শীর্ষ প্রশ্ন
সময়রেখা
চ্যাট
প্রসঙ্গ
আফতাব উদ্দিন সরকার
বাংলাদেশী রাজনীতিবিদ উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
Remove ads
আফতাব উদ্দিন সরকার (জন্ম ৬ এপ্রিল ১৯৫০) হলেন একজন বাংলাদেশী রাজনীতিবিদ ও নীলফামারী-১ আসনের সাবেক সংসদ সদস্য।
Remove ads
প্রাথমিক জীবন
আফতাব উদ্দিন সরকার ১৯৫০ সালের ৬ এপ্রিল নীলফামারী জেলার ডিমলা উপজেলার পশ্চিম খড়িবাড়িতে জন্মগ্রহণ করেন। তার পিতা মোঃ ইমাজ উদ্দিন সরকার ও মাতা নাসরিন বেগম। আফতাবের পিতা ১৯৪৭ ভারত বিভাগের সময় ভারত থেকে তৎকালীন পূর্ব পাকিস্তানে আসেন। ১৯৭১ সালে তিনি একজন সাহসী মুক্তিযোদ্ধা হিসেবে নিজ এলাকায় মুক্তিযুদ্ধে সক্রিয় অংশগ্রহণ করেন।
কর্মজীবন
আফতাব ১৯৭৩-১৯৮৩ সাল পর্যন্ত ডিমলা সদর ইউনিয়নের ইউপি চেয়ারম্যান ছিলেন।[২] ১৯৮৭ সালের প্রথম উপজেলা পরিষদ নির্বাচনে তিনি ডিমলা উপজেলার প্রথম উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হন এবং ১৯৯০ পর্যন্ত দায়িত্ব পালন করেন।[৩] ২০০৯ সালে পুনরায় উপজেলা পরিষদ নির্বাচন হলে তিনি আবারও উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হন। আফতাব ২০১৪ সালের ৫ জানুয়ারি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে নীলফামারী-১ (ডোমার ডিমলা) আসনের জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন। ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি আওয়ামী লীগের মনোনয়ন লাভ করেন এবং নির্বাচনে তিনি ২ লাখ ৩ হাজার ৭২৭ ভোট পেয়ে নির্বাচিত হন।[৪] এছাড়াও তিনি ডিমলা উপজেলা আওয়ামী লীগের সভাপতি।[৫]
২০২৪ সালে অসহযোগ আন্দোলনের পর রাষ্ট্রপতি জাতীয় সংসদ বিলুপ্ত করলে তিনি সংসদ সদস্য পদ হারান।৫ আগস্ট ২০২৪ সালে অসহযোগ আন্দোলনের মুখে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে ভারত পালিয়ে গেলে পরদিন ৬ আগস্ট রাষ্ট্রপতি সংসদ ভেঙ্গে দিলে তিনি সংসদ সদস্য পদ হারান।[৬][৭]
২০২৫ সালের ৬ মার্চ তিনটি হত্যা মামলার আসামি হিসেবে তাঁকে রংপুর থেকে গ্রেপ্তার করা হয়।[৫][৮][৯][১০] পরবর্তীতে ৬ এপ্রিল, ২০২৫ তাঁকে আবারও নীলফামারীতে দুটি মামলায় গ্রেফতার দেখানো হয়।[১১]
Remove ads
তথ্যসূত্র
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads