২০০৮ অলিম্পিক গেমসে পুরুষদের হাতুড়ি ছোঁড়া প্রতিযোগিতা আগস্টের ১৫ (যোগ্যতানির্ণায়ক পর্ব) ও ১৭ (ফাইনাল) তারিখে অনুষ্ঠিত হয় বেইজিং ন্যাশনাল স্টেডিয়ামে[2]

দ্রুত তথ্য XXIX অলিম্পিয়াড খেলায় পুরুষদের হাতুড়ি ছোঁড়া, স্থান ...
XXIX অলিম্পিয়াড খেলায়
পুরুষদের হাতুড়ি ছোঁড়া
স্থানবেইজিং ন্যাশনাল স্টেডিয়াম
তারিখ১৫ই আগস্ট ২০০৮ (যোগ্যতানির্ণায়কপর্ব)
১৭ই আগস্ট ২০০৮ (ফাইনাল)
প্রতিযোগী২৬টি দেশের ৩৩ জন প্রতিযোগী
জয়ের দূরত্ব৮২.০২
পদকবিজয়ী
১ প্রিমোজ কজমাস  স্লোভেনিয়া
২ ভাদিম দেভ্যাতোভস্কি[1]  বেলারুশ
৩ ইভান সিখান[1]  বেলারুশ
 ২০০৪
২০১২ 
বন্ধ
দ্রুত তথ্য ২০০৮ গ্রীষ্মকালীন অলিম্পিকে দৌড়বাজী, ট্র্যাক বিভাগ ...
২০০৮ গ্রীষ্মকালীন অলিম্পিকে দৌড়বাজী
ট্র্যাক বিভাগ
১০০ মিটার   পুরুষ   মহিলা
২০০ মিটার পুরুষ মহিলা
৪০০ মিটার পুরুষ মহিলা
৮০০ মিটার পুরুষ মহিলা
১৫০০ মিটার পুরুষ মহিলা
৫০০০ মিটার পুরুষ মহিলা
১০০০০ মিটার পুরুষ মহিলা
১০০ মিটার
বাধাদৌড়
মহিলা
১১০ মিটার
বাধাদৌড়
পুরুষ
৪০০ মিটার বাধাদৌড় পুরুষ মহিলা
৩০০০ মিটার
স্টিপলচেজ
পুরুষ মহিলা
৪ x ১০০ মিটার রিলে পুরুষ মহিলা
৪ x ৪০০ মিটার রিলে পুরুষ মহিলা
রোড বিভাগ
ম্যারাথন পুরুষ মহিলা
২০ কিমি হাঁটা পুরুষ মহিলা
৫০কিমি হাঁটা পুরুষ
ফিল্ড বিভাগ
লং জাম্প পুরুষ মহিলা
ট্রিপল জাম্প পুরুষ মহিলা
হাই জাম্প পুরুষ মহিলা
পোল ভল্ট পুরুষ মহিলা
শট পাট পুরুষ মহিলা
ডিসকাস থ্রো পুরুষ মহিলা
বর্শা নিক্ষেপ পুরুষ মহিলা
হাতুড়ি ছোঁড়া পুরুষ মহিলা
সম্মিলিত বিভাগ
হেপ্টাথলন মহিলা
ডেকাথলন পুরুষ
বন্ধ

যোগ্যতানির্ণায়ক মাপকাঠি ছিল ৭৮.৫০ মিটার (২৫৭.৫ ফু)(A মান) এবং ৭৪.০০ মিটার (২৪২.৭৮ ফু) (B মান)।[3]

প্রতিযোগিতার সময় বেলারুসের ভাদিম দেভ্যাতোভস্কি ও ইভান সিখান যথাক্রমে রূপো ও ব্রোঞ্জ পদক লাভ করলেও ডোপ টেস্টে রক্তে অস্বাভাবিক মাত্রায় টেস্টোস্টেরন পাওয়া যাওয়ায় ২০০৮ সালের ডিসেম্বর মাসে তাদের এই পদক কেড়ে নেওয়া হয়। পরিবর্তে এই পদক দুটি দেওয়া হয় যথাক্রমে হাঙ্গেরির ক্রিশ্চিয়ান পার্স ও জাপানের কোজি মুরোফুশিকে। সিখান পরে ঘোষণা করেন যে তিনি দেভ্যাতোভস্কির সাথে যুগ্ম ভাবে আইওসির সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করার পরিকল্পনা করছেন।[1] শেষ পর্যন্ত ২০১০-এর জুনে ক্রীড়া সালিশি আদালত (Court of Arbitration for Sport) সিদ্ধান্তে আসে চীনা মেডিক্যাল ল্যাবের ভুল হয়েছিল। সুতরাং ঐ দুই বেলারুশিয়ানের পদক ফিরিয়ে দেওয়ার আদেশ দেওয়া হয়।[4]

সময়তালিকা

সমস্ত সময় চীন প্রমাণ সময় (UTC+8)

আরও তথ্য তারিখ, সময় ...
তারিখ সময় রাউন্ড
শুক্রবার, ১৫ই আগস্ট ২০০৮১০:৪০যোগ্যতানির্ণায়ক পর্ব
রবিবার, ১৭ই আগস্ট ২০০৮১৯:১০ফাইনাল
বন্ধ

রেকর্ড

এই প্রতিযোগিতার আগে বিশ্ব ও অলিম্পিক রেকর্ড নিচে দেওয়া হল।

বিশ্ব রেকর্ডসোভিয়েত ইউনিয়ন য়ুরি সেডিখ (URS)৮৬.৭৪ মিটারস্টুটগার্ট, জার্মানি৩০শে আগস্ট ১৯৮৬
অলিম্পিক রেকর্ড সের্গেই লিটভিনভ (URS)৮৪.৮০ মিটারসিওল, দক্ষিণ কোরিয়া২৬শে সেপ্টেম্বর ১৯৮৮

এই অলিম্পিকে কোনো নতুন বিশ্ব বা অলিম্পিক রেকর্ড সৃষ্টি হয়নি।

ফলাফল

যোগ্যতানির্ণায়ক পর্ব

ন্যূনতম যোগ্যতার মাপকাঠি: ন্যূনতম ৭৮.০০ মিটার (Q) বা সেরা ১২জন (q) ফাইনালে যাবে।

আরও তথ্য ক্রম, গ্রুপ ...
ক্রমগ্রুপপ্রতিযোগীরাষ্ট্র#১#২#৩ফলাফলটিকা
Aক্রিশ্চিয়ান পার্স হাঙ্গেরি x৮০.০৭৮০.০৭Q
Bজিমোন জিওলকোস্কি পোল্যান্ড ৭৯.৫৫৭৯.৫৫Q, SB
Bপ্রিমোজ কজমাস স্লোভেনিয়া ৭৯.৪৪৭৯.৪৪Q
Bইভান সিখান বেলারুশ ৭৯.২৬৭৯.২৬Q
Aকোজি মুরোফুশি জাপান ৭৮.১৬৭৮.১৬Q
Aমার্কাস এসার জার্মানি x৭৭.০০৭৭.৬০৭৭.৬০q
Aআন্দ্রাস হ্যাকলিটস ক্রোয়েশিয়া ৭৪.২৭৭৭.১২৭৬.২৩৭৭.১২q
Bওলি-পেক্কা কার্জালেইনেন ফিনল্যান্ড ৭৫.৪৯x৭৭.০৭৭৭.০৭q
Bভাদিম দেভ্যাতোভস্কি বেলারুশ ৭৩.৩৯৭৬.৫৬৭৬.৯৫৭৬.৯৫q
১০Bলিবর শারফ্রেইট্যাগ স্লোভাকিয়া ৭৬.০৩x৭৬.৬১৭৬.৬১q
১১Bজেমস স্টেসি কানাডা ৭৬.৩২x৭৫.০১৭৬.৩২q
১২Aদিলশদ নাজারভ তাজিকিস্তান ৭৪.৬৭৭৫.৩৪৭২.৪৭৭৫.৩৪q
১৩Bনিকোলা ভিজ্জোনি ইতালি ৭২.৮২x৭৫.০১৭৫.০১
১৪Aইয়েভেন ভিনোরাডভ ইউক্রেন ৭৩.৪১৭৪.৪৯x৭৪.৪৯
১৫Bআর্টেম রুবাঙ্কো ইউক্রেন ৭৪.৪৭৭৩.৮৯x৭৪.৪৭
১৬Bএসরেফ আপাক তুরস্ক x৭৪.৪৫x৭৪.৪৫
১৭Aভ্যালেরি ভিয়াতোখা বেলারুশ ৭৪.৪১xx৭৪.৪১
১৮Aআলেক্সান্দ্রোস পাপাদিমিত্রিউ গ্রিস x৭৪.৩৩৭৩.৮৩৭৪.৩৩
১৯Aইগর্স সোকোলভস লাতভিয়া ৭৩.৭২৭১.৫০x৭৩.৭২
২০Bআলি আল-জিঙ্কাউয়ি কুয়েত x৭৩.৬২x৭৩.৬২
২১Aকিরিল ইকোনিকভ রাশিয়া x৭২.০৪৭২.৩৩৭২.৩৩
২২Bইগর ভিনিশেঙ্কো রাশিয়া x৭২.০৫x৭২.০৫
২৩Aমিলোস্লাভ কোনোপকা স্লোভাকিয়া ৭১.৭৬৭১.৯৬x৭১.৯৬
২৪Aইহর টুহায় ইউক্রেন ৭১.৮৯x৭০.৫৬৭১.৮৯
২৫Aবের্গুর ইঙ্গি পিটারসন আইসল্যান্ড ৬৯.৭৩x৭১.৬৩৭১.৬৩
২৬Bরোমান রোজনা মলদোভা ৭১.৩৩৬৯.৯৯৭০.২৩৭১.৩৩
২৭Bএ. জি. ক্রুগার মার্কিন যুক্তরাষ্ট্র ৭০.৫৮৭১.২১x৭১.২১
২৮Bডোরিয়ান কোলাকু আলবেনিয়া ৬৯.১৪৬৯.৮৪৭০.৯৮৭০.৯৮
২৯Aলুকাস মেলিচ চেক প্রজাতন্ত্র ৬৯.৩১৭০.৫৬৬৯.০৩৭০.৫৬
৩০Bহুয়ান ইগনাসিও সেরা আর্জেন্টিনা x৭০.১৬x৭০.১৬
Aমোহসেন এল আনানি মিশরxxxNM
Bআমানমুরাদ হোমাডভ তুর্কমেনিস্তানxxxNM
Aমার্কো লিঙ্গুয়া ইতালিxxxNM
বন্ধ
AR অঞ্চলভিত্তিক রেকর্ড | CR চ্যাম্পিয়নশিপ রেকর্ড | GR গেমস রেকর্ড | NR জাতীয় রেকর্ড | OR অলিম্পিক রেকর্ড | PB ব্যক্তিগত সেরা | SB মৌসুম সেরা | WL সেই মৌসুমে বিশ্বে অগ্রণী
DNS = শুরু করতে পারেননি | DQ = অযোগ্য | NM = কোনো স্থান পাননি (অর্থাৎ কোনো স্বীকৃত ফলাফল নেই) | Q = হিটে নির্দিষ্ট স্থানের ভিত্তিতে যোগ্যতাঅর্জনকারী | q = হিটে সামগ্রিক ভিত্তিতে যোগ্যতাঅর্জনকারী

