ষষ্ঠ মুহাম্মদ (উসমানীয় তুর্কি: محمد السادس মেহমেদ-ই-সাদিস)(Altinci Mehmet)(১৪ জানুয়ারি ১৮৬১ – ১৬ মে ১৯২৬) ছিলেন উসমানীয় সাম্রাজ্যের ৩৬তম ও সর্বশেষ সুলতান। তিনি ১৯১৮ থেকে ১৯২২ সাল পর্যন্ত সিংহাসনে অধিষ্ঠিত ছিলেন। সাবেক সুলতান আবদুল আজিজের পুত্র ও সিংহাসনের উত্তরাধিকারী ইউসুফ ইজ্জউদ্দিন এফেন্দি ১৯১৬ সালে আত্মহত্যা করার ফলে উসমানীয় পরিবারের জ্যেষ্ঠ পুরুষ সদস্য হিসেবে ষষ্ঠ মুহাম্মদ তার ভাই পঞ্চম মুহাম্মদের উত্তরসুরি হন।[1] ১৯১৮ সালের ৪ জুন উসমানের তলোয়ার গ্রহণের মাধ্যমে তিনি ৩৬তম বাদশাহ হিসেবে অভিষিক্ত হন। সুলতান প্রথম আবদুল মজিদ ছিলেন তার বাবা। তার মা গুলুসতু কাদিনেফেন্দি ছিলেন একজন আবখাজিয়ান নারী।[2] ১৯২২ সালে উসমানীয় সাম্রাজ্য বিলুপ্ত হওয়ার পর তিনি ক্ষমতাচ্যুত হন।

দ্রুত তথ্য ষষ্ঠ মুহাম্মদ, উসমানীয় খলিফা ...
ষষ্ঠ মুহাম্মদ
ইসলামের খলিফা
আমিরুল মুমিনিন
উসমানীয় সাম্রাজ্যের সুলতান
খাদেমুল হারামাইন শরিফাইন
Thumb
সুলতান ষষ্ঠ মুহাম্মদ
উসমানীয় খলিফা
খিলাফত৩ জুলাই ১৯১৮ – ১৯ নভেম্বর ১৯২২
পূর্বসূরিপঞ্চম মুহাম্মদ
উত্তরসূরিদ্বিতীয় আবদুল মজিদ
৩৬তম ও সর্বশেষ উসমানীয় সুলতান
রাজত্ব৩ জুলাই ১৯১৮ – ১ নভেম্বর ১৯২২
অভিষেক৪ জুলাই ১৯১৮
পূর্বসূরিপঞ্চম মুহাম্মদ
উত্তরসূরিসাম্রাজ্য বিলুপ্ত
উজিরে আজম
তালিকা দেখুন
  • মুহাম্মদ তালাত পাশা
    আহমেদ ইজ্জত পাশা
    আহমেদ তাওফিক পাশা
    দামাত ফেরিদ পাশা
    আলি রিজা পাশা
    সালিহ হুলুসি পাশা
উসমান পরিবারের প্রধান
(নির্বাসিত)
মেয়াদ১৯ নভেম্বর ১৯২২ – ১৬ মে ১৯২৬
পূর্বসূরিপঞ্চম মুহাম্মদ
উত্তরসূরিদ্বিতীয় আবদুল মজিদ
জন্ম(১৮৬১-০১-১৪)১৪ জানুয়ারি ১৮৬১
কনস্টান্টিনোপল, উসমানীয় সাম্রাজ্য
মৃত্যু১৬ মে ১৯২৬(1926-05-16) (বয়স ৬৫)
সানরেমো, ইতালি
সমাধি
স্ত্রীনাজিকেদা কাদিনেফেন্দি
ইনশিরাহ হানিমেফেন্দি
মুভেদ্দেত কাদিনেফেন্দি
নেভারে হানিমেফেন্দি
নেভজেদ হানিমেফেন্দি
বংশধরপ্রথম স্ত্রীর সন্তান:
প্রিন্সেস মুনিরে সুলতান
প্রিন্সেস ফেনিরে সুলতান
প্রিন্সেস ফাতমা উলভিয়ে সুলতান
প্রিন্সেস রুকিয়ে সাবিহা সুলতান হানিম এফেন্দি
তৃতীয় স্ত্রীর সন্তান:
প্রিন্স মুহাম্মদ এরতুগরুল এফেন্দি
রাজবংশউসমানীয়
পিতাপ্রথম আবদুল মজিদ
মাতাগুলুসতু কাদিনেফেন্দি
ধর্মইসলাম
তুগরাThumb
বন্ধ
Thumb
উসমানীয় সাম্রাজ্যের সর্বশেষ সুলতান ষষ্ঠ মুহাম্মদের দেশত্যাগ, ১৯২২

জীবনী

ষষ্ঠ মুহাম্মদ ইস্তানবুলের দলমাবাচ প্রাসাদে জন্মগ্রহণ করেন।[3][4]

