স্যার টিমোথি জন "টিম" বার্নার্স-লি (ইংরেজি: Tim Berners-Lee; জন্ম: ৮ জুন ১৯৫৫; টিমবিএল নামেও যিনি পরিচিত) পেশায় একজন ব্রিটিশ পদার্থবিদ, কম্পিউটার বিজ্ঞানী, এমআইটি অধ্যাপক, এবং ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবের জনক এবং ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব কনসোর্টিয়ামের পরিচালক। তিনি ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা।

দ্রুত তথ্য স্যার টিম বার্নার্স-লি, জন্ম ...
স্যার টিম বার্নার্স-লি
Thumb
Berners-Lee in 2012
জন্ম
টিমোথি জন বার্নার্স-লি

(1955-06-08) ৮ জুন ১৯৫৫ (বয়স ৬৯)[1]
জাতীয়তাব্রিটিশ
মাতৃশিক্ষায়তনকুইন্স কলেজ, অক্সফোর্ড
পেশাকম্পিউটার বিজ্ঞানী
নিয়োগকারী
পরিচিতির কারণ
উপাধিঅধ্যাপক
সঙ্গীRosemary Leith
পিতা-মাতা
  • Conway Berners-Lee
  • Mary Lee Woods
পুরস্কার
ওয়েবসাইটwww.w3.org/People/Berners-Lee
বন্ধ

শিক্ষাজীবন

টিম বার্নার্স-লি শিন মাউন্ট প্রাইমারী স্কুলে ভর্তি হন এবং পরবর্ত্তীকালে দক্ষিণ-পশ্চিম লন্ডনের এমানুয়েল স্কুলে ১৯৬৯ থেকে ১৯৭৩ সাল পর্যন্ত শিক্ষাগ্রহণ করেন।[1] এরপর তিনি ১৯৭৩ থেকে ১৯৭৬ সাল পর্যন্ত অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে পদার্থবিজ্ঞানে পড়াশোনা করেন এবং তিনি সেখানে প্রথম শ্রেণী অর্জন করেন।

কর্মজীবন

টিম বার্নার্স-লি সার্ন এ ১৯৮০ সালের জুন থেকে ডিসেম্বর পর্যন্ত কর্মরত ছিলেন। ১৯৮৪ সালে তিনি পুনরায় সার্ন এ যোগদান করেন। তিনি ১৯৮৯ সালে ওয়েবের ধারণা দেন৷ তখন তিনি সিইআরএন ল্যাবে সফটওয়্যার প্রকৌশলী হিসেবে কর্মরত ছিলেন। সিইআরএন ল্যাব হচ্ছে বৈজ্ঞানিক গবেষণাগার, যেখানে বৈজ্ঞানিক লব্ধ ফলাফলের জন্য যে ডেটাবেজ ব্যবহার করা হতো। তার লক্ষ ছিল কীভাবে একটি কম্পিউটারে তথ্য রেখে তা অন্য কম্পিউটার থেকে একসেস করা যায়।এই ধারণা থেকেই ওয়েবের উদ্ভব। তিনি তখন একটি পূর্ণাঙ্গ ওয়েবসাইট তৈরি করেন৷ বর্তমানে তিনি ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব কনসোর্টিয়াম ডিরেক্টর পদে অধিষ্ঠিত এবং পরবর্তী কালে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেন।

সম্মাননা

সম্মাননা

  • অর্ডার অব মেরিট
  • নাইট কমান্ডার অব দ্য ব্রিটিশ এম্পায়ার
  • ফেলো অব দ্য রয়েল সোসাইটি
  • ফেলো অব দ্য রয়েল একাডেমী অব ইঞ্জিনিয়ারিং
  • ফেলো অব দ্য রয়েল সোসাইটি অব আর্টস

তথ্যসূত্র

Wikiwand in your browser!

Seamless Wikipedia browsing. On steroids.

Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.

Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.