ফাইনাল

আগস্টের ১৭ তারিখ ফাইনাল অনুষ্ঠিত হয়। তিন রাউন্ডের পর ক্রমানুসারে প্রথম আটজন ফাইনালের জন্য নির্বাচিত হন; সেখানে আরও তিন বার ছুঁড়ে তারা পদকের দাবীদার নির্ধারণ করেন।

আরও তথ্য ক্রম, প্রতিযোগী ...
ক্রমপ্রতিযোগীরাষ্ট্রফলাফলটিকা
১প্রিমোজ কজমাস স্লোভেনিয়া৮০.৭৫৮২.০২৮০.৭৯৮০.৬৪৮০.৯৮৮০.৮৫৮২.০২SB
২ভাদিম দেভ্যাতোভস্কি বেলারুশ৭৯.০০৮১.৬১xx৮০.৮৬x৮১.৬১[1]
৩ইভান সিখান বেলারুশ৭৮.৪৯৮০.৫৬৭৯.৫৯৭৮.৮৯৮১.৫১৮০.৮৭৮১.৫১[1]
ক্রিশ্চিয়ান পার্স হাঙ্গেরি৭৮.০৫৮০.৯৬x৮০.১৬৮০.১১৭৯.৮৩৮০.৯৬
কোজি মুরোফুশি জাপান৭৯.৪৭৮০.৭১৭৯.৯৪৭৭.৯৬৭৮.২২৭৭.২৬৮০.৭১
ওলি-পেক্কা কার্জালেইনেন ফিনল্যান্ড৭৭.৯২৭৯.৫৯৭৮.৯৯x৭৮.৮৮x৭৯.৫৯SB
জিমোন জিওলকোস্কি পোল্যান্ড৭৫.৯২৭৯.২২৭৯.০৭৭৯.০৪৭৬.১৬x৭৯.২২
লিবর শারফ্রেইট্যাগ স্লোভাকিয়াx৭৭.৬২৭৬.৮৩৭৭.২৬৭৮.৬৫x৭৮.৬৫
মার্কাস এসার জার্মানি৭৪.৫৬x৭৭.১০৭৭.১০
১০আন্দ্রাস হ্যাকলিটস ক্রোয়েশিয়াx৭৫.৭৮৭৬.৫৮৭৬.৫৮
১১দিলশদ নাজারভ তাজিকিস্তান৭২.৯৭৭৬.৫৪x৭৬.৫৪
১২জেমস স্টেসি কানাডা৭৫.৭২৭৫.৫৪৭৪.০৬৭৫.৭২
বন্ধ

তথ্যসূত্র

বহি:সংযোগ

Wikiwand in your browser!

Seamless Wikipedia browsing. On steroids.

Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.

Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.