শাসনকাল

প্রথম বিশ্বযুদ্ধ উসমানীয়দের জন্য বিপর্য‌য় ডেকে আনে। ব্রিটিশ ও মিত্রবাহিনী যুদ্ধে বাগদাদ, দামেস্কজেরুজালেম অধিকার করে নেয়। সাম্রাজ্যের অধিকাংশ অঞ্চল ইউরোপীয় মিত্রবাহিনী নিজেদের মধ্যে ভাগ করে নিয়েছিল। ১৯২০ সালের এপ্রিলে সান রেমো সম্মেলনে ফ্রান্স সিরিয়ার এবং যুক্তরাজ্য ফিলিস্তিন ও মেসোপটেমিয়ার মেন্ডেট লাভ করে। ১৯২০ সালের ১০ আগস্ট সুলতানের প্রতিনিধিরা সেভ্র চুক্তি স্বাক্ষর করে। এই চুক্তিতে মেন্ডেটকে স্বীকার করা হয় এবং হেজাজকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়া হয়।

তুর্কি জাতীয়তাবাদিরা এই চুক্তি প্রত্যাখ্যান করে। ১৯২০ সালের ২৩ এপ্রিল আঙ্কারায় মোস্তফা কামাল আতাতুর্কে‌র নেতৃত্বে নতুন সরকার গঠিত হয়। এই নতুন সরকার সুলতান ষষ্ঠ মুহাম্মদের নিন্দা জানায় এবং একটি অস্থায়ী সংবিধান প্রণয়ন করে।

নির্বাসন ও মৃত্যু

১৯২২ সালের ১ নভেম্বর তুরস্কের গ্র্যান্ড ন্যাশনাল এসেম্বলি সালতানাত বিলুপ্ত ঘোষণা করে এবং মুহাম্মদকে কনস্টান্টিনোপল থেকে নির্বাসিত করা হয়। ১৭ নভেম্বর যুক্তরাজ্যের যুদ্ধজাহাজ মালায়া করে তিনি দেশত্যাগ করেন এবং মাল্টায় নির্বাসিত হন। পরবর্তীতে তিনি ইতালীয় রিভিয়েরায় বসবাস করেছেন।

১৯ নভেম্বর মুহাম্মদের চাচাত ভাই দ্বিতীয় আবদুল মজিদ খলিফা হন। ১৯২৪ সালে গ্র্যান্ড ন্যাশনাল এসেম্বলি খিলাফত বিলুপ্ত করার পূর্ব পর্যন্ত তিনি খলিফা ছিলেন।

ষষ্ঠ মুহাম্মদ ১৯২৬ সালের ১৬ মে ইতালির সানরেমোয় মৃত্যুবরণ করেন। দামেস্কের তেকিয়ে মসজিদে তাকে দাফন করা হয়।[5]

বিয়ে ও সন্তান

ষষ্ঠ মুহাম্মদ পাঁচবার বিয়ে করেছেন। তার স্ত্রী ও সন্তানেরা হলেন:

  • এমিনে নাজিকেদা কাদিনেফেন্দি (৯ অক্টোবর ১৮৬৬ - ৪ এপ্রিল ১৯৪১): ১৮৮৫ সালের ৮ জুন তাদের বিয়ে হয়। এই দম্পতির চারজন কন্যাসন্তান ছিল:
    • প্রিন্সেস মুনিরে সুলতান (১৮৮৬-১৮৮৮)
    • প্রিন্সেস ফেনিরে সুলতান (১৮৮৮-১৮৮৮)
    • প্রিন্সেস ফাতমা উলভিয়ে সুলতান (১১ সেপ্টেম্বর ১৮৯২ - ২৫ জানুয়ারি ১৯৬৭)
    • প্রিন্সেস রুকিয়ে সাবিহা সুলতান হানিম এফেন্দি (১৯ মার্চ‌/১ এপ্রিল ১৮৯৪ - ২৬ আগস্ট ১৯৭১)
  • ইনশিরাহ হানিমেফেন্দি (১০ জুলাই ১৮৮৭ - ৩০ জুন ১৯৩০): ১৯০৫ সালের ৮ জুলাই তাদের বিয়ে হয় এবং ১৯০৯ সালের ৭ নভেম্বর তাদের তালাক হয়। তাদের কোনো সন্তান ছিল না।
  • মুভেদ্দেত কাদিনেফেন্দি (১২ অক্টোবর ১৮৯৩ - ১৯৫১): ১৯১১ সালের ২৫ এপ্রিল তাদের বিয়ে হয়। তাদের একজন পুত্রসন্তান ছিল:
    • প্রিন্স মুহাম্মদ এরতুগরুল এফেন্দি (৫ সেপ্টেম্বর ১৯১২ - ২ জুলাই ১৯৪৪)
  • নেভারে হানিমেফেন্দি (৪ মে ১৯০১ - ১৩ জুন ১৯৯২): ১৯১৮ সালের ২০ জুন তাদের বিয়ে হয় এবং ১৯২৪ সালের ২০ মে তাদের তালাক হয়। তাদের কোনো সন্তান ছিল না।
  • নেভজাদ হানিমেফেন্দি (২ মার্চ ১৯০০ - ২৩ জুন ১৯৯২): ১৯২১ সালের ১ সেপ্টেম্বর তাদের বিয়ে হয়। তাদের কোনো সন্তান ছিল না।

তথ্যসূত্র

আরও দেখুন

বহিঃসংযোগ

Wikiwand in your browser!

Seamless Wikipedia browsing. On steroids.

Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.

Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.