শীর্ষ প্রশ্ন
সময়রেখা
চ্যাট
প্রসঙ্গ

অ্যাড্রেনালিন

রাসায়নিক যৌগ উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ

অ্যাড্রেনালিন
Remove ads

অ্যাডরেনালিন বা অ্যাড্রেনালিন বা এপিনেফ্রিন একটি হরমোন এবং নিউরোট্রান্সমিটার []

দ্রুত তথ্য রোগশয্যাসম্বন্ধীয় তথ্য, গর্ভাবস্থার শ্রেণি ...

[][] নির্দিষ্ট ধরনের নিউরন ও এড্রেনাল গ্রন্থি থেকে এড্রেনাল হরমোনের উৎপত্তি হয়।[] ১৮৯৫ সালে নেপোলিয়ন সাইবুলস্কি প্রথম এড্রেনালিন পৃথকীকরণ করেন।[]

Remove ads

ইতিহাস

পোল্যান্ডের চিকিৎসাবিজ্ঞানী নেপোলিয়ন সাইবুলস্কি ১৮৯৫ সালের সর্বপ্রথম এড্রেনাল গ্রন্থি থেকে এড্রেনাল হরমোন সংগ্রহ করেন।[] ১৮৯৬ সালের ২০শে এপ্রিল উইলিয়াম এইচ বেইটস চক্ষু অস্ত্রোপচারে এড্রেনাল হরমোন ব্যবহার করেন। ১৯০০ সালে জাপানের রসায়নবিদ জোকিচি তাকামিনে ও তার সহকারী স্বতন্ত্রভাবে এড্রেনালিন সংগ্রহে সক্ষম হয়েছেন।[]

অ্যাড্রেনালিন এর কাজ

অ্যাড্রেনালিন (Adrenaline) বা এপিনেফ্রিন (Epinephrin) হরমোন অ্যাড্রেনাল গ্রন্থির মেডালা অংশ থেকে নিঃসৃত হয়।

(১) এই হরমোন হৃৎস্পন্দনের গতি ও হার বাড়িয়ে দেয়।

(২) এর প্রভাবে যকৃতের গ্লাইকোজেন ভেঙে যায় ফলে রক্তে গ্লুকোজের মাত্রা বাড়ে।

(৩) অ্যাড্রেনালিন দেহের কোষ এবং দেহরসের মধ্যে জল ও খনিজ লবণের পরিমাণ নিয়ন্ত্রণ করে সমতা রাখে।

(৪) রক্তের বিভিন্ন উপাদান বাড়াতে সাহায্য করে।

(৫) প্রয়োজনে হঠাৎ দেহে শিহরণ জাগাতে সাহায্য করে।

(৬) অ্যাড্রেনালিন মৌল বিপাকীয় হার (Basal Metabolic Rate or B.M.R.) বাড়াতে সাহায্য করে।

(৭) এই হরমোনের প্রভাবে ব্রঙ্কিওল (Bronchiole)-এর গহ্বর বড় হয় ফলে শ্বাসকার্যের হার বেড়ে যায়।

(৮) শ্বাসনালীর পেশীকে প্রসারিত করে শ্বাসকষ্ট দূর করে।

(৯) অ্যাড্রেনালিন কার্বোহাইড্রেট, প্রোটিন ও ফ্যাট খাদ্যের দেহমধ্যে যথাযথ ব্যবহার নিয়ন্ত্রণ করে।

(১০) উত্তেজনার সময় এই হরমোনের প্রভাবে গায়ের লোম খাড়া হয়, ঘাম ঝরতে থাকে।

(১১) রাগ, আনন্দ বা ভয়ের সময় অ্যাড্রেনালিন হরমোনটি অতিরিক্ত নিঃসৃত হয় এবং খুব তাড়াতাড়ি ক্রিয়াশীল হয়। জরুরী প্রয়োজন শেষ হলে হরমোনের প্রভাব নষ্ট হয়ে যায়। সেইজন্য অ্যাড্রেনালিন হরমোনকে আপদকালীন হরমোন (Emergency Hormone) বলা হয়।[]

Remove ads

তথ্যসূত্র

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads