শীর্ষ প্রশ্ন
সময়রেখা
চ্যাট
প্রসঙ্গ

অধাতু

মৌলিক পদার্থের ধরণ উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ

অধাতু
Remove ads

অধাতু (ইংরেজি: Nonmetal, অথবা non-metal) হল মৌলিক পদার্থের একটি শ্রেণিবিভাগ যা রসায়ন বিজ্ঞানে ব্যবহার করা হয়ে থাকে। মৌলিক পদার্থের ভৌত এবং রাসায়নিক ধর্মের উপর ভিত্তি করে এই শ্রেণিবিভাগ করা হয়ে থাকে এবং পর্যায় সারণির মৌলসমূহকে ধাতু এবং অধাতু এই দুটি সাধারণ শ্রেণীতে ভাগ করা হয়েছে। তবে বিশেষ বৈশিষ্ট সম্পন্ন কিছু মৌলকে ধাতুকল্প নামের আলাদা শ্রেণীতে অন্তর্ভুক্ত করা হয়েছে।

Thumb
সালফার - একটি অধাতু

যে মৌলসমূহ অধাতু হিসাবে পরিচিত:

Remove ads

ধর্মাবলী

  • অক্সিজেন-এর সঙ্গে বিক্রিয়া করে আম্লিক অক্সাইড উৎপন্ন করে।
  • সাধারণতঃ তাপতড়িৎ-এর কুপরিবাহী।
  • চুম্বক দ্বারা বিকর্ষিত হয় অর্থাৎ ডায়াম্যাগনেটিক প্রকৃতির।
  • অধাতু চকচকে নয় এবং আঘাত করলে শব্দিসৃষ্টি করে না
  • নমনীয় বা নমনীয় নয়
  • সাধারণত কম গলনাঙ্ক ও উচ্চ স্ফুটনাঙ্ক থাকে

অধাতুর বৈশিষ্ট্য

ধাতু সাধারণত চকচক করে।

অধাতু: ১.বিদ্যুত এবং তাপ অপরিবাহী। ২.এর কোন ঘাত নেই। ৩.এর গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক কম। ৪.এটি ঋণাত্মক ধর্ম বিশিষ্ট। ৫.এতে ধাতব দ্যুতি নেই অর্থাৎ চকচকে নয়।

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads