শীর্ষ প্রশ্ন
সময়রেখা
চ্যাট
প্রসঙ্গ
গুইমারা উপজেলা
খাগড়াছড়ি জেলার একটি উপজেলা উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
Remove ads
গুইমারা বাংলাদেশের খাগড়াছড়ি জেলার অন্তর্গত একটি উপজেলা। এটি খাগড়াছড়ির নবম উপজেলা। ২০১৪ সালের ৬ জুন প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির ১০৯তম সভায় এই উপজেলাকে অনুমোদন দেয়া হয়।[১]
Remove ads
অবস্থান ও আয়তন
গুইমারা উপজেলায় আয়তন ২৩৪.৫৬ বর্গ কিলোমিটার। [২] এ উপজেলার উত্তরে মাটিরাঙ্গা উপজেলা, দক্ষিণে মানিকছড়ি উপজেলা, লক্ষ্মীছড়ি উপজেলা ও মহালছড়ি উপজেলা, পূর্বে মহালছড়ি উপজেলা, পশ্চিমে মাটিরাঙ্গা উপজেলা ও রামগড় উপজেলা।
প্রশাসনিক এলাকা
গুইমারা উপজেলায় বর্তমানে ৩টি ইউনিয়ন রয়েছে। সম্পূর্ণ উপজেলার প্রশাসনিক কার্যক্রম গুইমারা থানার আওতাধীন।
জনসংখ্যার উপাত্ত
২০২২ সালের পরিসংখ্যান অনুযায়ী গুইমারা উপজেলা উপজেলার জনসংখ্যা ৫৩,২৫৬ জন। এর মধ্যে পুরুষ ২৬,৭৫৪ জন এবং মহিলা ২৬,৫০২ জন। মোট জনসংখ্যার ৩০.৬০% মুসলিম, ২২.৫১% হিন্দু, ৪৬.৭৪% বৌদ্ধ এবং ০.২২% খ্রিস্টান ও অন্যান্য ধর্মাবলম্বী রয়েছে।এ উপজেলায় প্রধানত বাঙালি, চাকমা, মারমা ও ত্রিপুরা লোকজন বসববাস করে।
ধর্মবিশ্বাস-২০২২
[৩]
- বৌদ্ধ 46.74 (৪৬.৭%)
- ইসলাম 30.6 (৩০.৬%)
- হিন্দু ধর্ম 22.51 (২২.৫%)
- খ্রিস্ট ধর্ম 0.12 (০.১২%)
- অন্যান্য 0.03 (০.০৩%)
শিক্ষা
সাক্ষরতার হার:
গুইমারা ইউনিয়ন: মোট ৩৯.৮% পুরুষ ৪৪.৭% মহিলা ৩৪.৭%
হাফছড়ি ইউনিয়ন: মোট ৩৯.১% পুরুষ ৪৩.৯% মহিলা ৩৪.১%
সিন্দুকছড়ি ইউনিয়ন: মোট ২৮.০% পুরুষ ৩৫.৬% মহিলা ৩৯.৭%
তথ্যসূত্র: আদমশুমারি ও গৃহগণনা ২০১১, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো।
অর্থনীতি
উল্লেখযোগ্য ব্যক্তি
জনপ্রতিনিধি
উপজেলা পরিষদ ও প্রশাসন
তথ্যসূত্র
বহিঃসংযোগ
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads