শীর্ষ প্রশ্ন
সময়রেখা
চ্যাট
প্রসঙ্গ
২২ আগস্ট
তারিখ উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
Remove ads
২২ আগস্ট গ্রেগরীয় বর্ষপঞ্জী অনুসারে বছরের ২৩৪তম (অধিবর্ষে ২৩৫তম) দিন। বছর শেষ হতে আরো ১৩১ দিন বাকি রয়েছে।
১ | ২ | |||||
৩ | ৪ | ৫ | ৬ | ৭ | ৮ | ৯ |
১০ | ১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ |
১৭ | ১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ |
২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ |
৩১ |
ঘটনাবলী
- ১৬৪২ - ইংল্যান্ডে গৃহযুদ্ধ শুরু।
- ১৬৯৮ - সুইডেনের বিরুদ্ধে রাশিয়া, ডেনমার্ক ও পোল্যান্ডের মধ্যে একটি ত্রিপক্ষীয় চুক্তি স্বাক্ষরিত হয়।
- ১৯১০ - জাপান কোরিয়াকে চুক্তির মাধ্যমে অন্তর্ভুক্ত করে নেয় ও এভাবে চলতে থাকে দ্বিতীয় বিশ্বযুদ্ধ পর্যন্ত।
- ১৯৩২ - বিবিসি প্রথম নিয়মিত টিভি সম্প্রচার শুরু করে।
- ১৯৪২ - ব্রাজিল জার্মানি ও ইতালির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে।
- ১৯৪২ - জার্মান নাৎসি বাহিনী স্তালিনগ্রাদে অবরোধ করে।
- ১৯৪৪ - দ্বিতীয় বিশ্বযুদ্ধে সোভিয়েত ইউনিয়ন রোমানিয়া দখল করে।
- ১৯৮৯ - নেপচুন গ্রহে প্রথম বলয় দেখতে পাওয়া যায়।
Remove ads
জন্ম
- ১৮৬২ - ক্লাউড ডেবুসয়,ফরাসি সুরকার।
- ১৮৭৪ - মাক্স সচেলের, জার্মান দার্শনিক ও লেখক।
- ১৮৭৭ - এ কে কুমারস্বামীর, সিংহলী শিল্পী।
- ১৮৯৪ - রমেশচন্দ্র সেন, প্রগতিবাদী লেখক ও প্রতিষ্ঠাবান কবিরাজ।(মৃ.১৯৬২)
- ১৯০২ - লিনি রিয়েফেন্সটাহল, জার্মান অভিনেত্রী ও পরিচালক।
- ১৯০৯ - জুলিয়াস জে. এপস্টাইন,মার্কিন চিত্রনাট্যকার ও প্রযোজক।
- ১৯১১ - দেবব্রত বিশ্বাস, স্বনামধন্য ভারতীয় বাঙালি রবীন্দ্রসঙ্গীত গায়ক ও শিক্ষক। (মৃ.১৮/০৮/১৯৮০)
- ১৯১৫ - শম্ভু মিত্র, বাংলা তথা ভারতীয় নাট্যজগতের কিংবদন্তি ব্যক্তিত্ব। (মৃ.১৯/০৫/১৯৯৭)
- ১৯২০ - রে ব্যাডবেরি, মার্কিন লেখক ও চিত্রনাট্যকার। (মৃ.২০১২)
- ১৯৩৯ - ভালেরি হারপার, মার্কিন অভিনেত্রী ও গায়ক।
- ১৯৫৫ - চিরঞ্জীবি, ভারতীয় অভিনেতা, প্রযোজক ও রাজনীতিবিদ।
- ১৯৫৮ - মুকুল চৌধুরী, বাংলাদেশী কবি ও গীতিকার। (মৃ.২০০২)
- ১৯৬০ - ফজলুর রহমান বাবু, একজন বাংলাদেশী অভিনেতা এবং সঙ্গীতশিল্পী।
- ১৯৬৩ - টোরি আমস, মার্কিন গায়ক, গীতিকার, পিয়ানোবাদক ও প্রযোজক।
- ১৯৭১ - কে এম মোশাররফ করিম, একজন বাংলাদেশী অভিনেতা।
- ১৯৭১ - রিচার্ড আরমিটাগে, ইংরেজ অভিনেতা।
- ১৯৮৫ - রুমানা রশীদ ঈশিতা, বাংলাদেশের একজন টেলিভিশন অভিনেত্রী, পরিচালিকা এবং লেখিকা।
- ১৯৯১ - ফেদেরিকো মাচেডা, ইতালীয় ফুটবলার।
Remove ads
মৃত্যু
- ১৮১৮ - ওয়ারেন হেস্টিংস, ভারতের ব্রিটিশ গভর্নর জেনেরেল। (জ.০৬/১২/১৭৩২)
- ১৮৫০ - নিকোলাস লেনাউ, রোমানীয় বংশোদ্ভূত অস্ট্রীয় কবি।
- ১৯০৪ - কেট ছপিন, মার্কিন লেখক।
- ১৯২২ - মাইকেল কলিন্স, আইরিশ রাজনীতিবিদ ও ২য় মন্ত্রী।
- ১৯৫৮ - রজার মারটিন ডু গার্ড, নোবেল পুরস্কার বিজয়ী ফরাসি লেখক।
- ১৯৭৭ - সেবাস্টিয়ান কাবট, ইংরেজ বংশোদ্ভূত কানাডীয় অভিনেতা ও গায়ক।
- ১৯৭৮ - জোমো কেনিয়াত্তা, কেনিয়ার নেতা। (জ.১৮৮৯ )
- ১৯৮২ - একনাথ রানাডে, ভারতের এক সমাজ সংস্কারক এবং রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সংগঠক। (জ.২২/১১/১৯১৪)
- ১৯৮৬ - জালাল বায়ার, একজন তুর্কি রাজনীতিবিদ ও তুরস্কের ৩য় রাষ্ট্রপতি। (জ. ১৮৮৩)
- ২০০০ - অরুণ মিত্র বাংলা সাহিত্যের অন্যতম প্রথিতযশা কবি ও ফরাসি ভাষা ও খ্যাতনামা অধ্যাপক ও অনুবাদক। (জ.০২/১১/১৯০৯)
- ২০০৫ - অমিতা সেন (আশ্রমকন্যা), সংগীত,নৃত্য ও অভিনয়ে পারদর্শিনী। (জ.১৭/০৭/১৯১২)
- ২০১৩ - আন্ড্রেয়া শেরভি, ইতালীয় ফুটবল খেলোয়াড়।
- ২০১৫ - আর্থার মরিস, অস্ট্রেলীয় ক্রিকেটার।
- ২০১৬ - সেল্লাপান রামানাথান, হচ্ছেন ষষ্ঠ প্রজাতন্ত্র সিঙ্গাপুরের রাষ্ট্রপতি। (জ. ১৯২৪)
- ২০২৪ - গোলাম মুরশিদ, লন্ডন প্রবাসী বাংলাদেশী লেখক, গবেষক ও সংবাদ উপস্থাপক। (জ.১৯৪০)
ছুটি ও অন্যান্য
- ধর্ম বা বিশ্বাসের ভিত্তিতে সহিংসতার শিকার ব্যক্তিদের স্মরণে আন্তর্জাতিক দিবস
- মাদ্রাজ (চেন্নাই) দিবস, ভারত
বহিঃসংযোগ

উইকিমিডিয়া কমন্সে ২২ আগস্ট সংক্রান্ত মিডিয়া রয়েছে।
এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads