ক্রেসিডা (ইংরেজি: Cressida; /ˈkrɛsɪdə/) হল ইউরেনাসের একটি অভ্যন্তরীণ প্রাকৃতিক উপগ্রহ। ১৯৮৬ সালের ৯ জানুয়ারি ভয়েজার ২ মহাকাশযান থেকে গৃহীত আলোকচিত্রগুলি থেকে এটি আবিষ্কৃত হয় এবং সাময়িকভাবে এস/১৯৮৬ ইউ ৩ (ইংরেজি: S/1986 U 3) নামে চিহ্নিত হয়।[9] উপগ্রহটির নামকরণ করা হয়েছে উইলিয়াম শেকসপিয়র রচিত ট্রলিয়াস অ্যান্ড ক্রেসিডা নাটকের (কাহিনিটি জিওফ্রে চসার ও অন্যান্যদের রচনাতেও পাওয়া যায়) ট্র্যাজিক নায়িকা তথা ক্যালকাসের ট্রোজান কন্যা ক্রেসিডার নামানুসারে। এটি ইউরেনাস ৯ (ইংরেজি: Uranus IX) নামেও পরিচিত।[10]

৫৪৮ ক্রেসিডা নামে একটি গ্রহাণুও রয়েছে।
দ্রুত তথ্য আবিষ্কার, আবিষ্কারক ...
ক্রেসিডা
Thumb
ভয়েজার ২ মহাকাশযান থেকে গৃহীত ক্রেসিডার আলোকচিত্র
আবিষ্কার
আবিষ্কারকস্টিফেন পি. সিনোট / ভয়েজার ২
আবিষ্কারের তারিখ৯ জানুয়ারি, ১৯৮৬
বিবরণ
উচ্চারণ/ˈkrɛsɪdə/[1]
নামকরণের উৎসΧρησίδα; Cressida
বিশেষণক্রেসিডীয় (ইংরেজি: ক্রেসিডিয়ান; Cressidian /krɛˈsɪdiən/[2])
কক্ষপথের বৈশিষ্ট্য
কক্ষপথের গড়
ব্যাসার্ধ
৬১,৭৬৬.৭৩০ ± ০.০৪৬ km[3]
উৎকেন্দ্রিকতা০.০০০৩৬ ± ০.০০০১১[3]
কক্ষীয় পর্যায়কাল০.৪৬৩৫৬৯৬০১ ± ০.০০০০০০০১৩ দিন[3]
নতি০.০০৬ ± ০.০৪০° (ইউরেনাসের নিরক্ষরেখার প্রতি)[3]
যার উপগ্রহইউরেনাস
ভৌত বৈশিষ্ট্যসমূহ
মাত্রাসমূহ৯২ × ৭৪ × ৭৪ কিলোমিটার[4]
গড় ব্যাসার্ধ৩৯.৪ ± ২ কিলোমিটার[4][5][6]
পৃষ্ঠের ক্ষেত্রফল~২০,০০০ বর্গ কিলোমিটার[lower-alpha 1]
আয়তন~২৬০,০০০ ঘন কিলোমিটার[lower-alpha 1]
ভর২.৫±০.৪×১০১৭ কিলোগ্রাম[7]
গড় ঘনত্ব০.৮৬±০.১৬ গ্রাম/ঘন সেন্টিমিটার[7]
বিষুবীয় পৃষ্ঠের অভিকর্ষ~০.০১৩ মিটার/বর্গ সেকেন্ড[lower-alpha 1]
মুক্তি বেগ~০.০৩৪ কিলোমিটার/সেকেন্ড[lower-alpha 1]
ঘূর্ণনকালসমলয়[4]
অক্ষীয় ঢালশূন্য[4]
প্রতিফলন অনুপাত
তাপমাত্রা~৬৪ কেলভিন[lower-alpha 1]
    বন্ধ

    ক্রেসিডা ইউরেনাসের উপগ্রহগুলির পোর্শিয়া গোষ্ঠীর অন্তর্গত। এই গোষ্ঠীর অন্তর্গত অন্যান্য উপগ্রহগুলি হল বিয়াংকা, ডেসডিমোনা, জুলিয়েট, পোর্শিয়া, রোজালিন্ড, কিউপিড, বেলিন্ডাপার্ডিটা[8] এই উপগ্রহগুলির কক্ষপথ ও আলোকমিতি-সংক্রান্ত বৈশিষ্ট্যগুলি একই ধরনের।[8] এটির কক্ষপথের ব্যাসার্ধ ৪১ কিলোমিটার[4] এবং জ্যামিতিক অ্যালবেডো ০.০৮।[8] এটুকু ছাড়া এই উপগ্রহটির সম্পর্কে কার্যত আর কিছুই জানা যায় না।[3]

    ভয়েজার ২ কর্তৃক গৃহীত আলোকচিত্রগুলিতে ক্রেসিডাকে একটি লম্বাটে বস্তুর ন্যায় দেখায়, যার পরাক্ষ ইউরেনাসের দিকে মুখ করে রয়েছে। বিয়াংকার ঊর্ধ্বধ লম্বিত উপগোলকের কক্ষগুলির অনুপাত ০.৮ ± ০.৩।[4] এটির পৃষ্ঠভাগ ধূসর রঙের।[4]

    ক্রেসিডার কক্ষপথ ইউরেনাসের ইটা (η) বলয়ের মধ্যে ৩:২ অনুরণনের কাছাকাছি। বলয়টির আকৃতিতে বিশৃংখলা সম্ভবত ক্রেসিডার ভর পরিমাপের একটি পন্থা। এটির ভর ২.৫±০.৪×১০১৭ কিলোগ্রাম। ক্রেসিডা হল ইউরেনাসের একমাত্র ক্ষুদ্রাকার উপগ্রহ যেটির ভর সরাসরি পরিমাপ করা গিয়েছে।[7]

    পরবর্তী ১০ কোটি বছরে ক্রেসিডার সঙ্গে ডেসডিমোনার সংঘর্ষ ঘটতে পারে।[11]

    আরও দেখুন

    পাদটীকা

    1. অন্যান্য স্থিতিমাপগুলির ভিত্তিতে পরিগণিত।

    তথ্যসূত্র

    বহিঃসংযোগ

    Wikiwand in your browser!

    Seamless Wikipedia browsing. On steroids.

    Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.

    Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.