্রধান ভাষা।

পরিবহন

ঘন ঘন ধস নামে বলে এই জেলার রাস্তাঘাটের অবস্থা খুব ভাল নয়।

উদ্ভিদ ও প্রাণী

মংগন জেলায় লুপ্তপ্রায় প্রজাতির রেড পান্ডা দেখা যায়।[7] এই প্রাণীটিই সিক্কিমের রাষ্ট্রীয় পশু। ২০০০ থেকে ৪০০০ মিটার উচ্চতায় এই প্রাণী দেখা যায়। এগুলির উচ্চতা হয় প্রায় ২ ফুটের মতো।

১৯৭৭ সালে মংগন জেলায় কাঞ্চনজঙ্ঘা জাতীয় উদ্যান গঠিত হয়। এই জাতীয় উদ্যানের আয়তন ১,৭৮৪ কিমি (৬৮৮.৮ মা)[8] এই জাতীয় উদ্যানের একটি অংশ পশ্চিম সিক্কিম জেলায় অবস্থিত। এছাড়া ১৯৮৪ সালে গঠিত শিংবা বন্যপ্রাণী অভয়ারণ্যও এই জেলায় অবস্থিত। এই অভয়ারণ্যের আয়তন ৪৩ কিমি (১৬.৬ মা).[8]

তথ্যসূত্র

বহিঃসংযোগ

Wikiwand in your browser!

Seamless Wikipedia browsing. On steroids.

Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.

Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.