শীর্ষ প্রশ্ন
সময়রেখা
চ্যাট
প্রসঙ্গ

২৫ আগস্ট

তারিখ উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ

Remove ads

২৫ আগস্ট গ্রেগরীয় বর্ষপঞ্জী অনুসারে বছরের ২৩৭তম (অধিবর্ষে ২৩৮তম) দিন। বছর শেষ হতে আরো ১২৮ দিন বাকি রয়েছে।

১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

ঘটনাবলী

  • ৯৫ - মুসলমানদের বিরুদ্ধে খ্রিস্টানদের ক্রুসেডের যুদ্ধ শুরু হয়।
  • ১৮২৫ - উরুগুয়ে স্বাধীনতা ঘোষণা করে।
  • ১৮৩০ - বেলজিয়াম নেদারল্যান্ডসের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে।
  • ১৮৯৬ - উপেন্দ্রনাথ মুখোপাধ্যায়ের সম্পাদনায় সাপ্তাহিক ‘বসুমতী’ প্রথম প্রকাশিত হয়।
  • ১৯১৯ - লন্ডন ও প্যারিসের মধ্যে নিয়মিত বিমান চলাচল শুরু হয়।
  • ১৯২০ - এথেলডা ব্লেবট্রেই প্রথম মার্কিন নারী হিসেবে অলিম্পিক স্বর্ণপদক জয় করেন।
  • ১৯২১ - মার্কিন যুক্তরাষ্ট্র জার্মানির সঙ্গে শান্তিচুক্তি করে।
  • ১৯৪৪ - জার্মান অধিকার থেকে প্যারিস মুক্ত হয়।
  • ১৯৬০ - রোমে অলিম্পিক ক্রীড়া শুরু হয়।
  • ১৯৭২ - বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয় উগান্ডা
  • ১৯৭৫ - জেনারেল জিয়াউর রহমান বাংলাদেশের চিফ অব আর্মি স্টাফ হিসেবে নিয়োগ প্রাপ্ত হন।
  • ১৯৮৯ - ফকার এফ২৭ ফ্রেন্ডশিপ এয়ারক্রাফট এর পিআইএ ফ্লাইট ৪০৪ গিলগিট থেকে ইসলামাবাদ যাবার পথে ভেঙে পরে ।
  • ১৯৮৯ - একটানা ৪৫ বছর কমিউনিস্ট শাসনের পর পোল্যান্ডে প্রধানমন্ত্রী শাসিত সরকার প্রর্বতন।
  • ১৯৯১ - সোভিয়েত ইউনিয়নভুক্ত প্রজাতন্ত্র বাইলোরাশিয়া স্বাধীনতা ঘোষণা করে।
  • ১৯৯২ - চীন ও দক্ষিণ কোরিয়ার মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্থাপিত হয়।
Remove ads

জন্ম

Remove ads

মৃত্যু

ছুটি ও অন্যান্য

  • স্বাধীনতা দিবস (ফ্রান্স)
  • স্বাধীনতা দিবস (উরুগুয়ে)

বহিঃসংযোগ

তথ্যসূত্র

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads