শীর্ষ প্রশ্ন
সময়রেখা
চ্যাট
প্রসঙ্গ

অভিধর্মকোষ

উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ

Remove ads

অভিধর্মকোষ (সংস্কৃত: अभिधर्मकोश) হলো চতুর্থ বা পঞ্চম শতাব্দীতে বসুবন্ধু দ্বারা রচিত অভিধর্ম বিষয়ক সংস্কৃত গ্রন্থ বিশেষ।[] এই গ্রন্থের আটটি অধ্যায়ে প্রায় ছয়শোটি শ্লোকে সর্বাস্তিবাদের সারসংক্ষেপ বর্ণনা করা হয়েছে। ভারত, তিব্বত সহ প্রাচ্যের মহাযান বৌদ্ধ ধর্মাবলম্বীদের মধ্যে এই গ্রন্থ সমাদৃত।

দ্রুত তথ্য বিভিন্ন ভাষায়অভিধর্মকোষ এর অনুবাদ, সংস্কৃত: ...
Remove ads

অধ্যায়

অভিধর্মকোষের আটটি অধ্যায় রয়েছে, এবং এগুলো হলো যথাক্রমে ধাতুনির্দেশ, ইন্দ্রিয়নির্দেশ, লোকনির্দেশ, কর্মনির্দেশ, অণুশয়নির্দেশ, পুদ্গলমার্গণির্দেশ, জ্ঞাননির্দেশ ও সমাধিনির্দেশ। অভিধর্মকোশের ওপর বসুবন্ধু নিজেই অভিধর্মকোশভাষ্য নামক টীকাভাষ্য রচনা করেন। এই ভাষ্যে তিনি পুদ্গলবিনিশ্চয় নামে একটি অতিরিক্ত অধ্যায় যুক্ত করেন।

টীকা ও অনুবাদ

পরমার্থ ও হিউয়েন সাঙ অভিধর্মকোশ চীনা ভাষায় অনুবাদ করেন। প্রথম দলাই লামা অভিধর্মকোশের ওপর থার-লাম-গ্সাল-ব্যেদ তিব্বতি: ཐར་ལམ་གསལ་བྱེད་, ওয়াইলি: thar lam gsal byed নামক টীকাভাষ্য রচনা করেন। এছাড়াও ম্ছিম্স-'জাম-পা'ই-দ্ব্যাংস ওয়াইলি: mchims 'jam pa'i dbyangs) নামক বৌদ্ধ পণ্ডিত ম্দ্জোদ-'গ্রেল-ম্ঙ্গোন-পা'ই-র্গ্যান ওয়াইলি: mdzod 'grel mngon pa'i rgyan) শিরোনামে আরেকটি টীকাভাষ্য রচনা করেন।

তথ্যসূত্র

বহিঃসংযোগ

আরো পড়ুন

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads