কুংফু পান্ডা (ইংরেজি: Kung Fu Panda) হচ্ছে ২০০৮ সালে নির্মিত একটি মার্কিন কমেডি চলচ্চিত্র। জন স্টিভেনসন ও মার্ক অসবোর্ন এটির পরিচালক। ছবিটির নির্বাহী প্রযোজক ছিলেন মেলিসা কব ও জ্যাক ব্ল্যাক। এছাড়া এটির প্রযোজনা প্রতিষ্ঠান ছিলো ড্রিমওয়ার্কস অ্যানিমেশন। ছবিটির কাজ হয় ড্রিমওয়ার্কসের স্টুডিও ক্যালিফোর্নিয়ার গ্লেন্ডালে, এবং বিপণনে ছিলো প্যারামাউন্ট পিকচার্স। ছবিটির শ্রেষ্ঠাংশে অভিনয় করেন জ্যাক ব্ল্যাক (পান্ডা বা পো), ডাস্টিন হফম্যান, অ্যাঞ্জেলিনা জোলি, ইয়ান ম্যাকশেন, লুসি লিউ, সেথ রজেন, ডেভিড ক্রস, র‌্যান্ডাল ডাক কিম, জেমস হং, এবং জ্যাকি চ্যান। ছবিটির চিত্রপট ছিলো প্রাচীণ চীনে, এবং কাহিনীটি হচ্ছে একটি পান্ডার যে কি না কুংফু ওস্তাদ হতে ইচ্ছুক।

দ্রুত তথ্য কুংফু পান্ডা, পরিচালক ...
কুংফু পান্ডা
Thumb
পরিচালকমার্ক অসবোর্ন
জন স্টিভেনসন
প্রযোজকমেলিসা কব
রচয়িতাজোনাথন এইবেল
গ্লেন বার্গার
শ্রেষ্ঠাংশেজ্যাক ব্ল্যাক
ডাস্টিন হফম্যান
অ্যাঞ্জেলিনা জোলি
ইয়ান ম্যাকশেন
জ্যাকি চ্যান
সেথ রজেন
লুসি লিউ
র‍্যান্ডাল ডাক কিম
ডেভিড ক্রস
জেমস্ হং
সুরকারহ্যান্স জিমার
জন পাওয়েল
চিত্রগ্রাহকইয়ং ডাক ঝুন
সম্পাদকক্লেয়ার ডি শেনু
প্রযোজনা
কোম্পানি
পরিবেশকপ্যারামাউন্ট পিকচার্স
মুক্তি৬ জুন ২০০৮
স্থিতিকাল৯২ মিনিট
দেশমার্কিন যুক্তরাষ্ট্র
ভাষাইংরেজি
নির্মাণব্যয়৯১০ কোটি টাকা[1]
আয়$৬৩,৫২,৬০,৬৮৬[1]
বন্ধ

যদিও কুংফু পান্ডা চলচ্চিত্রটি ধারণা তৈরি হয় ১৯৯৩ সালে, কিন্তু ২০০৪-এর আগে কাজ শুরু হয় নি।[2] এই চলচ্চিত্রটির আইডিয়া আসে মাইকেল লরেন্সের কাছ থেকে,[3] এবং তিনি ছিলেন ড্রিমওয়ার্কস অ্যানিমেশনের একজন নির্বাহী কর্মকর্তা।

ধারাবাহিক পর্ব

কুংফু পান্ডা-এর ধারাবাহিক কুংফু পান্ডা: দ্য ক্যাবুম অফ ডুম (Kung Fu Panda: The Kaboom of Doom)-এর চলচ্চিত্র ধারণের বর্তমানে চলছে, এবং ৩ জুন, ২০১১-এ এটির মুক্তি পাবে বলে প্রযোজনা সংস্থা থেকে বলা হয়েছে।[4] এটি ত্রিমাত্রিক ডাইমেনশন বা থ্রি-ডি-এ চিত্রায়ণ করা হচ্ছে এবং এটির পরিচালনায় আছে জেনিফার উহ নেলসেন। চলচ্চিত্রে আগের শিল্পীরাই কাজ করছেন। অতিরিক্ত হিসেবে নতুন একজন খলনায়কের উপস্থিতি সম্পর্কে জানা গেছে, যে কি না একটি বিচিত্র অস্ত্রের অধিকারী, এবং শুধুমাত্র কুংফু দিয়ে তাকে মোকাবেলা করা কষ্টকর।[5]

তথ্যসূত্র

বহিঃসংযোগ

Wikiwand in your browser!

Seamless Wikipedia browsing. On steroids.

Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.

Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.