গাজা ভূখণ্ড

মিশর এবং ইসরাইলের মধ্যে অবস্থিত ফিলিস্তিনের স্বশাসিত ভূখণ্ড উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ

গাজা ভূখণ্ডmap

গাজা ভূখণ্ড বা গাজা উপত্যকা ( আরবি: قطاع غزة, প্রতিবর্ণীকৃত: ক্বিত্বাউ` গ়াজ়্‌জ়া; হিব্রু ভাষায়: רצועת עזה ) হলো ভূমধ্যসাগরের তীরে অবস্থিত একটি স্ব-শাসিত ফিলিস্তিনি অঞ্চল[2][3][4][5][6][7] অঞ্চলটির প্রায় ৩২০ বর্গকিলোমিটার এলাকায় রয়েছে চারটি শহর, আটটি ফিলিস্তিনী শরনার্থী শিবির ও এগারোটি গ্রাম। প্রায় ১২ লাখ ফিলিস্তিনী ও ১৭,০০০ হাজার নতুন ইসরায়েলী বসতিস্থাপনকারী এতে বসবাস করে। গাজা ভূখণ্ডের পশ্চিমে রয়েছে ভূমধ্যসাগর, দক্ষিণ–পশ্চিমে রয়েছে মিশর এবং উত্তর, পূর্ব ও দক্ষিণ-পূর্বে রয়েছে ইস্রায়েল

দ্রুত তথ্য গাজা ভূখণ্ড قطاع غزة (Qiṭāʿ Ġazza), বৃহত্তম নগরী ...
গাজা ভূখণ্ড

قطاع غزة (Qiṭāʿ Ġazza)
Thumb
Thumb
বৃহত্তম নগরীগাজা
সরকারি ভাষাআরবি
ধর্ম
ইসলাম
জাতীয়তাসূচক বিশেষণফিলিস্তিনি
সরকার
ইসমাইল হানিয়াহ্ִ
Organized 
সেপ্টেম্বর ১৩, ১৯৯৩ অসলো চুক্তি
 Signed
পিএ ১৯৯৪ সালের মে মাসে আংশিক নিয়ন্ত্রণ গ্রহণ করে; সেপ্টেম্বর ২০০৫ সম্পূর্ণ নিয়ন্ত্রণ; হামাস ২০০৭ সাল থেকে নিয়ন্ত্রণ (ইজরায়েল আকাশসীমা, অ-মিশরীয় স্থল সীমান্ত এবং অফশোর সামুদ্রিক প্রবেশাধিকার নিয়ন্ত্রণ বজায় রেখেছে যখন মিশর তার স্থল সীমান্ত অংশ নিয়ন্ত্রণ করে)
আয়তন
 মোট
৩৬০ কিমি (১৪০ মা) (১৬৯তম)
জনসংখ্যা
 ২০২০ আনুমানিক
২,০৪৭,৯৬৯ জন[1]
 ঘনত্ব
৫,০৪৬/কিমি (১৩,০৬৯.১/বর্গমাইল) (৬ষ্ঠ)
জিডিপি (পিপিপি)২০০৯ আনুমানিক
 মোট
$৭৭০ মিলিয়ন (১৬০ তম)
 মাথাপিছু
$৩,১০০ (১৬৪ তম)
মুদ্রামিশরীয় পাউন্ড (দে ফ্যাক্তো)
ইসরায়েলি শেকেল (ILS)
সময় অঞ্চলইউটিসি+2
 গ্রীষ্মকালীন (ডিএসটি)
ইউটিসি+3
কলিং কোড+৯৭০
ইন্টারনেট টিএলডি.ps, فلسطين.
বন্ধ

যদিও জাতিসংঘে এবং আন্তর্জাতিক ক্ষেত্রে গাজা ভূখণ্ডের স্বাধীনতা পুরোপুরি স্বীকৃত নয়, এই অঞ্চলটি ইতমধ্যে ফিলিস্তিনী হামাস সরকারের শাসনে পড়ে। গাজা ভূখণ্ডের পূর্ব সীমান্ত ইসরায়েলের দখলে, এবং সিনাই মরুভূমিস্থ দক্ষিণ সীমান্ত মিশরের দখলে রয়েছে। ১৯৪৮ সাল হতে ১৯৬৭ পর্যন্ত পুরো ভূখণ্ড মিশরের দখলে ছিল।

Thumb
ডাউনটাউন গাজ়া, ২০১২

১৯৬৭ সালের আরব-ইসরায়েলী যুদ্ধে ইসরায়েল এ ভূখণ্ড দখল করে নেয়, যা এখনও ইসরায়েলের দখলে রয়েছে ।[8]

ইতিহাস

ব্রিটিশ উপনিবেশের পূর্বে গাজা উসমানীয় সাম্রাজ্যের অধীনে ছিল। এরপর ব্রিটিশ (১৯১৮–১৯৪৮) ও মিশরীয় শাসন (১৯৪৮–১৯৬৭) শেষে এটি ইসরায়েলের অধীনে আসে। ১৯৯৩ সালের অসলো চুক্তি অনুসারে ইসরাইল ফিলিস্তিনি জাতীয় কর্তৃপক্ষকে স্বীকৃতি দেয়, যারা গাজায় সীমিত পরিসরে স্ব-শাসন প্রতিষ্ঠা করে। ২০০৭ সাল থেকে অঞ্চলটির শাসনকার্য কার্যত হামাস কর্তৃক পরিচালিত হচ্ছে, যারা নিজেদের ফিলিস্তিনি জাতীয় কর্তৃপক্ষ ও ফিলিস্তিনি জনগণের প্রতিনিধি দাবি করে।

তথ্যসূত্র

Wikiwand in your browser!

Seamless Wikipedia browsing. On steroids.

Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.

Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.