শীর্ষ প্রশ্ন
সময়রেখা
চ্যাট
প্রসঙ্গ
অপারেশন অগ্নিপথ
২০১৭ সালের বাংলাদেশী অ্যাকশন থ্রিলার চলচ্চিত্র উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
Remove ads
অপারেশন অগ্নিপথ হচ্ছে একটি বাংলাদেশী অ্যাকশন থ্রিলার চলচ্চিত্র। চলচ্চিত্রটি পরিচালনা করেছেন আশিকুর রহমান ও ভারটেক্স প্রোডাকশন এবং সিনেফেক্ট এন্টারটেনমেন্টের ব্যানারে প্রযোজিত।[২] চলচ্চিত্রটিতে বাংলাদেশী সুপারস্টার শাকিব খান, শিবা আলী খান, সৈয়লালউদ্দিন মহালদার ও মিশা সওদাগর প্রধান ভূমিকায় অভিনয় করেছেন।[৩] চলচ্চিত্রটির সঙ্গীতায়োজন করেছেন ডাব্বু ঘোষাল, আকাশ সেন ও ইমরান মাহমুদুল।
চলচ্চিত্রটি মেজর শেহজাদ খান ও সিক্রেট সার্ভিস বাংলাদেশ (এসএসবি) এজেন্ট সৈয়লালউদ্দীনকে ঘিরে, জুলফিকার মির্জাকে হত্যা করে, যিনি বাংলাদেশে ব্যাপক সন্ত্রাসী হামলা চালানোর পরিকল্পনা করছেন। চলচ্চিত্রটির কাহিনি এসএসবি’র গুপ্তচরবৃত্তি অভিযান এবং অস্ট্রেলিয়ায় জুলফিকার মির্জা হত্যাকাণ্ড ঘটনাটি কেন্দ্র করে গড়ে উঠে। ২০১৬ সালের সেপ্টেম্বরে অস্ট্রেলিয়ার সিডনিতে চলচ্চিত্রের আনুষ্ঠানিকভাবে মুখ্য চিত্রগ্রহণ সেপ্টেম্বর শুরু হয়। চলচ্চিত্রটি ২০১৭ সালের ২৩ ডিসেম্বর মুক্তি দেওয়ার কথা ছিল, কিন্তু এখন ২০১৯ সাল পর্যন্ত বিলম্বিত হচ্ছে।
Remove ads
অভিনয়শিল্পী
- শাকিব খান – ক্যাপ্টেন শেহজাদ খান রানা, একজন ইন্টেলিজেন্স সার্ভিস কর্মকর্তা
- শিবা আলী খান – রাইমা[৪]
- সূচনা আজাদ[৫]
- মিশা সওদাগর – জুলফিকার আলী খান
- টাইগার রবি – প্রাক্তন ক্যাপ্টেন আফগান
- তাসকিন রহমান
- সৈয়লালউদ্দিন মহলদার, (ভারতীয় পশ্চিমবঙ্গের চলচ্চিত্র অভিনেতা)
প্রযোজনা
২০১৬ সালের ২২ জানুয়ারি ঢাকার স্পেকট্রা কনভেনশন সেন্টারে চলচ্চিত্রটির মহরত অনুষ্ঠিত হয়।[৬][৭]
সঙ্গীত
বাজারজাতকরণ ও মুক্তি
২০১৬ সালের ১০ ডিসেম্বর লাইভ টেকনোলজির ইউটিউব চ্যানেলে চলচ্চিত্রটির ফার্স্ট লুক ট্রিজার প্রকাশ করা হয়।[৮][৯]
তথ্যসূত্র
বহিঃসংযোগ
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads