শীর্ষ প্রশ্ন
সময়রেখা
চ্যাট
প্রসঙ্গ
অবলোকিতেশ্বর
বোধিসত্ত্বগণের অন্যতম মধ্যে যিনি সকল বোধিসত্ত্বের মধ্যে প্রকাশমান করুণার আধার উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
Remove ads
বৌদ্ধধর্মে অবলোকিতেশ্বর (আক্ষরিক অর্থে "যে প্রভু নিম্নে অবলোকন করেন",[১] আধ্বব: /ˌʌvəloʊkɪˈteɪʃvərə/[২]), যিনি লোকেশ্বর ("জগতের প্রভু") ও চেনরেজিগ (তিব্বতি ভাষায়) নামেও পরিচিত, হলেন মহাকরুণার সঙ্গে সম্পর্কিত দশম ভূমির এক বোধিসত্ত্ব। তাঁকে প্রায়শই অমিতাভ বুদ্ধের সঙ্গে যুক্ত করা হয়।[৩] অবলোকিতেশ্বরের অসংখ্য রূপভেদ রয়েছে; তাঁকে বিভিন্ন রূপে ও শৈলীতে চিত্রিত করা হয়। এমনকি কোনো কোনো ধর্মগ্রন্থে তাঁকে বিষ্ণু, শিব, সরস্বতী, ব্রহ্মা প্রমুখ সকল হিন্দু দেবদেবীর উৎস মনে করা হয়।[৪]
ভারতে অবলোকিতেশ্বরকে পুরুষ রূপে চিত্রিত করা হলেও, পূর্ব এশীয় বৌদ্ধধর্মে তাঁকে প্রায়শই এক নারী চরিত্র রূপে দেখানো হয়ে থাকে। এই অঞ্চলে চীনা, জাপানি, কোরীয় ও ভিয়েতনামি ভাষায় তাঁর নাম যথাক্রমে কুয়ানিন, কাননোন, গোয়ানেউম ও কুয়ান আম।[৫] পূর্ব এশীয় ধর্মসমূহে, বিশেষত চীনা লোকধর্মে ও দাওবাদেও কুয়ানিন এক গুরুত্বপূর্ণ চরিত্র।
অবলোকিতেশ্বর তাঁর জনপ্রিয় ওঁ মণিপদ্মে হূঁ মন্ত্রটির জন্যও পরিচিত। মন্ত্রটি তিব্বতি বৌদ্ধধর্মে সর্বাপেক্ষা জনপ্রিয় মন্ত্র।[৬]

Remove ads
চিত্রশালা
- অভয়মুদ্রাধারী অবলোকিতেশ্বরের বিগ্রহ, গান্ধার শৈলী, খ্রিস্টীয় তৃতীয় শতক।
- ভারতীয় গুহাচিত্রে অবলোকিতেশ্বর, অজন্তা গুহাসমূহ, খ্রিস্টীয় ষষ্ঠ শতক।
- অবলোকিতেশ্বর, আনুমানিক খ্রিস্টীয় একাদশ-দ্বাদশ শতক, পালযুগ।
- অবলোকিতেশ্বর, পালযুগ
- সহস্রভুজ অবলোকিতেশ্বর, খ্রিস্টীয় ত্রয়োদশ-পঞ্চদশ শতক, সাসপোল গুহা (গোন-নিলা-ফুক গুহামন্দির ও দুর্গ), লাদাখ, ভারত
- অবলোকিতেশ্বরের কম্বোডিয়ান বিগ্রহ, বেলেপাথর, খ্রিস্টীয় সপ্তম শতক।
- পদ্ম হস্তে পদ্মপাণি, খ্রিস্টীয় অষ্টম-নবম শতকের শৈলেন্দ্র শিল্পকলা, প্লাওসান মন্দির, জাভা, ইন্দোনেশিয়া।
- অ্যান্ডিসাইট পাথরের অবলোকিতেশ্বর মূর্তি, মেনদুত মন্দির, শৈলেন্দ্র শিল্পকলা, জাভা, ইন্দোনেশিয়া, খ্রিস্টীয় নবম শতকের প্রথম ভাগ।
- অষ্টভূজ অবলোকিতেশ্বর, আনুমানিক দ্বাদশ-ত্রয়োদশ শতাব্দী, বায়োন, দ্য ওয়াল্টারস আর্ট মিউজিয়াম।
- বিনগিন জুনগুত থেকে প্রাপ্ত অবলোকিতেশ্বর, মুসি রাওয়াস, দক্ষিণ সুমাত্রা, শ্রীবিজয় শিল্পকলা, আনুমানিক খ্রিস্টীয় অষ্টম-নবম শতাব্দী।
- চইয়ার অবলোকিতেশ্বর (ব্রোঞ্জ আবক্ষ মূর্তি), খ্রিস্টীয় অষ্টম শতক, শ্রীবিজয় শিল্পকলা, চইয়া জেলা, সুরাত থানি প্রদেশ, দক্ষিণ থাইল্যান্ড।
- থাইল্যান্ডের রাজা আনন্দ মাহিদোলের গূঢ়মুদ্রা; সুরাত থানি প্রদেশের চইয়া জেলায় প্রাপ্ত অবলোকিতেশ্বর পদ্মপাণির শ্রীবিজয় বিগ্রহটির আদলে নির্মিত।
- অবলোকিতেশ্বরের প্রস্তরনির্মিত মস্তক, আকেহতে আবিষ্কৃত। শ্রীবিজয়, আনুমানিক খ্রিস্টীয় নবম শতাব্দী।
- অবলোকিতেশ্বরের মালয়েশীয় বিগ্রহ, বিদোর, খ্রিস্টীয় অষ্টম-নবম শতাব্দী।
- সমুদ্রদর্শী অবলোকিতেশ্বরের চীনা মূর্তি, আনুমানিক ১০২৫ খ্রিস্টাব্দ
- দণ্ডায়মান কাননোন বোসাৎসু (অবলোকিতেশ্বর), খ্রিস্টীয় দ্বাদশ শতাব্দী, হেইয়ান যুগ, টোকীয় জাতীয় জাদুঘর, জাপান।
- সেনজু কাননোন, তানকেই কৃত, খ্রিস্টীয় ত্রয়োদশ শতক, সানজুসানগেন-দো, জাপান।
- ন্যোইরিন কাননোন, ১২৭৫ খ্রিস্টাব্দ, টোকিও জাতীয় জাদুঘর, জাপান।
- কোরীয় চিত্রকলায় অবলোকিতেশ্বর, কাগামি জিনজ্যা, জাপান, ১৩১০ খ্রিস্টাব্দ।
- ষড়ভূজ অবলোকিতেশ্বরের নেপালি বিগ্রহ, খ্রিস্টীয় চতুর্দশ শতক।
- সহস্রভূজ অবলোকিতেশ্বর,
- একাদশানন অবলোকিতেশ্বরের তিব্বতি বিগ্রহ
- জাপানি চিত্রকলায় ধ্যানরত অবলোকিতেশ্বর, খ্রিস্টীয় ষোড়শ শতক।
- তাং রাজবংশের সমসাময়িক (৮৯৬ খ্রিস্টাব্দ) খোদাই-করা পাথরের মূর্তি কিয়ানশৌ কুয়ানিন, শেংশুই মন্দির, নেইজিয়াং, সিচুয়ান, চীন।
- বিশ্বের উচ্চতম অষ্টভূজাকার মণ্ডপে কুয়ানিন মূর্তি, কেক লোক সি, আইর আইতাম, পেনাং, মালয়েশিয়া।
- সহস্রভূজ অবলোকিতেশ্বরের ব্রোঞ্জ মূর্তি, তিব্বত, আনুমানিক ১৭৫০ খ্রিস্টাব্দ। বার্মিংহ্যাম মিউজিয়াম অফ আর্ট
- কুয়ান আম (অবলোকিতেশ্বর) মূর্তি, অষ্টাদশ-ঊনবিংশ শতক, ভিয়েতনাম জাতীয় ইতিহাস জাদুঘর, হানোই, ভিয়েতনাম
- 2 statues of Quan Âm (Avalokiteśvara) in the Nguyễn dynasty at the Vietnam National Museum of History, Vietnam
- কুয়ান আমের (অবলোকিতেশ্বর) ক্ষুদ্র মূর্তি, বাত ফ্রাং কিল্ন, হানোই, ন্গুয়েন রাজবংশ, খ্রিস্টীয় ঊনবিংশ শতক, সাদা চকচকে চিনামাটি, ভিয়েতনাম জাতীয় ইতিহাস জাদুঘর, ভিয়েতনাম।
- অবলোকিতেশ্বরের মূর্তি (মিগজিদ জানরাইসিগ), গান্দানতেগচিনলেন মঠ, উলানবাটোর, মঙ্গোলিয়া। বিশ্বের উচ্চতম গৃহাভ্যন্তরস্থ মূর্তি, উচ্চতা ২৬.৫ মিটার, ১৯৯৬ পুনর্নির্মিত, (১৯১৩)
- অবলোকিতেশ্বরের মূর্তি, তারিখ অজ্ঞাত, ব্রোঞ্জ ও সোনা
- চেনরেজিগের মূর্তি, পেলিং, সিক্কিম, ভারত
- চিত্রকলায় অবলোকিতেশ্বর বোধিসত্ত্ব। রঞ্জনা লিপিতে লিখিত সংস্কৃত অষ্টসহস্রিকা প্রজ্ঞাপারমিতা সূত্রের পুথি, নালন্দা, বিহার, ভারত। আনুমানিক ৭০০-১১০০ খ্রিস্টাব্দ
- কিয়ানশৌ কুয়ানিন, চাম শান মন্দির, হংকং, চীন
Remove ads
আরও দেখুন
- বিরূপাক্ষ মন্দির, হাম্পি
- কুয়ানিন
- ঈশ্বর
- শুদ্ধভূমি বৌদ্ধধর্ম
- উষ্ণীষসিতাতাপত্র
- বিষ্ণু
- দলাই লামা
- ফা ত্রেলগেন চাংচুপ সেম্পা
তথ্যসূত্র
উৎসসূত্র
বহিঃসংযোগ
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads