ধারাবাহিক, মিনি ধারাবাহিক, বা টেলিচলচ্চিত্রে সেরা পার্শ্ব অভিনেত্রী বিভাগে গোল্ডেন গ্লোব পুরস্কার হচ্ছে একটি বার্ষিক টেলিভিশন পুরস্কার। হলিউড ফরেন প্রেস অ্যাসোসিয়েশন প্রতি বছর এই পুরস্কার প্রদান করে আসছে। এই পুরস্কারটি টেলিভিশন ধারাবাহিক, মিনি ধারাবাহিক, বা টেলিচলচ্চিত্রে কোন বছরে পার্শ্ব চরিত্রে সেরা অভিনয়ের স্বীকৃতি হিসেবে প্রদান করা হয়। ২৮তম গোল্ডেন গ্লোব পুরস্কার আয়োজনে প্রথমবার এই পুরস্কার প্রদান করা হয় এবং ১৯৭১ সালের ৫ই ফেব্রুয়ারি প্রদত্ত এই পুরস্কারে ম্যানিক্স-এ অভিনয়ের জন্য গেইল ফিশার সর্বপ্রথম এই পুরস্কার লাভ করেন। ১৯৮০ সালের পূর্বে এটি সেরা পার্শ্ব অভিনেত্রী - টেলিভিশন ধারাবাহিক নামে প্রদান করা হত।

দ্রুত তথ্য গোল্ডেন গ্লোব পুরস্কার (সেরা পার্শ্ব অভিনেত্রী - ধারবাহিক, মিনি ধারাবাহিক, বা টেলিচলচ্চিত্র), বিবরণ ...
গোল্ডেন গ্লোব পুরস্কার (সেরা পার্শ্ব অভিনেত্রী - ধারবাহিক, মিনি ধারাবাহিক, বা টেলিচলচ্চিত্র)
Thumb
বিবরণটেলিভিশন ধারাবাহিক, মিনি ধারাবাহিক, বা টেলিচলচ্চিত্রে কোন বছরে পার্শ্ব চরিত্রে সেরা অভিনয়ের স্বীকৃতি
দেশমার্কিন যুক্তরাষ্ট্র
পুরস্কারদাতাহলিউড ফরেন প্রেস অ্যাসোসিয়েশন
প্রথম পুরস্কৃত৫ ফেব্রুয়ারি ১৯৭১
বর্তমানে আধৃতপ্যাট্রিশিয়া ক্লার্কসন
(শার্প অবজেক্টস (২০১৮)-এর জন্য)
ওয়েবসাইটgoldenglobes.org
বন্ধ

বিজয়ী ও মনোনীতদের তালিকা

গেইল ফিশার এই বিভাগের প্রথম বিজয়ী, এরপর তিনি আরও দুটি মনোনয়ন পেয়েছিলেন।
অ্যাঞ্জেলিনা জোলি জর্জ ওয়ালেস (১৯৯৭)-এর জন্য এই পুরস্কার লাভ করেন।
ভানেসা রেডগ্রেভ ইফ দিজ ওয়ালস কুড টক ২ (২০০০)-এর জন্য এই পুরস্কার লাভ করেন।
কিম কাট্র্যাল সেক্স অ্যান্ড দ্য সিটি (২০০২)-এর জন্য এই পুরস্কার লাভ করেন।
জেসিকা ল্যাং আমেরিকান হরর স্টোরি: মার্ডার হাউজ (২০১১)-এর জন্য এই পুরস্কার লাভ করেন।

সেরা পার্শ্ব অভিনেত্রী - টেলিভিশন ধারাবাহিক

১৯৭০-এর দশক

আরও তথ্য বছর, অভিনেত্রী ...
বছর অভিনেত্রী ভূমিকা অনুষ্ঠান চ্যানেল সূত্র
১৯৭০ গেইল ফিশার পেগি ফেয়ার ম্যানিক্স সিবিএস
ক্যারেন ভ্যালেন্টাইন রুম ২২২ এবিসি
মিয়োশি উমেকি দ্য কোর্টশিপ অফ এডি'স ফাদার
লেসলি অ্যান ওয়ারেন মিশন: ইম্পসিবল সিবিএস
সু অ্যান ল্যাঙ্গডন আর্নি
বন্ধ

সেরা পার্শ্ব অভিনেত্রী - ধারবাহিক, মিনি ধারাবাহিক বা টেলিচলচ্চিত্র

১৯৮০-এর দশক

আরও তথ্য বছর, অভিনেত্রী ...
বছর অভিনেত্রী ভূমিকা অনুষ্ঠান চ্যানেল সূত্র
১৯৮০ ভালেরি বারতিনেল্লি বারবারা কুপার ওয়ান ডে অ্যাট আ টাইম সিবিএস [1]
ডায়ান ল্যাড ইজাবেল ডুপ্রি অ্যালিস
১৯৮১ ভালেরি বারতিনেল্লি বারবারা কুপার ওয়ান ডে অ্যাট আ টাইম সিবিএস [2]
১৯৮২ শেলি লং ডায়ান চ্যাম্বার্স চিয়ার্স এনবিসি [3]
১৯৮৩ বারবারা স্ট্যানউইক ম্যারি কারসন দ্য থর্ন বার্ডস এবিসি [4]
১৯৮৪ ফেই ডানাওয়ে মদ চার্তেরিস অ্যালিস আইল্যান্ড সিবিএস [5]
১৯৮৫ সিলভিয়া সিডনি বিয়াত্রিস ম্যাকেনা অ্যান আর্লি ফ্রস্ট এনবিসি [6]
১৯৮৬ অলিভিয়া ডা হ্যাভিলন্ড ডোয়াগের এম্প্রেস মারিয়া আনাস্তাসিয়া: দ্য মিস্ট্রি অব অ্যানা এনবিসি [7]
১৯৮৭ ক্লডেট কোলবার্ট অ্যালিস গ্রিনভিল দ্য টু মিসেস গ্রিনভিল এনবিসি [8]
১৯৮৮ ক্যাথরিন হেলমন্ড মোনা রবিনসন হুজ দ্য বেস্ট এবিসি [9]
১৯৮৯ অ্যামি ম্যাডিগান সারা ওয়েডিংটন রো ভার্সাস ওয়েড এনবিসি [10]
বন্ধ

২০০০-এর দশক

আরও তথ্য বছর, অভিনেত্রী ...
বছর অভিনেত্রী ভূমিকা অনুষ্ঠান চ্যানেল সূত্র
২০০০ ভানেসা রেডগ্রেভ এডিথ ট্রি ইফ দ্য ওয়ালস কুড টক এইচবিও [11]
২০০১ রেচেল গ্রিফিথস ব্রেন্ডা সেনোউইথ সিক্স ফিট আন্ডার এইচবিও [12]
২০০২ কিম কাট্র্যাল সামান্থা জোন্স সেক্স অ্যান্ড দ্য সিটি এইচবিও [13]
২০০৩ ম্যারি-লুইস পার্কার হার্পার পিট অ্যাঞ্জেল্‌স ইন আমেরিকান এইচবিও [14]
২০০৪ অ্যাঞ্জেলিকা হিউস্টন ক্যারি চ্যাপম্যান ক্যাট আয়রন জয়ড অ্যাঞ্জেল্‌স এইচবিও [15]
২০০৫ সান্ড্রা ও ডক্টর ক্রিস্টিনা ইয়াং গ্রেস অ্যানাটমি এবিসি [16]
২০০৬ এমিলি ব্লান্ট নাতাশা ওয়ার্নার গিডন্স ডটার বিবিসি আমেরিকা [17]
২০০৭ সামান্থা মর্টন মিরা হিন্ডলি লংফোর্ড এইচবিও [18]
২০০৮ লরা ডার্ন ক্যাথরিন হ্যারিস রিকাউন্ট এইচবিও [19]
২০০৯ ক্লোই সেভাইনি নিকোলেট "নিকি" গ্র্যান্ট বিগ লাভ এইচবিও [20]
বন্ধ

২০১০-এর দশক

আরও তথ্য বছর, অভিনেত্রী ...
বছর অভিনেত্রী ভূমিকা অনুষ্ঠান চ্যানেল সূত্র
২০১০ জেন লিঞ্চ সু সিলভেস্টার গ্লি ফক্স [21]
২০১১ জেসিকা ল্যাং কনস্ট্যান্স ল্যাংডন আমেরিকান হরর স্টোরি: মার্ডার হাউজ এফএক্স [22]
২০১২ ম্যাগি স্মিথ ভায়োলেট ক্রলি,
গ্র্যান্থামের ডোয়াগের কাউন্টেস
ডাউনটাউন অ্যাবি পিবিএস [23]
২০১৩ জ্যাকলিন বিসেট লেডি লাভোনিয়া ড্যান্সিং অন দি এজ স্টারজ [24]
২০১৪ জোয়ান ফ্রোগ্যাট অ্যামি বেট্‌স ডাউনটাউন অ্যাবি পিবিএস [25]
২০১৫ মরা টায়ার্নি হেলেন সোলোওয়ে দি অ্যাফেয়ার শোটাইম [26]
২০১৬ অলিভিয়া কলম্যান অ্যাঞ্জেলা বার দ্য নাইট ম্যানেজার এএমসি [27]
২০১৭ লরা ডার্ন রেনেটা ক্লিন বিগ লিটল লাইজ এইচবিও [28]
২০১৮ প্যাট্রিশিয়া ক্লার্কসন অ্যাডোরা ক্রেলিন শার্প অবজেক্টস এইচবিও [29]
বন্ধ

২০২০-এর দশক

আরও তথ্য বছর, অভিনেত্রী ...
বছর অভিনেত্রী ভূমিকা অনুষ্ঠান চ্যানেল সূত্র
২০২০
(৭৮তম)
অ্যানি মার্ফি অ্যালেক্সিস রোজ শিট্‌স ক্রিক পপ টিভি [30]
জিলিয়ান অ্যান্ডারসন মার্গারেট থ্যাচার দ্য ক্রাউন নেটফ্লিক্স
জুলিয়া গার্নার রুথ ল্যাংমোর ওজার্ক
সিনথিয়া নিক্সন গুয়েন্ডোলিন ব্রিগস র‍্যাচেড
হেলেনা বোনাম কার্টার প্রিন্সেস মার্গারেট দ্য ক্রাউন
বন্ধ

আরও দেখুন

তথ্যসূত্র

Wikiwand in your browser!

Seamless Wikipedia browsing. On steroids.

Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.

Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.